ভালবাসি
---------মোঃ আমিনুল এহছান মোল্লা, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।
***************
ভালবাসি।
উচ্চস্বরে ঘোষনা দিতে ইচ্ছে করে,- ভালবাসি
হৃদয়ে ও শিরহণে
স্পর্শগুলো এসে এসে
বার বার ঢেউ তুলে
প্রণয়ের জল নদী ।
ভালবাসি।
উচ্চস্বরে ঘোষনা দিতে ইচ্ছে করে,- ভালবাসি ।
-----------------
Regards,
aminul | aminulahasan372@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
No comments:
Post a Comment