আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

কঠিন সহজ

( কঠিন সহজ )
--পলাশ মন্ডল ।
সহজ কথা
নয় যে সহজ বলা ।
সহজ পথে
নয় রে সহজ চলা ।

সহজ ভাবে
ভাবতে গেলে কিছু,
কঠিন এসে
আলগোছে নেয় পিছু ।

সহজ কথায়
লিখবো যখন ভাবি,
লিখতে গেলে
কঠিন লাগে সবই ।

সহজ ছবি
নয় যে আঁকা সোজা ।
সহজ স্মৃতি,
হয়না মনে খোঁজা ।

সহজ ভাবে
বাঁচতে গেলে, হায় !
জীবন আরও
কঠিন হয়ে যায় !

পাওনা সহজ,
হয়না শুধু নেয়া ।
সহজ দেনা,
যায়না তবু দেয়া ।

সহজ কথাও
অশ্রু চোখে ঝরায় ।
কঠিন ব্যথাও
প্রেমে জীবন ভরায় ।

সহজ হলেও
ঠেলোনা ভুলে দূরে ।
কঠিন হলেও
রাখো হৃদয় জুড়ে ।

Regards,
Palash Mondal | palashmondalseven@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment