রেল লাইন চাই ওগো কাপাসিয়া
- -----মোঃ আমিনুল এহছান মোল্লা
সেই কবে স্বাধীন হল আজও নাহি পাই
বঙ্গ তাজের কাপাসিয়ায় একি দেখি ভাই !
ভাঙ্গা চূড়া রাস্তা ঘাট কত কিছু নাই ।
এই আছে- এই নাই -আঁধার ঘরে ঠাঁই ।
তাজের বুকে আলোক ছোঁয়া-
সেই গেল কই ?
রক্ত ঝড়া মুক্তি যুদ্ধে বঙ্গ তাজ যেয়ে
পিতার পথে হাল ধরে "জয় বাংলা" গেয়ে ।
স্বাধীনতা এনেছে ঐ
নৌকার দাঁড় বেয়ে ।
এই দেখ প্রধানমন্ত্রী তোমার পথে চেয়ে
কাপাসিয়া জাগবে ওগো রেল লাইন পেয়ে ।
পাইনা ভয় তুমি হলে কাপাসিয়ার মেয়ে
সম্মুখপানে যাবই ছুটে গ্যাসের আলো নিয়ে
খুলেই এসো তাজের নীড়ে আলোক বার্তা দিয়ে
যেওনা ভুলে কাপাসিয়া পিতার মেয়ে হয়ে
বঙ্গ কন্যা তুমিই পার আনতে মোদের জয়ে ।
রেল লাইন চাই ওগো কাপাসিয়া জুড়ে
কাপাসিয়ায় রেলবিনে যত লোক চড়ে!
কত সহে হৃদে বুঁনে তাজের লোক দৌড়ে
তাজের নীড়ে কাজের নৌ হালে নাহি ভীরে ।
এত কষ্ট নাহি দেখে রেল মন্ত্রী ঘুরে ।
---------- ।(রাওনাট- কাপাসিয়া-গাজীপুর-30-01-2016)
*****************
Regards,
aminul | aminulahasan372@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
No comments:
Post a Comment