আঙ্গিক : গদ্যকবিতা
#জীবন_গল্প
--নীলিমা রহিম
#তারিখ: ২১/০৩/২০১৯
#© reserved by Neelima Rahim
----------------------------------------------------------------------
নরম রোদের আঁচ কম কিসে!
মিষ্টি হাসির বাঁকা চাঁদ সে তো অনেক।
নীরবতার সর্পিল গতিময় নিঃশ্বাস;
অন্ধকারে নিঃসঙ্গতার অভিশাপ।
নীল কষ্টের বেদনাহত দুঃখ জাগানিয়া জীবন গল্প;
হার মানে মণীষার আত্মকথনে। দুরন্ত শৈশব, কৈশোর
অতঃপর বয়ঃসন্ধি ক্ষণের বিড়ম্বনা।
উদ্ভিন্নযৌবনের চাঞ্চল্যকর উচ্ছ্বাস যেন নীল জ্যোছনা।
বাবার আদুরে নাম মা কালী। নির্ভয়ে স্বাপ্নিক আবেশে
খোলা আকাশের নিচে এক বুক ভালোবাসায় জড়িয়ে ধরে
পা বাড়ায় নিরুদ্দেশের পথে। টক ঝাল মিষ্টির অমৃত স্বাদ আর কি!
ভালোবাসার গোলাপী রঙে এক আকাশ নীলের হাতছানি।
তারকাচূরে ক্ষতবিক্ষত বিশ্বাসের মর্মমূলে-
মুহূর্তের মধ্যে যেন নিকষ কালো অন্ধকারে ঢেকে যায়
লাল নীল দীপাবলি। স্বপ্নীল পৃথিবীটা যেন বৃন্তচ্যুত ধূসর ঝরা
পাতার মতো। দমকা বাতাসের তাড়া খাওয়া ছন্নছাড়া জীবন!
নরক গুলজার, নরপশুদের হিংস্র লালসা হায়েনার মতো
কী যেন খোঁজে! মণীষার কুমারী শরীরের ভাঁজে ভাঁজে।
গন্ধ শুঁকে কস্তুরী নাভে-
কালো মানিকের জীবন পাতা ঢাকা পড়ে আমাজনের নিশায়।
চোরাবালির ফাঁদে আটকা পড়া ভালোবাসার বিশ্বাসেরা
নতুন পথ খোঁজে। মণীষার জীবন! বাঙালি নারীর জীবন!!
সর্বংসহা মাটির অন্ধকার গর্ভ ভেদ করে আবার ঘুরে দাঁড়ায়;
এক মুঠো টকটকে লাল সূর্যের স্পর্শে,
পোড় খাওয়া জীবনের আশা জাগানিয়া স্বপ্নের ডাকে।
Regards,
নীলিমা রহিম | neelimarahim1969@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
No comments:
Post a Comment