আমি তোমার, কেবলই তোমার
-কবি
মোঃ আমিনুল এহছান মোল্লা
আমি গিয়েছি, বার বার গিয়েছি - তোমার কাছে গিয়েছি …
প্রেমকে সর্মাপন করেছি, পাগলের মতো করেছি
প্রত্যাশার প্রলয়ে প্রলয়ে করেছি!
হৃদয়ের প্রণয়ে প্রণয়ে করেছি..
তুমি দেখলে না, তুমি বুঝলে না এ গহিনের তরঙ্গ !
কতো বার লিখেছি, রক্ত দিয়ে লিখেছি…
পরতে পরতে লিখেছি
শুধু তুমি, শুধু তুমি, অবিরত তুমি !
তুমি শুনলে না, তুমি বুঝলে না, এ গহিনের আর্তনাদ !
কতো চিৎকার দিয়ে বলেছি, শুধু বলেছি একটি নাম
সে তুমি, সে তুমি- শুধু তুমি !
কতো বার লিখেছি শিরোনাম-
ভালবাসি- তোমাকে ভালবাসি- শুধু তোমাকে ভালবাসি ।
তুমি বুঝলে না, তুমি নিলে না
এ হৃদয়ের স্পন্দিত উপহার !
এক অমর শিরোনাম-
ভালবাসি, তোমাকে ভালবাসি- অনেক ভালবাসি –হে প্রিয় !
এক বার দেখো, হৃদয় খুলে দেখো—
আমি তোমার, কেবলই তোমার- হে প্রিয় ।
---------------------------------28-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
Regards,
aminul | aminulahasan372@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
No comments:
Post a Comment