আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

আঙ্গিক_গদ্যকবিতা
#প্রতিবন্ধী_ভালোবাসা
#নীলিমা_রহিম
#তারিখ : ১১/০৪/২০১৯
#© reserved by Neelima Rahim
---------------------------------------------------------------------------
জীবন রঙ তুলির ক্যানভাস বৈ তো নয়!
কাঁটাতার বেষ্টনী জীবনচক্র --
পুরাতন ছেঁড়া বাঁধন;
মন মাধুরী বর্ণিল প্রজাপতির ডানা--
তামাটে রঙ বিকেলের রোদ্দুর।
সাঁঝ বিহান গনগনে আগুন কুণ্ডলী--
টকটকে লাল আবির--
আকাশ সাগরে ভালোবাসার মিতালি,
মেকি প্রেমের সংলাপ বৈকি!
জলদের ফোঁটা ফোঁটা অমৃত সুধা,
নীলের বুকে অপেয়।
জীবন পাতার ছেঁড়া ডায়েরি,
ধুলোর নিচে--
স্বপ্নের খোঁজে জীবন আবার জাগে।
তেল আর জলের মিশ্রণ--
প্রতিবন্ধী ভালোবাসার রসায়ন।

আহামরি কিছু নয়!
জীবনচক্রের মেঘ মেদুর ধূসর পাণ্ডুলিপি।
অথবা ঝলসানো মৃত্যুর বিভীষিকা,
সাঁঝ মায়ায় সুদর্শন--
জীবনচক্রের ত্রিমাত্রিক দুঃস্বপ্ন--
প্রিয়ার কালো চোখে নীল সাগর দর্শন।
জলকণায় ভেসে থাকা-
রংধনুর সাত রূপসী নাচে,
উর্বশী-রম্ভার সপ্তস্বরায়।
একটুকরো নীল ভালোবাসার উষ্ণ স্পর্শ,
আবির মাখা সূর্যের এতোটুকুন পরশ,
ডানা কাটা পরী নয়,
গাঙচিলের রকমারি ডানার বাহন চেপে,
আকাশের বুক চিরে একমুঠো নীল ভালোবাসা।
সবুজ স্বপ্নে না বলা কথার ছান্দিক কাব্য,
গোপন প্রিয়ার আমাজনের গহীন অন্তর ছুঁয়ে;
ভালোবাসার নীড় রচনার স্বপ্ন সুখে অনাগত অবগাহন।

Regards,
নীলিমা রহিম | neelimarahim1969@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment