আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

চারিদিকে ভয়
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৮-১১-২২ ইং।
*********************************
সমাজে আজ উঁচু শির কথা কয়,
সেইসব গন্ড মূর্খ্ বেয়াদব অতিশয় ।
আজ নিশ্চুপ সুবিপুল হিমালয় !
চারিদিকে ভয় ! ইজ্জত হারা ভয় !
অভদ্রতার সিন্ডিকেট কয় ডেকে
চুপ থাক, চুপ থাক- তুই কোথা থেকে ?
এখন নেতৃত্ব অর্থ্ বাহু বলে
শিক্ষিত জ্ঞানী গুলি আসিবা এ দলে।
নেতা আমাদের
কানা বাবু ,ন্যাংড়া সামাদ ,চোর মিলন !
সত্যের হিমালয় পেয়েছে অপমান
আজ উঁচু শির গন্ড মূর্খ্ বেয়াদব
অর্থ্ বাহু বলে ভারে
নীতিবান ভদ্র দীর্ঘ্ নিঃশ্বাস ছাড়ে।
নেশা খোর হতে আগুনের ঝড় বয় !
শিক্ষিত জ্ঞানী গুনি ভয়ে রয় ! ভয়ে রয় !!
আজ নিশ্চুপ সুবিপুল হিমালয় !
চারিদিকে ভয় ! ইজ্জত হারা ভয় !
-----------------------------------------

Regards,
ayaan | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

গুপ্তঘাতক
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৭-১১-২২ ইং।
*********************************
প্রেমের ফাঁদ প্রস্তুত আজ, প্রেম পলাতক !
ডিজিটাল প্রেম এখন গেরিলা গুপ্তঘাতক।
প্রেমের তরঙ্গ ধবংস এক ছলনার ফুলে,
ভালবাসার অন্তর পুড়ে আজ তীব্র অনলে।

হৃদয়ের শিরহণ আজ স্তব্দ এ মর্তলোক!
এখানে সত্যিকার প্রেম শুদ্ধতা পলাতক
এখানে প্রণয় সংঘবদ্ধ , যে নবজাতক
সে এখন বিশ্বাস ঘাতক!

ক্রমশ প্রেমে বিষাক্ত রক্তের –কুসুম
এখন প্রাণে প্রাণে দ্বন্ধ ,ভীত বিনিদ্র ঘুম।
এখানে অশ্লীলতা ছড়ায় উরু বাহুতে
অযুত স্বপ্ন চূর্ণ্ করার দৃঢ় শপথ তাতে।

প্রেমের ফাঁদ প্রস্তুত আজ, প্রেম পলাতক !
ডিজিটাল প্রেম এখন গেরিলা গুপ্তঘাতক।
যদিও স্বর্গিয় তবুও এখানে রক্তাক্ত জুলুম
এখানে নেই কোন সভ্যতা মুক্তির ধুম।
--------------------------------------

Regards,
ayaan | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

পিঞ্জরে- শুধু পিঞ্জরে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ১৬-১১-২০২২ ইং
*******************
গোলা বারুদ আর কতটা করে বিক্ষোভ !
তার চেয়ে ঢের বেশী হৃদয়ের তান্ডব
ক্ষেপণাস্র কিংবা পরমাণু বোমার আঘাত
হয়তো কিছুটা
কিন্তু হৃদয় হতে হৃদয়ের সংঘাত আরো কিছু
গভীর হতে গভীরে—
এ যুদ্ধের শুরু আছে আপদ মস্তক জুড়ে
শেষ নেই- লুন্ঠন করে রক্ত কণিকাগুলো
দিবা রাত্রি ঘুরে ঘুরে—
চরম ব্যাদনা কিংবা শিহরণ প্রাণের শিখরে
এ যুদ্ধের রক্তাক্ত কোলাহল পিঞ্জরে- শুধু পিঞ্জরে
গোলা বারুদ আর কতটা করে ক্ষত –বিক্ষত
তার চেয়ে ঢেড় বেশী হৃদয় হতে হৃদয়ের সংঘাত।
ক্রমাগত ধবংস করে--
সোনালী শস্যের উন্নত শীষ,
তবু ভালবাসি, তবু ভালবাসি উষ্ণীষ।
-------------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

খেলা হবে, খেলা হবে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ১৬-১১-২০২২ ইং
*******************
আমাদের স্বাধীন দেশে নাহি বজ্র স্বর,
খেলা হবে খেলা হবে লগি বৈঠা ধর ।
থাকি সেথা ঝগড়া করে নাহি কেহ ভাই
করি সবে দুর্নীতি যে যেথায় যাই
আমাদের স্বাধীন দেশ মায়ের সমান
এ কথা ভুলে যাই সোনার বাংলা গান
তাজা রক্তে মুক্তি তার,লাল সবুজ রঙ
চারিদিকে লেগে আছে দেশদ্রোহীর ঢং
আমাদের স্বাধীনতা পরাধীন যেন
খেলা হবে খেলা হবে লাঠি সোঠা আন
চোর ডাকাত স্বৈরাচার নানান ফুল ফোটে
ঋণের কালো দাগ চোখে মুখে ঠোটে
আমাদের স্বাধীন দেশে বড় বড় চোর
খেলা হবে খেলা হবে পথে ঘাটে ধর ।
-----------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

ভালবাসায় দুর্নীতি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ১৫-১১-২০২২ ইং
*******************
দুর্নীতির এক অভিশাপ নিয়ে এল এই
পরাজয়ের অনল প্রান্তর!
এখানে নীতি নৈতিকতা শেষ হয়ে গেছে
স্বদেশের প্রতিটি সেক্টর।
চাল চলন কথাবার্তা দাদগিরি হতে
স্বদেশের মাটি দুর্নীতির স্রোতে
মুক্তির কাছে অভিযোগ দিলাম
এখানেও প্রদীপ নিভল আশার।
বাংলার আকাশে বুঝি জমলো সেই মেঘ,
সেই কঠিন পর্বতের- উদ্বেগ।
দায়িত্বে দুর্নীতি, কথায় দুর্নীতি , কাজে দুর্নীতি
ভালবাসায় দুর্নীতি-
শুধু কি অর্থনীতি ? না না-
ক্ষমতার মসনদও ভরা বাদল আঁধারে
দুর্নীতি সব সেক্টরে উম্মুচন বারে বারে
স্বদেশ তাইতো সম্মুখীন হল
বিপুল সর্বনাশার।
-------------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

পরিচয় না হলে ভাল হত
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ১৫-১১-২০২২ ইং
*******************
ক্ষতবিক্ষত প্রাণে চলেছি একা, শুধু একা !
এখন মনে হয় পরিচয় না হলে ভাল হত
এ প্রাণের শুন্যতায় আগুনের কুন্ড –ঠেকা
কেউ বুঝে না, কেউ করে না দেখা-
অনেক রক্ত ঝরছে জানি না কি কারনে,
তবে এতটুকু জানি কিছু একটা ভিতরে
তুমুল আঘাত করছে জল্লাদের মত
ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে তবু আমি বলি
ভালবাসি, শুধু তোমাকেই ভালবাসি
জানি, এ প্রাণে অনেক ক্ষত অনেক বিক্ষোভ
তবু কে যেন ইন্ধন দেয়- চুপি চুপি বলে
তুমি এসো, খুব কাছে এসো--
একি ছলনার অভিনয়ে বলেছো- ভালবাস !
সত্যি কি জান ?
ক্ষতবিক্ষত প্রাণে চলেছি একা, শুধু একা !
এখন মনে হয় পরিচয় না হলে ভাল হত ।
হয়তো হত না এ প্রাণের এত ক্ষত !!!
--------------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

তোমার ঝড়ে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ১৪-১১-২০২২ ইং
*******************
ঘূর্ণি ঝড় চলেগেছে দূরে- বহুদূরে !
তবু সমুদ্রের জল উত্তাল তোমার ঝড়ে !
ভিতরে রক্ত ক্ষরণের শব্দ, পাইনি ছাড়া
তুমুল বিদ্রোহ চলে—

ভালবাসার এতো ঝড় ! এতো যুদ্ধ!
চোখের আড়াল হলেও গভীরে নেচে উঠে
আঘাত করে শান্ত নদীর জলে
তুমুল ঢেউ খেলে, তুমুল ঝড় তুলে—--

ঘূর্ণি ঝড় চলেগেছে দূরে- বহুদূরে !
তবু ঝড় উঠে, ভয় ! অনেক ভয় !
কত আশ্রয় খুঁজেছি আকাশে গভীর নীলে
শুধু শুন্যতায় গিয়েছে ভরি প্রাণের নিখিলে
মুঢ় আতংক ভালবাসার মিছিলে—

ঘূর্ণি ঝড় চলেগেছে দূরে- বহুদূরে !
তবু সমুদ্রের জল উত্তাল তোমার ঝড়ে !
----------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

এ শুধু পিতাই জানে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ১৪-১১-২০২২ ইং
*******************
কিছু নাহি চায় এই ধূলিমাখা পান্থশালায়,
অতুল্য ভালাবসা দিয়ে যায় রক্ত ঘাম ঝরায় ।
তবু সে চায় প্রেমের ফুল ফুটুক
পুব দিগন্তে প্রভাতের আলো জাগুক।
রাত্রির পূর্ণিমার মতো হাসুক-
কাশ বনের শুভ্রতায়- এ মর্তলোক।

কত যে ধকল যায় এ রক্ত প্রবাহ দিয়ে-
তবু সে মাস্তুলে পাঞ্জেরী দেখে বিপুল উৎসবে
রক্ত ঝরা ঘামের উত্তাল প্রবাহে
ভালবাসার তরঙ্গ সফেন চির উজ্জ্বল।
এ শুধু পিতাই জানে !

কিছু নাহি চায় এই ধূলিমাখা পান্থশালায়,
অতুল্য ভালাবসা দিয়ে যায় রক্ত ঘাম ঝরায় ।
------------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

ছেয়ে - মেয়ের বন্ধুত্ত্ব
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১২-১১-২২ ইং।
*********************************
দেখ, ছেলে মেয়ের বন্ধুত্ত্বটা দেখ,
মোম আর আগুনের কুন্ড এক সাখে রাখ
তারপর বল কি ঘটে গেল!
আগুন যেমন গ্রাস করে মোমকে
ছেলে মেয়ের বন্ধুত্বও হরণ করে সম্ভ্রমকে
এখানে কোন মিত্রতা নেই,
এখানে কোন আপোষ নেই
এখানে আগুন মোমের গলিত রস-
এখানে নিষিদ্ধ পরশ আর পরশ !
বন্ধুত্ত্বের এ সন্ধি
নিষিদ্ধ প্রণয়ের অভিনব ফন্দি
কখনোবা জীবন্ত লাশের সমাধি
কখনোবা আত্মহত্যা নিরবদি-
সুতরাং হতে পারে না,
ছেলে মেয়ের বন্ধুত্ত্ব হতে পারে না
চারিদিকে নিষিদ্ধ ছেলে মেয়ের কোলাহল
বন্ধুত্ত্বের নামে খুন হত্যা ধর্ষণের দাবানল।
এইসব বন্ধুত্ত্ব বাড়িয়ে তুলেছে
সামাজিক অবক্ষয় ! মানুষেরা ভুলেছে
পশুত্ত্বের স্বাদ নিয়েছে—
মনুষ্যত্ব খুয়েছে. নরকের আগুন ছুঁয়েছে—
---------------------------------------

Regards,
ayaan | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

শত পাপের ভিত্তি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১২-১১-২২ ইং।
*********************************
রাত্রি নয়, আলো দেখি চারিদিকে
দৃঢ় মগ্নতাই পারে আসন্ন রাত্রিকে
মুক্তির আলো দিতে- এ মর্তলোকে
শুধূ পরিশুদ্ধ প্রাণ চাই সম্মুখে।

আমাকে একটি পরিশুদ্ধ প্রাণ দাও
জাতিকে মুক্তি দিবো শহর গঞ্জ গাও।
শত পাপের ভিত্তি আজ অশুদ্ধ প্রাণ
ভরে গেছে অপরাধে স্বদেশের উদ্যান।

একটি পরিশুদ্ধ প্রাণ দাও - এ সিংহাসন
শাসকের উষ্ণমন শানিত হউক দুর্দিন।
সম্মুখে দেখি সুদিন ! পাপীদের রক্তপাত
পরিশুদ্ধ প্রাণেরা এসেছে- হানো আঘাত।

Regards,
ayaan | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

ক্ষুধা বুঝে না
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১২-১১-২২ ইং।
*********************************
স্বদেশের সম্মুখে চরম খাদ্য সংকট !
এদিকে মনোযোগের অভাব প্রকোট।
স্বদেশকে দিচ্ছি চরমপত্র রক্তে লেখা
দুর্ভিক্ষ আসছে শহর গ্রামে নিয়ত দেখা।

স্বদেশের ভূমিতে খাদ্য উৎপাদন আজ আর নাই
চারিদিকে দালান কোঠা ঘর বাড়ি নিয়েছে ঠাঁই।
ক্ষুব্ধ কৃষকের মাটি
ফসল শুন্য সোনালী আঁশের ঘাটি
উপহার দিয়েছো জেল জুলুম গুলি
অধিকার নিয়েছো কেড়ে ক্ষমতার পাল তুলি।

এইসব কিছু চাই না, স্বদেশ হয়েছে শ্মাশান
বাঁচাও স্বদেশী কৃষকের ইজ্জত মান।
বহু লুন্ঠন করেছো, পেয়ে গেছ পার,
এবার সম্মুখে চরম খাদ্য সংকট
দুর্ভিক্ষ্ হিসাব কষে নিবে তার---

ক্ষুধা বুঝে না প্রিয় -প্রেয়সীর সংহতি !
দুর্ভিক্ষে জ্বলে শিরা উশিরা বিদ্যুৎগতি।
তুমুল বিদ্রোহের রক্ত ছড়ায় দিগন্ত রেখা
স্বদেশকে দিচ্ছি চরমপত্র রক্তে লেখা।
-----------------------------------------

Regards,
ayaan | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

নেতৃত্বের সূর্য্ চাই
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১২-১১-২২ ইং।
*********************************
জন বৈষম্যের কালো রাত্রির শেষে
পূব দিগন্তে কি উঠবেনা প্রভাতের আলো ?
একটা নেতৃত্বের সূর্য্ চাই স্বদেশে
যে জাগাবে ঘুমন্ত প্রাণ অনিমেষে
স্বাধীন পতাকার তলে ক্ষমতার দ্বন্ধ-দম্ভ।
পতাকা উড়াই তবু স্বদেশ প্রেম নেই
মুক্তি যুদ্ধের জয়স্তম্ভ।
এতো বৈষম্যের ঝড়ে অধিকার হতভম্ব !
একটা নেতৃত্বের সূর্য্ চাই স্বদেশে
যে জাগাবে ঘুমন্ত প্রাণ অনিমেষে।
----------------------------------

Regards,
ayaan | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

ঘুষের আগুনে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১২-১১-২২ ইং।
*********************************
ঘুষের আগুনে আজ মুক্তির পতাকা পুড়ে !
তুমুল প্রতিযোগীতা অফিসারে অফিসারে
অফিসের প্রতিটি শাখায় শাখায়
ব্যাক্তিতে ব্যাক্তিতে হাত বদলায়।
প্রজাতন্ত্রের প্রতিটি দায়িত্বশীল চেয়ারে
একই চরিত্রের মহরা হয় বিপুল হারে।
চারিদিকে ঘুষের সংগীত বজ্রপাতে
মরণ অস্র আজ অফিস আদালতে
ঘুষের আগুনে আজ মুক্তির পতাকা পুড়ে !
পতাকা আছে, অধিকার নেই-দূরে বহুদূরে!
যেদিকে তাকাই সেদিকে দুর্নীতিবাজ !
কে দিবে জাতিকে মুক্তি- কেউ নেই আজ ?
উঁচু থেকে নীচু একই রঙের সাজ
তাইতো বংলার আকাশে নেমেছে সাঁঝ।
ভেবেছিলাম তুমি মুক্তি কামী
না, না এখন দেখি ভুল আমি ।
ঘুষের আগুনে আজ মুক্তির পতাকা পুড়ে !
তুমুল প্রতিযোগীতা অফিসারে অফিসারে ।
-------------------------------------

Regards,
ayaan | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

তুমি রং বদলেছো
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১২-১১-২২ ইং।
*********************************
কখনো দেখিনি অবিচল জাতির দুঃসময়ে,
তুমি রং বদলেছো ক্ষমতা সংকটের ভয়ে !
অথচ দাবী কর তুমি এক শক্তি সুসংহত
জাতি বুঝেগেছে,
তুমি এক প্রতারক, মোনাবিক ছদ্মবেশী রত।
যেখানে স্বদেশ দুঃখ শোকে রক্তাক্ত আঘাতে
সেখানে তুমি একি বল পথে ঘাটে টক শোতে ?
নিজ স্বার্থ্ হাছিলে পরিপুষ্ট তোমার এ হৃদয়
তাই তুমি দেখনা জনতার পরাজয়-
জ্ঞান পাপীদের অগ্রাসনে নিন্দা ও অখ্যাতি
নিরপেক্ষতা নেই নিরপেক্ষ জ্ঞানের জ্যোতি!
এ কিসের ইঙ্গিত ?
এ কিসের সংকেত ?
বঞ্চিতের প্রাণ চেয়ে দেখ, রক্ত ক্ষরণে থরো থরো
যুদ্ধের মুক্তির সঙ্গে জনতার মুক্তিকে যোগ কর।
কখনো দেখিনি অবিচল জাতির দুঃসময়ে,
তুমি রং বদলেছো ক্ষমতা সংকটের ভয়ে----
---------------------------------------------

Regards,
ayaan | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

বিপ্লব শুরু হউক
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১২-১১-২২ ইং।
*********************************
অধিকার আদায়ে আরো হও উদ্ব‌ুদ্ধ,
শুরু করো জনতার প্রতিরোধ, জনযুদ্ধ।
আজ তোমাদের বিপ্লবের দিন !
শুরু হউক জনতার মিছিল, বিপ্লবী মিছিল
ফ্যাসিস্টদের ডেকে আনো ঘোর দুর্দিন !
মিলিত হও পীছ ঢালা রাজপথে অভিন্ন প্রাণ।
বঞ্চিত জনতা আজ মহাক্র‌ুদ্ধ
শুরু হইক জনতার প্রতিরোধ , জনযুদ্ধ।
জ্ঞান পাপী দেশ দ্রোহীদের ঠাঁই নাই, ঠাঁই নাই
গর্জেছে বিপ্লবী জনতা, ভয় নাই, ভয় নাই !
জন শক্তির ক্ষয় নাই, ক্ষয় নাই
কে আছে বিপ্লবের গতিপথ করে রুদ্ধ ?
শুরু করো জনতার প্রতিরোধ, জনযুদ্ধ।
বিপ্লব শুরু হউক, শুরু হউক শুভ লগ্ন
মুক্তির তপস্যাই হউক তোমাদের মগ্ন।
---------------------------------------

Regards,
ayaan | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

হৃদয় হতে হৃদয় নেই
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১১-১১-২২ ইং।
*********************************
প্রেমের সাহিত্যে এ কি পরিণাম !
কত কবিতা, কত গান কত উপন্যাস ছিল ধরাধরাম
কত ছিল হৃদয় নিংড়ানো চিঠির তরঙ্গ
সেইসব ছুটেছে নিরুদ্দেশে গভীর সুরঙ্গ।

এখন চারিদিকে ডিজিটাল সুরের মূর্ছনাতে
নগ্নতায় মেতেছে প্রেমের পৃথিবী দিনে রাতে
এখানে নেই নীতি নৈতিকতার বিধিবিধান
আছে শুধু অবৈধ মিলনের সংবিধান
আছে কিছু চরিত্র হরণের রক্তাক্ত ধর্ষ্ণ !!

এখানে তান তুলেছে প্রণয়ের সুর
এখানে চরিত্র হরণ, ধর্ষ্ণ, ব্যভিচার।
এখানে নগ্ন প্রেম ভালবাসার সংসার।
প্রেমের সাহিত্যে এ কি পরিণাম !
হৃদয় হতে হৃদয় নেই প্রেমের শিরোনাম।
------------------------------

Regards,
ayaan | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

শুধু স্বার্থের জন্যে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১১-১১-২২ ইং।
*********************************
শুধু স্বার্থের জন্যে মিথ্যা বলছে মানুষেরা,
সম্মুখে সত্যের হাতছানি তবু নিশ্চুপ তারা।
সত্যেরা খুঁজে সহজ পন্থা এ মর্তলোক,
স্বার্থেরা জ্বলে দেয় দ্বন্দ্বের আগুন এ বুক।

শুধু স্বার্থের জন্যে মানুষেরা বলেনা হক কথা
মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে চায় যথা তথা—
মানুষের এরূপ বড় বেশী ভয়ঙ্কর !
তাদের সকাশে দেখি শুধু স্বার্থের শিবির।

মুক্তির প্রদীপ নিভে গেছে রৌদ্রজ্জ্বল দিনে
এখন মিথ্যেরা গর্জ্ন- তর্জনে
বীর দর্পে হয়েছে সমাজের পতি !
যার অগ্রাসনে সহজ সরলেরা হয় নতি।
-----------------------------------------

Regards,
ayaan | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

প্রিয় কবির
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১১-১১-২২ ইং।
*********************************
হে যুবক, তুমি তুললে এ বিশ্বে মহাঝড় !
চির সত্যে জাগালে জলহীন মরু প্রান্তর!
তুমি বীর ,তুমি উন্নত মম শির
তুমি সেই যুবক আমাদের প্রিয় কবির।
অদম্য স্পৃতা দৃঢ় মনোবল শেষ সম্বল
প্রতীজ্ঞায় ইস্পাত কঠিন- প্রাণ চঞ্চল।
দুঃখ - ব্যর্থতা আছে তবু নেই অবসাদ !
নেই কোন ধবংস, নেই কোন বিবাদ-
তুমি এক মহা বিজয়ের মহা উৎকর্ষ্ !
তুমি এক বিপ্লবের মহা সংঘর্ষ্ ।
তুমি এক দৃঢ় যোদ্ধা সমর প্রতিকুল-
তুমি ফুটাও চির সাম্যের মানবিক ফুল।
তুমি আমাদের প্রিয় কবির প্রত্যেক বুকে
সদা জেগে থাকো হাসি মুখে- সুখ-দুঃখে।
---------------------------------------------------

Regards,
ayaan | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

দূর থেকে দেখে যাব
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ১০-১১-২০২২ ইং
*******************
দূর থেকে দেখে যাব থাকবে না ক্রন্দন ,
যাব না কাছে তবু গড়ে যাব বন্ধন।
হদয়ের যে ইন্ধন
তা হবে না কভূ প্রণয়ের প্রয়োজন ।
বুকের তরঙ্গ দিব ঢালি ওই দুর বসে
দু'জনা উঠব জাগি ফুল শয্যার হরষে।
তোমার এ অভিমান নাহি করে বঞ্চিত,
দুর থেকে করে নিব সুধা সুখ সঞ্চিত।
এ প্রাণ দীন দরিদ্র নহে
দুর হলেই চলে যাব ভিন গ্রহে।
দূর থেকে দেখে যাব থাকবে না ক্রন্দন,
যাব না কাছে তবু গড়ে যাব বন্ধন।
-----------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

যে ভাষা বুঝেনা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ১০-১১-২০২২ ইং
*******************
-----------------------------------
যে ভাষা বুঝেনা, তাকে বলে লাভ নেই
সে তোমাকে অপমান করবে সর্বদাই ।
সে ভাববে তুমি মূল্যহীন
তার জন্যে ব্যাকুল প্রাণ ।
ভালবাসা হবে এখানে তুচ্ছ- নগন্য
যে সন্মান করেত জানে তাকেই শুধু
হৃদয়ের ভাষা বলিও তুমুল বিল্পবে
এ যুদ্ধ হবে স্বর্গিয় ! এ যুদ্ধ হবে বিজয়ের !
যে ভাষা বুঝেনা সে হবে অহংকারী
সে হবে দুর্দান্ত অভিনয় শিল্পী – ছলনাময়ী
মুহুর্তে মুহূর্তে মিথ্যা সংলাপে
তোমাকে পুড়াবে, তোমাকে জানাবে
যা ছিল সব মিথ্যে-
তোমার এ রাত্রি দিন অসাধ্য সাধন
সবই হবে ব্যর্থ্, সবই হবে অপমান !
তুমি যাই বল- কোন উত্তর পাবে না
সুতরাং
যে ভাষা বুঝেনা, তাকে বলে লাভ নেই
সে তোমাকে অপমান করবে সর্বদাই ।
--------------------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

সু-শিক্ষাটা কোথায় ?
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ১০-১১-২০২২ ইং
*******************
-----------------------------------
উচ্চ শিক্ষিতে আজকাল গোলমাল ভারী,
অনেকের মাঝে তাই দেখি বাড়াবাড়ি ।
শিক্ষিত বটে সুশিক্ষিত নয় এ অন্তর
যত অনৈতিক মহরায় কাজ কারবার।
উচ্চ শিক্ষিতের পদবী লয়ে পশুত্ত্বের প্রাণ
আজকাল ভরে গেছে পৃথিবীর উদ্যান।
পথ ভ্রষ্ট জ্ঞানে-
উচ্চ শিক্ষিতরা নানান কুট কৌশল সাধনে
বঞ্চিত করে মানবতার ন্যায্য অধিকার
পিতা- মাতা চোখের অশ্রু জলে
সন্তানকে অভিশাপ দেয়- দু'হাত তুলে
বৃদ্ধাশ্রমে--
চারিদিকে অসংখ্যা তারকারাজি, সূর্য্টা নাই
এতো উচ্চ শিক্ষিত ! সু-শিক্ষাটা কোথায় ?
----------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

তবুও ভুলে ভুলে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ০৯-১১-২০২২ ইং
*******************
জল –বায়ুর যুদ্ধে সাগরে ঢেউ খেলে,
আজ বায়ু আছে জল নেই- আগুন জ্বলে !

করেছি কি ভুল এই ধরণীর তলে ?
তবে কেন সাড়া নেই প্রাণ খুলে ?
হৃদয়ে হৃদয়ে যুদ্ধ যদি না থাকে
সেখানে ভালবাসা কি ছবি আঁকে !

তাই দিনের শেষে আগুন জ্বলে
ঢেউ খেলেনা সাগরের জল এসে।
জানি উত্তর দিবেনা কোন কৌতুহলে
শুধু অভিনয় ! শুধু ছলনার ছলে
হয়তো বলবে---

জানি না, ভালবাসাটাই ভুল ছিল বুঝি,
তবুও ভুলে ভুলে তোমাকে গিয়েছি খুঁজি।
আজ ঘুচাব এ ভুল নয়নের জলে
তুমুল ঢেউ খেলাব জল –বায়ুর অনলে।
-----------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

আজ তুমি মুক্ত
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ০৯-১১-২০২২ ইং
*******************
ভালবাসার অশ্ব আজ বড় বেশী উত্তাল,
বড় বেশী বেসামাল,
কারাগারের বন্ধী শালায় অবরুদ্ধ করব
শিকড় বেড়ি পড়াব
তবু যদি হয় ক্ষান্ত, তবু যদি হয় শান্ত
তবু যদি হও মুক্ত
আমি ভেবে নিব কিছু একটা করেছি-
অফুরান ভালবাসতে পেরেছি
আর চাই না ভালবাসার অশ্বটি
তোমাকে আঘাত হানুক,রক্তাক্ত করুক
জানি তুমি খুশী হবে !
কি বল ?
অশ্বটি তোমার দুয়ার আসবে না,কখনো আসবে না
তাকে কারারুদ্ধ করেছি অন্ধকার প্রকোষ্ঠে।
আজ তুমি মুক্ত ! তুমি স্বাধীন !
তবু যদি হও ক্ষান্ত, তবু যদি হও শান্ত ।
-----------------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

অদ্ভুদ চাওয়া
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ০৮-১১-২০২২ ইং
*******************
এক অদ্ভুদ চাওয়া, জানি তুমি হে বলবে না
তুমি হাসবে, তুমি তাকাবে তবু ভালবাসবে না
কেন এত কষ্ট দাও হে প্রিয়তমা ?
আমিতো শুধু ভালবাসতে এসেছি
আজ আমি ক্লান্ত, ক্লান্ত আমি কর ক্ষমা
মুক্তি দাও এ ব্যাকুল প্রাণ হে সুষমা !
জানি ছিন্ন করবে এ অস্থি মজ্জার ডোর
তবু বলব তোমাকেই ভালবাসে চিত্ত মোর
হঠাৎতুমি এসেছিলে হৃদয়ের পাত্রে
অনেক সযত্নে রেখেছি দিনে ও রাত্রে
শুধু তুমি বুঝলে না, উত্তর দিলে না শেষে
তবু বলব তরঙ্গ উঠেছে এ প্রাণে
এক অদ্ভুদ চাওয়ার উদ্দেশে—
তুমি নাই তবু আছো আমার হৃদয়ে, হে মনোরমা।
----------------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

তোমার এ প্রস্থান
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ০৮-১১-২০২২ ইং
*******************
কখনো একটা মৃত্যু ,একটা বিরহের হিমালয় !
কখনো চিতার লেলিহান শিখার যন্ত্রনাময়
এখানে শুধু শুন্যতা ! এখানে অগ্নিময় জ্বালা
কেউ আসে না ফিরে এ বিরহের খেলা
রক্তের এ শুন্যতা আকাশ দিয়েছে ডেকে
এতো ব্যদনা ! তবু কানে কানে কথা বল
চুপি চুপি ডাক দেও ভাই- কোথা থেকে ?
এতো অশ্রু ! এতো রক্ত ক্ষরণ !
আর কখনো হয়নি এমন রক্তের বাঁধন।
তুমি নেই তবু আছো ! খুব কাছে মনে হয়
শয়নে স্বপনে দিবা যামী কথা হয়, কথা কয়
তোমার এই অনন্তের প্রাণ
অনেক মিস করি, ভাল থেকো ভেঙ্গে অভিমান
তোমার এ প্রস্থান, একটা শুন্যতার হিমালয়!
একটা অগ্নি পর্বত হতে তপ্ত ঝড় বয় ।
---------------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

বিবর্ণ্ স্মৃতি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ০৭-১১-২০২২ ইং
*******************
এতো ভালবাসার পরেও ভিত্তি প্রতিকূল।
এতো করে বলার পরেও নিশ্চুপ বিপুল!
যদি ভাল নাই বাস তবে কেন অভিনয়?
বলে দাও নির্ভয়ে বলে দাও- বিদায়, বিদায়
আমি বুঝে নিব আমি চৈত্রের হাওয়ায়
অস্তমিত সূর্যের কোন অন্ধাকার ছায়ায়—
নাইবা কথা হল, নাইবা দেখা হল-
শুধু বল, একবার বল—
ধূসর কালো মেঘে ডাকা অসীম আকাশে।
এ শুধু ছলনার স্মৃতি বয়ে নিয়ে আসে-
তবু এ প্রাণের মর্মে প্রচ্ছন্ন জিজ্ঞাসা
সত্যি কি কখনো ভালবেসেছিলে ?
অজস্র অশ্রুজলে ভেসেগেছে বিপুল আশা !
তুমি শুধু বিবর্ণ্ স্মৃতি এ তপ্ত বুকে-
ছলনার মলিন হাসি ভালবাসার কৌতুকে।
----------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

কথা হয় কবিতার বর্ণে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ০৭-১১-২০২২ ইং
*******************
দেখা হয় কবিতার বর্ণে, কবিতার শব্দে !
কথা হয় হৃদয়ের কম্পনে কম্পনে
ভালবাসা হয় কবিতার কাব্যে কাব্যে—
এ আলিঙ্গন হয় না কভূ শেষ! হয় না কভূ শেষ
রচিত হয় এক অমর কবিতা
যেখানে পুলকের স্পর্শ্, যেখানে শিরহণ বিপুল
এখানে জীবন্ত পান্ডু লিপি, এখানে প্রণয়ের ফুল
এখানে কেউ বলে না বিদায়-
এখানে সূর্যের তপ্ত রশ্মি
এখানে পূর্ণিমার কোমল স্পর্শ্ ।
এখানে কল্পনা এসে জানায় আবেগ
মিলনের ঢেউ উঠে, গভীর হতে উঠে
অনেক প্রাণবন্ত স্মৃতি
এখানে পাওয়ার অনেক আকুতি—
তাইতো কথা হয় কবিতার বর্ণে, কবিতার শব্দে
কবিতা যে প্রণয়ের সেতু !
------------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

একুট স্পর্শ্ কর
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ০৭-১১-২০২২ ইং
*******************
শুধু তোমার জন্যে, শুধু তোমার জন্যে
হৃদয়ে ঝড় উঠেছে প্রত্যেক প্রবাহ
কি এক শুন্যতা ! অমৃতের স্পর্শ চায়
এখন গভীর রাত্রি, অন্ধকারময়
শরীরের প্রতিটি অঙ্গ পতঙ্গ রক্তময়।
প্রচন্ড ক্ষিপ্ত পুলকের প্রতিটি কারাগৃহ
উদ্দাম গতিতে শিহরণের বিদ্যুৎ-শিখা
একুট স্পর্শ্ কর জ্বালাময় তরঙ্গ
আমাকে শান্ত করে দাও প্রচন্ড বিষ্ময়ে
এ যুদ্ধ হউক স্বর্গিয়
যেখানে তুমি আর আমি—
প্রেমের বীজ অঙ্কুরিত করবো আপন হরষে।
সুখ হিংস্রতায় উঠব মেতে- অগ্নিময়
শুধু তোমার জন্যে, শুধু তোমার জন্যে
হৃদয়ে ঝড় উঠেছে প্রত্যেক প্রবাহ ---
-------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

তোমাকে দেখতে দেখতে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ০৭-১১-২০২২ ইং
*******************
ভুলতে চাই প্রতিটি প্রহরে প্রতিটি প্রভাতে
কিন্তু তুমি ! বারে বারে ফিরে এসো কল্পনাতে
হৃদয়ের গভীরে তুমুল সংঘাতে—

তুমি ফিরে এসো কবিতায় নিস্তব্ধ নিঃঝুম
চুপি চুপি কথা বলো এ হৃদয়ে অবিরাম।
তন্দ্রাঘোরে অপলক দেখি চেয়ে চেয়ে
কি অপরূপা কবিতা তুমি স্বপ্নপথ বেয়ে।

যদি একটু ছঁয়া যেত, কাছে পাওয়া যেত
হয়তো হারিয়ে যেতাম কোন গভীর স্রোত!
আজ এ অশান্ত হৃদয়ের পথে
তুমি বারে বারে ফিরে এসো ব্যর্থ্ সংঘাতে।

তোমাকে দেখতে দেখতে
এ বক্ষ শিরে উপশিরে উঠেছে মেতে- তোমাকে পেতে।
ভুলতে চাই প্রতিটি প্রহরে প্রতিটি প্রভাতে
কিন্তু তুমি ! বারে বারে ফিরে এসো কল্পনাতে ।
-----------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

ক্ষতচিহ্ন
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ০৫-১১-২২ ইং।
*********************************
রাজনীতির কবিতায় আজ ক্ষতচিহ্ন !
দল মত পথ যাই হউক মঞ্চ অভিন্ন।
আদর্শ্ ভেসে গেছে লোভের বন্যায়
শুধু রয়েগেছে অনৈতিক অন্যায়।

নীতি নৈতিকতা আজ শেষে নিঃস্ব !
শুধু খেলা আর খেলা সারা বিশ্ব।
জীবন উপন্যাসে ঝড়ে পড়া রক্ত
ক্ষমতার নাট্য মঞ্চ আজ উত্তপ্ত।

রাজনীতির কবিতায় আজ ক্ষতচিহ্ন !
দল মত পথ যাই হউক মঞ্চ অভিন্ন।
শুধু ভিন্ন- আবেগ প্রবণ জনতা
কিন্তু স্বদেশ প্রেমে নেই কোন একতা ।
-------------------------------------

Regards,
ayaan | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

জীবন আজ রিক্ত
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ০৫-১১-২২ ইং।
*********************************
সেই চেতনা কি আজ শেষে নিঃস্ব ?
ক্ষুধাতুর নতজানু বাঙালির অশ্ব!
শাসকের শোসনে ঝড়ে পড়া রক্ত
চারিদিকে জীবন আজ উত্যক্ত ।

এখন আর সময় নেই নিশ্চুপ কাব্যের
কলম ধর গর্জে উঠো জনতা মুক্তির।
কিসের ভয়ে দিন কাটে নিত্য ?
ধ্বংস কর নিপাত করে ওইসব দুর্বৃত্ত।

দুর্নীতির অগ্রাসনে জীবন আজ রিক্ত,
চারিদিকে জনতা অশ্রুসিক্ত !
ক্ষুধাতুর নতজানু বাঙালির অশ্ব
সেই চেতনা কি আজ শেষে নিঃস্ব ?
------------------------------------

Regards,
ayaan | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

এখন আকাশে উড়ে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ০৫-১১-২২ ইং।
*********************************
এতদিন ছিল বিদ্রোহী দোসরের ধমক !
পথে পথে ছিল কাঁটা আর বাধা সড়ক ।

জনতা গর্জে ছিল বজ্রের কণ্ঠের চমক
স্বাধীন পতাকা উড়েছিল বিপুল ঝলক।
আজও আছে সেই লাল সবুজের মোড়ক।
তবু কেন চারিদিকে নরক আর নরক ?

এত জুলম অত্যাচার কি সইবে ?
যদি না বাচি স্বাধীনভাবে,
বহু রক্তের দামে কেনা এ অর্জ্ন,
এত সহজেই কি দিব বিসর্জ্ন !
এখনো সময় আছে এইসব কর বর্জ্ন।

পথে পথে ছিল কাঁটা আর বাধা সড়ক,
এখন আকাশে উড়ে লাল সবুজের মোড়ক।
-----------------------------------------

Regards,
ayaan | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

বাংলার জনতা কাঁদে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ০৫-১১-২২ ইং।
*********************************
বাংলার জনতা কাঁদে বৈষম্য শিকারে,
এখন বাজারে আগুন, জনতা অর্ধ্হারে।
দুর্নীতির অগ্রাসনে ধমনীর জ্বলন্ত প্রলাপ
এ বুকে যেন আসন্ন দূর্ভিক্ষের অভিশাপ।

অবরুদ্ধ বুকে জনতার উম্মাদ তড়িৎ !
এক অসহনীয় জীবনের বিরহ সংগীত।
বাংলার নীল গগণে ধূসর -কালোছায়া
জুলম অত্যাচার শোষণ করেছ ধাওয়া।

নিয়ত মৃত্যুর ঝটিকা আনে মূর্ত্ শিহরণ-
এ যেন বাঙালির এক অদ্ভুদ-মরণ।
ধু- ধু করে জনতার মুক্তি- বঞ্চিতের হৃদয়
বাঙালির বুকে জাগে পরাজয়-মৃত্যুভয় !

বাংলার জনতা কাঁদে বৈষম্য শিকারে,
এখন বাজারে আগুন, জনতা অর্ধ্হারে।
---------------------------------------

Regards,
ayaan | aminul.mollah@yahoo.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

এখনো ভাঙ্গেনি সভ্যতার ঘুম
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ০৫-১১-২২ ইং।
*********************************
এখনো ভাঙ্গেনি সভ্যতার ঘুম !
এখনো জাগ্রত জাহলী যুগের ধরাধাম।
চারিদিকে সভ্যতা নিস্তব্ধ নিঃঝুম
নর-নারীর চলনে বলনে উম্মুক্ত সম্ভ্রম।

রক্তাক্ত ধর্ষ্ণ দেখি অবাদে ধেয়ে-
সভ্যতার স্বপ্ন সিড়ি আজগেছে নুঁয়ে
সামাজিক যোগাযোগে অসভ্যতার স্রোত
এখনো শরীরে তার নগ্নতার রং দূত !

পথে ঘাটে অশ্লীলতায় ভরপুর !
আধুনিক সভ্যতা টানিছে জাহেলীর জের।
নগ্নতায় পৃথিবীর সভ্য বাগান!
আজ গুম হত্যা রক্তাক্ত ধর্ষ্ণ।
,
এখনো জলে স্থলে পৃথিবীর পথে পথে
অশ্লীল সভ্যতা দেখি পরতে পরতে-
এখনো ভাঙ্গেনি সভ্যতার ঘুম !
এখনো জাগ্রত জাহলী যুগের ধরাধাম।
---------------------------------------

Regards,
ayaan | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

কখনো কি ভেবেছি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ০৫-১১-২২ ইং।
*********************************
যদি না পারি দিতে সত্যের খাঁটি দাম,
পরাজয় আসবে এই কথা জানালাম।
দৃঢ় সত্যটা জানতে চাই বুক উঠেছে কেঁপে
আজ মিথেরা সত্যের গলা ধরেছে চেপে।

কে ভাল,কে মন্দ- জানিবার আগে
আপনাকে রাখি কেন বিনিদ্র জাগে ?
কে নিবে এতো মিথ্যার দায়ভাগী ?
কেন এতো ছলনার কামান দাগি ?

কখনো কি ভেবেছি এ আমি- তুমি ?
ওরা কারা এ স্বাধীন মাতৃভূমি।
বিরূপ উপদেশ কানে দেই হাত চাপা,
বাঙালির হয়েগেছে আসল নকল মাপা !
-----------------------------------

Regards,
ayaan | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

চেতনার সূর্যটা জাগাও
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ০৪-১১-২২ ইং।
*********************************
জন অধিকারে আজ ছন্ন ছাড়া বাঁশি !
কণ্ঠে নেই মানবতার গান,নেই কোন অলোক শশী !
চৌদিকে ভূতঁরে অন্ধকার !
পথ ঘাট, বাজার বন্দরে জুলুম অত্যাচার।
দুর্নীতিবাজ লুটেরাজ ছেড়েছে জাহাজ
ঘরে ঘরে বিদ্যুৎ বিদীর্ণ হয় আজ।
মঞ্চে মঞ্চে বাজে শুধু মুক্তির ধ্বনি
কি যে বাচাল ! কি যে ছদ্মবেশী প্রাণী !
বোকা শুধু জনতা ! ত্যাগী শুধু জনতা
আর ওরা শুধু কুট কৈশলের প্রণেতা।
হে জাতি, যদি বাজে বিদ্রোহের তীব্র শাঁখ
এ মিছিলে কি আসবে না লাখে লাখ !
প্রতিবাদের মিছিলে কম্পিত হবে কি আকাশ !
তবে কেন ভীরু ! চিরকালে অন্ধাকারে বাস
এখন দেশ দ্রোহীদের মাতামাতি !
জুলম অত্যাচারে অতিষ্ঠ জাতি।
জেনে রেখো, এ মুক্তি নয় অসম্ভব
চেতনারসূ র্যটা জাগাও ,স্তব্ধ হবে সব কলরব।
-------------------------------------------

Regards,
ayaan | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

জাতি উঠেছে ক্ষেপে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ০৪-১১-২২ ইং।
*********************************
বধির হয়েগেছে কান রাজ শিল্রীদের কলরবে !
জাতি উঠেছে ক্ষেপে, হয়তো কিছু শুরু হবে।
রাজ পথে জনতা,হয়তো ফুটবে ফুল কাননে
জনতা খবর রাখে কারা ওইসব করে গৃহকোণে।

দমন নিপীড়ন অত্যাচার আর নহে আশা
অধিকার চাই,ন্যায্য হিস্যা চাই নব ঊষা ।
দিকে দিকে বঞ্চিত জনতা শুধু যায় শোনা
এবার শুরু হবে বিদ্রোহ আর নয় অভ্যর্থনা।

মসনদে এইসব কারা জনতা করে ঘৃণা
মুক্তির ঘোষণা চাই, গণতন্ত্র চাই আর কিছু জানি না।
ওইসব মঞ্চের ঘৃণিত সুর এ প্রাণে নাহি দুলে
ধিক !ধিক -তোরা এইসব কি শোনালে !

বধির হয়েগেছে কান রাজ শিল্রীদের কলরবে !
জাতি উঠেছে ক্ষেপে, হয়তো কিছু শুরু হবে।
দিকে দিকে বঞ্চিত জনতা শুধু যায় শোনা
এবার শুরু হবে বিদ্রোহ আর নয় অভ্যর্থনা
-----------------------------------------------

Regards,
ayaan | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

জনতার ঘোষনা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ১১-০৪-২২ ইং।
*********************************
উত্তেজিত জনতার ঘোষনা চারিদিকে-
এবার বিদ্রোহ হবে, তুমুল বিদ্রোহ লোকে
বিদ্যুৎ গ্যাস পানি দ্রব্য মূল্যের উবর্ধ্ গতি
মানি না -মানব না -এ স্বাধীন জাতি—

চারিদিকে জনতা ফিকে, বড় ফিকে
আর লুটেরাজদের অট্ট হাসি ওই দিকে-
আয়- ব্যায়ের হিসাব মেলে না আজ কাল
জীবন জীবিকায় বৈষম্যের দাবানল-

পকেট শুন্য ! স্পস্ট নয় মুক্তির আলো
স্বাধীনতা পদধূলিত !অধিকার কে থামালো !
ঘোর অন্ধকারে সিন্ডিকেটের ঐক্যতান
বাজারে আগুন-তবু নিশ্চুপ সিংহাসন।

উত্তেজিত জনতার ঘোষনা চারিদিকে-
এবার বিদ্রোহ হবে, তুমুল বিদ্রোহ লোকে ।
------------------------------------------

Regards,
ayaan | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

ঘুমন্ত তরঙ্গ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ০৩-১১-২০২২ ইং
*******************
তুমি আমার গোপন প্রেম, গোপন পরিভ্রমণ !
হৃদয়ের গল্প, স্বপ্নের কবিতা
তোমাতেই পেয়েছি কেবলই সুখাস্বাদ।
যে যাই বলুক তোমাতেই পেয়েছি মুক্তিবাদ।
এমন পরিপূর্ণ্ তুমি
তাকালেই মনে হয়—
হারিয়ে গেছি কোন এক গভীর জলে
যেখানে খুঁজে পাই হীরে মুক্তা সোনা
অনুভব করি এক স্বর্গীয় সুখ।
যদি তুমি হতে !
আমি হতাম সুখ তরীর মাঝি!
অথৈ সাগরে, আমি উঠাবো দুরন্ত ঝড়!
সেই কথা বলব কানে কানে রাত্রি বিছানো অন্ধকার।
আই লাভ ইউ যদিও ক্ষুধিত মরণ নিরন্তর,
ঘুমন্ত তরঙ্গ জেগেছে আবার- এ প্রান্তর।
-----------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

তাহলে শুন
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ০৩-১১-২০২২ ইং
*******************
এমন করে হাসি দাও, ভিতরটা ছুঁয়ে যায়
শরীরটা কেঁপে উঠে কি এক বাসনায়-
জানি না, কি তা ! তবে খুব মিস করি
কিছু একটা—
এমন করে কেন তাকাও ? বলে ফেল
তুমি আমার শুধুই আমার রাত্রি -দিন
আর পারছি না- সত্যিই পারছি না
এত সুন্দরী কেন ? কি এক লাবণ্য তোমার !
শরীরের প্রতিটি ভাঁজে ভাঁজে
আমি আবিস্কার করেছি আমার ইচ্ছাকে
সেই কথা বলব , প্রাণ খুলে বলব-
শুনবে ?
তাহলে শুন, তোমাকে ভালবাসি, অনেক ভালবাসি।
------------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

নেতৃত্বের শূন্যতায়
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ০৩-১১-২০২২ ইং
*******************
নেতা পেয়েছি অযূত হাজার, তবু নেতৃত্ব একা !
নেতৃত্বের শূন্যতায় স্বদেশের মুক্তি ঢাকা ।
কোন নির্লোভ নেতার পাই না দেখা ।

কর্মীরা রক্ত দেয় তুমুল মিছিলে মাঠে ময়দানে
ওরা নিজ স্বার্থ্ করে পুষ্ট ক্ষমতার সিংহাসনে
আজ আর নেই দেশপ্রেম প্রাণধারণে।

কর্মী জীবন দেয় নেতা পল্টি দেয় পালাবদলে
স্বার্থপর নেতা পেয়েছি লাল-সবুজের তলে
লোভী নেতৃত্ব ছলে বলে কৌশলে—

এখন শুধু সিংহাসন দখলের যুদ্ধ বাংলা জুড়ে
মুক্তির ডাক শুনি না আর অন্তরে অন্তরে
নেতা পেয়েছি অযূত হাজার ব্যানারে পোষ্টারে।

আর্দশিক নেতৃত্ব চাই এ বাংলার শিখরে
অসৎ নেতৃত্ব তুলেছে তুফান স্বাধীন প্রান্তরে।
নেতা পেয়েছি অযূত হাজার, তবু নেতৃত্ব একা !
নেতৃত্বের শূন্যতায় স্বদেশের মুক্তি ঢাকা ।
----------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

হঠাৎ দেখি দাবানল
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ০৩-১১-২০২২ ইং
*******************
খুব কাছেই ফুল দু'টি তুলেছে জোয়ার
বনে বনে লেগেছে হাওয়া মধু সম্ভার।
এতো অপরূপা ! এতো মধু !
ঠিক যেন ফুল শয্যার নব বধু।
আমি দেখি , আমি অনুভব করি কে যেন !
খুব কাছেই—
চুপি চুপি বলছে তুমি এসো, তুমি এসো
কি মধুময় প্রতীক্ষায় এ সাগর- এ নদী!
তরঙ্গে তরঙ্গে ডাকছে, খুব কাছে ডাকছে
কি স্বপ্নের সারথী হয়েছি জানি না
শুধু এতটুকু জানি সাগরে স্মান করতে এসেছি
ফুলের পাঁপড়িতে হাত বুলাতে এসেছি
কি এক মধুর অনুভূতি পিছে পিছে
তবে কি ভালবাসার চেষ্টা হল মিছে ?
হঠাৎ দেখি দাবানল !
ব্যর্থ্ হল হৃদয়ের কম্পন, চোখের অশ্রুজল
তুমি বুঝলে না তাই শেষে নির্মূল বনানী
প্রণয়ের স্বপ্ন ভেঙ্গে গেলে এক বিনিদ্র রজনী।
--------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

অবুঝ এক প্রাণের ঝড়ে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ০২-১১-২০২২ ইং
*******************
তুমি পুস্প !আমি ফুটি বৃন্তের অভ্যন্তরে
তুমি সৌরভ! আমি গন্ধ নেই যুগ - যুগান্তরে
তুমি মধূ ! আমি তৃষ্ণার্ত্ ভ্রমর ক্লান্ত দিনের পরে
অবুঝ এক প্রাণের ঝড়ে !

তোমার পুস্পিত বাগানে প্রতিদিন দেই সাড়া
বহু বিদ্রোহ আসে মনে তবু পাই না ছাড়া।
তুমি পুস্প ! কেন জানি উঠি মেতে-
আমার ফুলদানিতে প্রাণের উচ্ছাস পেতে।

কত ভুলতে চেয়েছি আকাশের গভীর নীলে
শুধু শুন্যতা অনুভব করেছি বিষাদ নিখিলে।
তবু তুমি প্রেমের তরঙ্গ হৃদয় মিছিলে-
ভালোবাসি, অনেক ভালোবাসি উথরোলে।

তুমি পুস্প !আমি ফুটি বৃন্তের অভ্যন্তরে
অবুঝ এক প্রাণের ঝড়ে !
কত ভুলতে চেয়েছি আকাশের গভীর নীলে
শুধু শুন্যতা অনুভব করেছি বিষাদ নিখিলে।
-----------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

কি বল ?
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ০২-১১-২০২২ ইং
*******************
তুমি এনেছে তীব্র নেশা এ অন্তর !
জোয়ার তুলেছো রক্ত প্রবাহে উষ্ণ নিবিড়।
এ বুকের স্পন্দন ক্রমশই হচ্ছে অস্থির
ভালবাসার ঢেউ তুলেছো বিপুল- বিস্তর।

নাকের ঝলক এ প্রাণে দোলা দেয় নবরূপে
অপলক দৃষ্টি কি ভীরু ব্যাদনার অন্ধকূপে!
তবু ছুটে যাই এক পলক দেখব বলে-
বদ্ধ দুয়ারের পাশে দাঁড়াই চোখ খুলে।

কি অপরূপা তুমি ! কি যে ফাল্গুন স্মানে;
বসন্তের স্পর্শ্ দিয়ে যাও পুলক শিহরণে।
এতো ভালবাসি তোমায় ?
জানি না, হয়তো কিছু একটা----

আর বল না তুমি এমনি, এমনি মনে হয়-
আসলেই তুমি হৃদয়ের নব সূর্য্দয় !
অনেক ভালবাসি তোমাকে-
জানি পাবো না তবু তুমি—তবু তুমি—
কি বল ?
----------------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

কভূ ভুলার নয়
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ০২-১১-২০২২ ইং
****************
এ তোমাকে কভু ভুলার নয়, কভূ ভুলার নয় !
তবু অভিনয় করি ভুলে গেছি প্রত্যেক সূর্য্দয়।
কি এক দৃশ্যে তুমি জাগো উতাল করে প্রাণ
ব্যাকুল হয়ে উঠি এ পৃথিবীর বুকে—

অনেক বাধা তবু যেতে চাই তবু পেতে চাই
তুমি কি তার কিছু বুঝ হৃদয়ের গভীরে যাই ?
জানি হে তুমিও ভালবাস তরঙ্গ স্রোতের ধ্বনি
যে সুরে দু'জনা ভেসে যাই মত্ত চঞ্চল ধমনী।

হে অনুপমা !এ তোমাকে ভুলার নয়,কভূ ভুলার নয়।
তবু অভিনয় করি ভুলে গেছি প্রত্যেক সূর্য্দয়।
হৃদয়ের গভীরে নিত্য শুনি মুহুর্মুহু ডাক
প্রেমের তরঙ্গ খেলায় রাগ- অনুরাগ----

আই লাভ ইউ ! আই লাভ ইউ উজার করে প্রাণ।
তুমি কি শুনেছো এ ডাক- এ নিবদেন ?
এ তোমাকে কভু ভুলার নয়, কভূ ভুলার নয় !
তবু অভিনয় করি ভুলে গেছি প্রত্যেক সূর্য্দয়।
-------------------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

মৃত্যু
হঠাৎ একদিন অামার দরজায়
নাড়া দিল এক অচেনা মুখ,
ভয় পেয়ে, ঘাবড়িয়ে, জিজ্ঞাসা করলাম
কে তুমি? অামার দুয়ারে চাইছো সুখ।
সে মুচকি হাসি হেসে উত্তর দিল,
অামি যে তোমার শেষ বেলার সখা
ওমা, তাই বুঝি দাড়িয়ে কেন?
সামনে এসে দাওনা দেখা।
তবে কথা দাও,যাবে অামার সাথে
না ফেরার সেই, নীরব পথে
বিস্ময় চোখে তাকে দেখি বার বার
পালকি তৈরি করছে,আমাকে নিয়ে যাওয়ার

Regards,
নহলী সৃজনা | suraiyasana2@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

বাবা
জন্মের পর যখন সমাজ বলে,
মেয়ে হয়েছে মেয়ে
তখন বাবা বলে
আামার জান্নাত এসেছে।
গায়ের রঙটা কালো হলে যখন সমাজ বলে,
কি বিশ্রি দেখতে
তখন বাবা বলে
কি মিষ্টি তোর হাসিটা দেখতে।
পরীক্ষার ফলাফল খারাপ হলে যখন সমাজ বলে,
কি হবে এই মেয়ের দ্বারা,
তখন বাবা বলে
অামি সাফল্য পাবো তোর দ্বারা।

Regards,
নহলী সৃজনা | suraiyasana2@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

মধ্যবিত্ত

মধ্যবিত্ত পরিবারের কথা বলবো কি অার বলো,
নিজের চোখেই সবকিছু দেখে অাসি চলো।
এক জায়গায় শেলাই করলে অার এক জায়গায় যায় ছিড়ে,
তবুও সে জামা কিনতে পারবে মাসের শেষে বেতন পাওয়ার পরে।
শীত এসেছে নতুন জুতা লাগবে এখন পায়ে,
মাসের তো এখন মাঝামাঝি কিনবে কি উপায়ে?
দেড়শ টাকায় জুতা কিনে ফিরলো মশায় বাড়ি
দেখ গিন্নি, জুতো কিনেছি লাল টুকটুকে ভারি।
জুতা দেখতে যেমনি হোক, পেয়েছে তো সস্তায়,
এই জুতা দিয়েই কিন্তু শীত পার করা চাই।

Regards,
নহলী সৃজনা | suraiyasana2@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com