আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

আমার অস্তিত্ব

গল্প, কবিতা, উপন্যাস, অনুবাদ, রহস্য, বিজ্ঞান, ইতিহাস, গণিত, সাইকোলজি, হেলথ, মোটিভেশনাল ও বই রিভিউ লিখুন সাহিত্য কণিকায়।


অামি দেখেছি সবুজ ঘাসের
বুকে শিশিরের মেলা
সুবাস ছড়ানো পাপড়ির 'পরে
কালো ভোমরের খেলা।

রাতে জোনাকির মিটিমিটি অালোয়
কাটে অাঁধারের বাঁধ
অানমনা হয়ে কতই দেখেছি
জোছনা ছড়ানো চাঁদ।

নিঝুম রাতের নীরবতায়
সময় যেন থামে
কালো অাঁধারের বুক চিরে ফের
রোদের মেয়েরা নামে।

হাওয়ার নাচে দোলে সারা মাঠ
সোনালি অাভা তাতে
শান্ত ঝিলে হাঁসের দলেরা
জলকেলিতে মাতে।

পাখির কোরাসে মন ভরে যায়
বাতাসে ভরে বুক
ঝম ঝম ঝম বাদলে ভিজে
খুঁজে পাই সব সুখ।

অামি দিনমান কোলাহল করি
ঘরে ফিরে যাই সাঁঝে
উদাস হাওয়ায় গান গেয়ে ফের
মিশি প্রকৃতির মাঝে।

#Mostafa

No comments:

Post a Comment