আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

মানহীন শিক্ষার কাছে
----------মোঃ আমিনুল এহছান মোল্লা,রাওনাট, কাপাসিয়া, গাজীপুর ।
**************************
মানহীন শিক্ষার কাছে নতজানু হয়ে আছে জাতি।
শিক্ষা ও জীবন যুদ্ধের সেতু বন্ধন তৈরীর বদলে
আগামীর সৈনিকেরা পেয়ে থাকেন সতিনের চিত্র !
যা কিনা সনদপত্র দেয় বটে কিন্তু মেরুদন্ডহীন !
তাদের মহৎ কিংবা আলোকিত ভাবনাগুলো
থমকে গেছে বাস্তবিক কর্ম্ যুদ্ধের প্রতিটি প্রহরে ।
এই শিক্ষার যানজোটে আটকে গেছে মুক্তির ঠিকানা
কোন কাজে আসে না কেউ ভীড়ে না
সৈনিকের প্রয়োজনে ।
নিজের শিক্ষাই নিজেকে পরাজয়ের দিকে ঠেলে দেয়
জাতি আজ দন্ডহীনা শিক্ষিত অজ্ঞের মহাবরণে
হে কর্ণধার!
এইভাবে
মানহীন শিক্ষার কাছে নতজানু হয়ে আছে জাতি।
--------------------------

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment