আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

কবি হওয়া
মোঃ হাসান মাসুদ
____________________

কবি হবে?এসো তবে-
বসো আমার পাশে,
এই নাও, খাতাটাও -
কলম ধরো ঠেসে।

তুমি যদি, নিরবদী-
লিখতে চাও ছড়া
ছন্দ খুঁজে, লয় বুঝে-
দিতেই হবে ধরা।

ঐ-যে দূরে, শব্দ ঘুরে-
আটকে ফেলো তাকে,
জব্দ করে, শব্দটারে-
ঘুরাও বাঁকে বাঁকে।

ঐ-যে নীল, পদ্ম বিল-
হৃদয় ছুঁয়ে দেখো!
ঐ-যে ফুল, লম্বা চুল-
দেহে পরশ মাখো।

ঐ-যে মাঝি, বাহু- ত্যাজি-
স্রোতের বৈঠা বায়,
ঐ-যে মধু,পল্লী বধূ-
নুপূর দিয়েছে পায়।

ঐ-যে সুর, সুমধুর-
পবন আনে টেনে,
ঐ-যে বাঁশি,বাজে নিশি-
বাশরী থাকে ধ্যানে।

ঐ-যে আশা, ভালোবাসা-
মায়ের স্নেহ ভরা,
সেতো আমি, সেতো তুমি -
ভালোবাসায় গড়া।

অল্প অল্প, লিখো শিল্প-
কলম অস্র হোক,
তুচ্ছে তুচ্ছো,হবে গুচ্ছো-
দেখবে সব লোক।

হবে যাচা, কেনা বেঁচা-
মুখর কলরবে!
চেষ্টা করো,ছোট-বড়-
তুমিও কবি হবে।

রচনাঃ ০১/ ০৩/ ২০১৯ খ্রিঃ
বড়চওনা/সখিপুর/টাংগাইল।

Regards,
Hasan Masud | Hasanmasudsbd@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment