আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

তুমি এতো কাছে!

-কবি মোঃ আমিনুল এহছান
মোল্লা
তুমি এতো কাছে, এতো কাছে - হে নদী !
কতো কাল প্রহর গুনেছি বিনিদ্র রজনি
তোমার তটনি
পায়নি, তোমার দেখা পায়নি- সেই রূপে পায়নি..

কতো বার চেয়েছি তোমার তরঙ্গে তরঙ্গে ভেসে যাবো..
ঝাঁপ দিবো উত্তাল জল স্রোতে-
ডুবে যাবো, আমি ডুবো যাবে অথৈ গভীরে
খুব গভীরে !

বুকের আলিঙ্গনে আলিঙ্গনে স্মান করে নিবো—
জোয়ারে জোয়ারে ভেসে যাবো, যুগল বন্ধনে ভেসে যাবো
এক মধুর সন্ধিক্ষণে-

তুমি এতো কাছে, এতো কাছে - হে নদী !
তবুও দেখেনি ,তোমাকে জাগতে দেখেনি বার্ষার আগমনে,
কতো কাল প্রহর গুনেছি বিনিদ্র রজনি
তোমার তটনি
বুকে ঝাঁপ দিবো বলে অপলক চেয়ে আছি শুধু চেয়ে আছি!

তুমি এতো কাছে, এতো কাছে - হে নদী !
--------------------------------------29-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment