আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

বিজয়ের বার্তা শুনেছে তারা
--------মোঃ আমিনুল এহছান মোল্লা,
********************
প্রাণের ক্ষণিক স্পন্দন; সে নতশির গোঢ় অন্ধকারে
ভুলে ভুলে দুর্জ্য় ঝড় ওঠেছে, এ দুনিয়াবী দুয়ারে!!

দুষ্টেরা তোমার পদতলে কবে হয়েছে নত জান ?
তারি শোধে লুফে নাও হে মানব, হাদিস- কোরআন!

রন্ধে রন্ধে উর্ধ্বে রেখেছে অনায়াসে শয়তানের দাম;
ক্ষণিক মোহে মানব বুঝেছে দুনিয়াকে ছুটেছে অরিরাম!

অথচ বিপুল সম্ভাবনা নিয়ে এসেছে বিজয়ের অমীত বাণী
হে মানবেরা!যদি তোমরা ফিরে আসতে ;এ ক্ষণিক ধরণী!

বাতিলকে যারা ছুঁড়েফেলেছে অগ্নি নরকের পাশে।
বিজয়ের বার্তা শুনেছে তারা প্রাণের অবসান শেষে।
------------------------রাওনাট,কপাসিয়া,গাজীপুর।

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment