আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

কবিতা - নীল কন্ঠ

নীল কন্ঠ,,,
মোঃনজরুল ইসলাম (আরিফ)
আমি নীল আমি নীল আমি নীল,
আমি নীল খামেরই মতন।
তোমাতে সোহাগে প্রথম ক্রন্দন, সপেছ কর্ণে প্রথমেই না বুলি। তক্ষুনি উঠায়ে
ছিলাম বৃদ্ধা আঙ্গুলি। বাড়িয়ে ক্রন্দনের মাত্রা, তবুও বোঝাতে পারেনি তব না
দিয়েই যাত্রা। দিলে মায়ের বুকের তিন ফোঁটা শাল দুধ, তব পানে দেহ তে শক্তি যুত।
ছঁড়িয়ে চারটি হাত পা,
মুখ খানা করে লাল
সর্পের মত মোঁচড় দিয়ে পুরো গা। মোঘ হয়ে ভ্রান্ত মৈত্রতে সূচনা কাল। জঠর হতে
লওয়া স্বপ্ন গুলি গাণিতিক হারে শুরু হলো ধুলি। শোনালে জগতের কত শত মিথ্যা
বুলি, দিলে প্রাণ হীন মূর্তীর মত আঁচুলি দোলাদুলি। আমিও পুতুলের মত রহিলাম
পড়ি, যত্রতত্র কত গহণা আঁনিলে গঁড়ি। দশম আঙ্গুলি কোমর ওগলেতে, সাঁঝাচ্ছো ভুলে
মোর মা কে। এভাবে জগতের ভ্রান্ত চাওহনিতে মুঁড়িয়েছ মিথ্যার ছয়লাবেতে। বল আজ
কেন সত্য চাহিছো আমাতে, আমি যে দুলালী মূর্তী কি দিব তোমাতে? শেখাওনি সত্য
কিম্বা করিতে সংগ্রাম দাওনি সুযোগ করিতে আত্মসংযম। আজ তব নি-ব্যাবহার কলমের মত
গঁড়িয়ে, যাচ্ছি ওপারের দিকে নীল খামই হয়ে।। রচনাঃ২৭/০২/১৯

Regards,
মোঃনজরুল ইসলাম | BanglarFrame@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment