আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

স্বপ্নের টিনেজ সব
------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
**************************
এ যুগের টিনেজেরা উড়ে যায় আপন মনে-
হেড ফোন কানে দিয়ে ঘুরে বনে বনে;

টিনেজেরা বাইকে চড়ে, ভূঁ ভূঁ শব্দ শুনি তার;
অলি –গলি, পথ –ঘাট নষ্টামি অপার-
মাদকের কিনার দিয়ে তাদের নিত্য চলা ফেরা
নিশাচররের মতো নিঃশব্দে;করতেছে যৌবন চুরি তারা ।

এক সময় নিভে যায়, অনাবিল স্বপ্নীল আকাশ,
গোধূলীর ঘনঘটা চৌদিক তবু কত পরিহাস!

চৌদিক আজিকায় দেখি তারুণ্যে শক্তির মুখ;
অশুভ চক্রে স্বপ্ন হারায়ে আনছে জাতির দুঃখ !

স্বপ্নের টিনেজ সব- আগামীর আলো হউক আপনাকে চিনে এই বিশ্বতর
হয়ে উঠুক জাতির সম্পদ মুক্ত লাল সবুজের ভিতর ।
---------------------------------------------16-04-2019 ।
রাওনাট,কপাসিয়া,গাজীপুর।

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment