আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

ইচ্ছে ডানা

( ইচ্ছে ডানা )
--পলাশ মন্ডল ।
২৩/২/২০২০
মা যদি হও আমার সকালবেলা,
তোমার সকাল সাজিয়ে দেব ফুলে ।
সোনার আলোয় ভাসিয়ে মেঘের ভেলা,
ভিড়বো তোমার স্নেহনদীর কূলে ।

মা যদি হও শঙ্খবালুর চর,
সারস হয়ে উড়ব তোমার বুকে ।
ঝিনুক নুড়ির গড়ব খেলাঘর,
সারাটি দিন থাকব সেথায় সুখে ।

মা যদি হও দীঘির কালো জল,
রোজ সকালে ফুটব হয়ে-
রঙিন শতদল ।

মা যদি দাও আশা,
তোমার প্রথম পাঠশালাতে
শিখব তোমার ভাষা ।
মা যদি হও শ্রোতা,
সারাটিক্ষণ তোমার কাছে
কইবো মনের কথা ।

মা যদি হও আমার পূজার ঘর,
প্রদীপ হয়ে জ্বলব সেথায়
সারা জনমভর ।
মা যদি হও আমার পূজার ফুল,
আশীর্বাদের পাপড়ি নিয়ে
পরব কানের দুল ।

মা যদি হও স্নিগ্ধ বটের ছায়া,
রাখাল হয়ে থাকব, মনে
মাখবো তোমার মায়া ।
মা যদি হও সুর,
রাখালরাজের বাঁশি হয়ে বাজব সুমধুর ।

মা যদি হও দূর আকাশের নীল,
আমি হবো শঙ্খডানা চিল ।
তোমার আশীর্বাদের আলোয়
উড়বো অনাবিল ।

দাও মা যদি আড়ি,
অনুভবের গোপন ঘরে
লুকিয়ে দেব পারি ।
মা যদি দাও ব্যথা,
ভাবছ কি মা, বলবো না আর কথা?
মান ভাঙানির গান শুনিয়ে
ভাঙব নীরবতা ।

মা যদি হও চাঁদ,
জ্যোৎস্না হয়ে থাকবো সাথে,
জাগব সারারাত ।

মা যদি গাও ঘুম পাড়ানির গান,
আধেক ঘুমেও থাকব পেতে কান ।
হও যদি মা ঘুমের দেশের পরী,
দিনের শেষে স্বপন দেশে
ভিড়াবো মোর তরী ।

খুশির রঙে সাজিয়ে দেব
তোমার স্বপ্নলোক ।
মা-ছেলের এই ভালবাসা
স্বপ্নে সফল হোক ।।

Regards,
Palash Mondal | palashmondalseven@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment