আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

ভালোবাসা এক সীমাহীন মহাকাশ

( ভালোবাসা এক সীমাহীন মহাকাশ )
--পলাশ মন্ডল ।
২৫/২/২০২০
কেউ যদি হয় অধরা অচিন মায়া,
হোক সে পাষান, হোক সে হৃদয়হীন ।
দাও যদি কিছু হৃদয় উজাড় করে,
সে দান তোমার রবে জেনো চিরদিন ।

যে ফুল তোমার ফিরায় সে ঘৃণাছলে,
ব্যাথার রক্তে করো'না হৃদয় রাঙা ।
তোমার সে ফুল ঘৃণার ছিলনা জেনো,
শুধু ছিল তার ফুলদানিটাই ভাঙ্গা ।

যার তরে তুমি পথপানে চেয়ে কাঁদো,
তার পথ বাঁধা অন্য পথের বাকে ।
হৃদয়ের পথে প্রেমটুকু শুধু বাঁধো,
জীবনের পথে কখনো বেঁধো না তাকে ।

ভালোবাসা এক সীমাহীন মহাকাশ,
জীবনের পথ তারও চেয়ে নয় বড় ।
জীবনের পথে হোক সে অচেনা পর,
ভালবেসে তারে হৃদয়ে আপন করো ।

Regards,
Palash Mondal | palashmondalseven@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment