হে দেশ প্রেমিক
-----মোঃ আমিনুল এহছান মোল্লা, রাওনাট, কাপাসিয়া, গাজীপুর ।
******************
বিজয়ের কি পরাজয় আছে ?
বিজয়ের কি আছে স্বাধীনতা ?
২৬ শে মার্চ্ এলে রাঙ্গা জলের স্পন্দন, প্রিয় -প্রিয়সীর ঝাঁক
তারাও কি প্রেমের চিঠি লিখতে বসে?
হে দেশ প্রেমিক,
বিজয়ের গহিনে গিয়ে কার কার প্রেমের চিঠি খোঁজেছিলে?
স্বাধীনতার চেয়ে দোসরের সঙ্গম কি অধিক রোমাঞ্চিত ?
তুই কি মুক্তিযুদ্ধ ফেলে কেবল দোষরের শিক্ষা নিয়ে
বিজয়ের ভুল-ভাল, স্বাধীনতার ভুল-ভাল ক্ষমতার লোভে কেটে-কুটে
আনন্ত কাল জেগে থাকবি ?
হে দেশ প্রেমিক,
বিজয়ের গহিনে গিয়ে কার কার প্রেমের চিঠি খোঁজেছিলে?
--------------------------
Regards,
aminul | aminulahasan372@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
No comments:
Post a Comment