অশ্লীল কথা
আদিত্য অনীক
ছেলেটা বল্লো, এই শোন্ একটা কথা আছে,
ঝটপট বলে ফেল্, মেয়েটা বললো৷
বলব? আচ্ছা৷ বলেই ফেলি, 'আই লাভ ইউ'৷
কী বললি? পাজি, বজ্জাত, ছোটলোক,
দাঁড়া ভাইয়াকে বলছি,
মেরে তোর হাড় পাউডার বানিয়ে ফেলবে৷
মেয়েটা দম নিয়ে ঝিরঝির করে
কাঁদতে কাঁদতে বললো,
একলা পেয়ে এমন কথা তুই বলতে পারলি ?
একটুও বাঁধলো না৷ ঘরে কি তোর মা-বোন নেই ?
ছেলেটা ভয়ে আর অনুতাপের চাপে হতভম্ব৷
মেয়েটা ফির্কাতে ফির্কাতে যেদিকে গেল
ছেলেটা গেল তার উল্টো দিকে৷
তারপর প্রায়ই দেখা হয়৷ কথা হয় না৷
ছেলেটা পালিয়ে বাঁচে৷ মেয়েটা আড় চোখে দেখে৷
শেষে একলা পেয়ে একদিন মেয়েটাই ডাকলো ৷
এই শোন্ ৷ সেদিন যেন কী বলেছিলি ?
কই কী বলেছিলাম ? মনে তো নেই৷
ঢং করবি না তো৷ ওটা কেউ ভুলে নাকি ?
আমার কিছু মনে নেই, ছেলেটা ভয়ে বললো ৷
আজ আবার একটু বল্ না প্লিজ, মেয়েটা বললো ৷
ছেলেটা চুপচাপ নিচু মাথায় চলে যাচ্ছিলো ৷
মেয়েটা ক্ষেপে গিয়ে বললো,
চলে যাচ্ছিস যে ? আমাকে বললে কী হয় ?
ওটা তো আর তোর মা-বোনকে বলতে পারবি নে ৷
Regards,
Aditya Anik | adityq@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
আদিত্য অনীক
ছেলেটা বল্লো, এই শোন্ একটা কথা আছে,
ঝটপট বলে ফেল্, মেয়েটা বললো৷
বলব? আচ্ছা৷ বলেই ফেলি, 'আই লাভ ইউ'৷
কী বললি? পাজি, বজ্জাত, ছোটলোক,
দাঁড়া ভাইয়াকে বলছি,
মেরে তোর হাড় পাউডার বানিয়ে ফেলবে৷
মেয়েটা দম নিয়ে ঝিরঝির করে
কাঁদতে কাঁদতে বললো,
একলা পেয়ে এমন কথা তুই বলতে পারলি ?
একটুও বাঁধলো না৷ ঘরে কি তোর মা-বোন নেই ?
ছেলেটা ভয়ে আর অনুতাপের চাপে হতভম্ব৷
মেয়েটা ফির্কাতে ফির্কাতে যেদিকে গেল
ছেলেটা গেল তার উল্টো দিকে৷
তারপর প্রায়ই দেখা হয়৷ কথা হয় না৷
ছেলেটা পালিয়ে বাঁচে৷ মেয়েটা আড় চোখে দেখে৷
শেষে একলা পেয়ে একদিন মেয়েটাই ডাকলো ৷
এই শোন্ ৷ সেদিন যেন কী বলেছিলি ?
কই কী বলেছিলাম ? মনে তো নেই৷
ঢং করবি না তো৷ ওটা কেউ ভুলে নাকি ?
আমার কিছু মনে নেই, ছেলেটা ভয়ে বললো ৷
আজ আবার একটু বল্ না প্লিজ, মেয়েটা বললো ৷
ছেলেটা চুপচাপ নিচু মাথায় চলে যাচ্ছিলো ৷
মেয়েটা ক্ষেপে গিয়ে বললো,
চলে যাচ্ছিস যে ? আমাকে বললে কী হয় ?
ওটা তো আর তোর মা-বোনকে বলতে পারবি নে ৷
Regards,
Aditya Anik | adityq@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
No comments:
Post a Comment