কবিতা - " আদর্শ "
কলমে - মৃন্ময় বসু রায় চৌধুরী
------------------------------------------
আদর্শ
""""""""
জগতের এই পাঠে যে আজ ,
আদর্শেরই অভাব !
লেখাপড়া জেনেও কেন ....
বদলায় না স্বভাব !!
ছোট - বড়ো , মন্দ - ভালো ,
হিতাহিত জ্ঞান !
বর্তমানে বোঝেনা মানুষ ....
অবুঝ অজ্ঞান !!
নামীদামি পোশাক - আশাক ,
নামেরও বহর !
কাজের বেলায় অষ্টরম্ভা ....
অকৃত্রিম জহর !!
এসব কথা সবই জানা ,
প্রত্যেকেই জানেন !
মানার বেলায় ইচ্ছে করেই ....
স্বার্থটাকেই টাানেন !!
যদি বলেন - আমি কি মানি !
হ্যাঁ ! চেষ্টা করি বটে !
যতটুকু আছে আমার। ....
মাথার এই ঘটে !!
--------------------------------------------------------
© মৃন্ময় বসু রায় চৌধুরী
( পশ্চিমবঙ্গ / ভারতবর্ষ )
২৪/০৪/২০১৯
Regards,
মৃন্ময় ু য় র | mbrc1279@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
No comments:
Post a Comment