তুমি যে অসাধারণ!
-----মোঃ আমিনুল এহছান মোল্লা, রাওনাট, কাপাসিয়া,গাজীপুর ।
***********
তোমাকে দেখে ভেবেছিলাম ভালবাসার তরঙ্গ খেলা'
তুমি যে অসাধারণ ! তোমার দেওয়া যন্ত্রনা
আজ যে কুটে কুটে খায়,তুমি যে মস্ত শিল্পি'
তোমার স্পর্শগুলো খুব বেশী নিষ্ঠুর…
খুব বেশী অবহেলার ।
বেশ করেছো হে প্রিয়সী ।
তুমি যে অসাধারণ!
তুমিই খুলেছো প্রেমের কপাট।
তুমিই ছিনেছো হৃদয়ের নির্যাস।
----------------
Regards,
aminul | aminulahasan372@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
No comments:
Post a Comment