এবার রুখে দেবার সময় এসেছে
------মোঃ আমিনুল এহছান মোল্লা,রাওনাট, কাপাসিয়া,গাজীপুর ।
*********************
তুমি তোমার কোন কথাই রাখলে না
কথা দিয়েছিলে পিতার স্বপ্নে জেগে উঠবে এমন!
লাল সবুজকে দেখাবে বিজয়ের মসৃণ পথ
কথা দিয়েছিলে ফিরিয়ে দিবে ষোল কোটি মানুষের অধিকার
ভালবাসবে প্রিয় প্রয়সীর মতো নিঁখুত আলিঙ্গনে
অঙ্গে এখন মরু ভূমির মতো ঘূর্ণি বালু ঝড়
প্রেম শূন্য হৃদয়ে বঞ্চিত মানুষের হাহাকার!
সাড়া শরীরে দেখতে পাই যন্ত্রনার বিষ ফোড়া
কেটে কুটে চৌচির ক্ষত বিক্ষত ক্যান্সারের মহাবরণ
শুধু অপারেশ !শুধু অপারেশ!
আলোর মুখ হাসেনি! জাগেনি রুগ্ন দেহখানি ।
তুমি তোমার কোন কথাই রাখলে না
এখনও বাঙ্গালী মুক্তি পায়নি, বড় রাগ হয়, বড় ঘৃণা হয়
এখনও তোমার অন্তর হতে দূর্গন্ধ ছড়ায়
চেয়ে দেখ,
জাতি আজ একে অপরের দোষারুপে মত্ত
দুর্নীতিবাজদের কবলে অবরুদ্ধ, স্বৈর শাসকের দাবনলে
জীবন্ত লাশ!
প্রেম ভুলে এখন গর্জে উঠেছে হিংস্রের মতো দুই মেরু
মেরুর বুকে আজ ক্ষমতার দ্বন্দ, হিংসের তরঙ্গ
উত্তাল তুফানে নিমজ্জিত জনতার তরী ।
আজিকার কান্ডারীরা ভেঙ্গেছে শপথ!
হে জাতি, এবার রুখে দেবার সময় এসেছে ।
----------------------
Regards,
aminul | aminulahasan372@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
No comments:
Post a Comment