আমার মুক্ত "মা"
-------মোঃ আমিনুল এহছান মোল্লা, রাওনাট, কাপাসিয়া, গাজীপুর ।
*************
যে হৃদয় ছোঁয়েছে দেশ প্রেম
সে হৃদয় কি কোন পাপ করতে পারে ?
প্রথম প্রভাতের সেই সোনালী ঊষায়
সবুজ বুকে পড়েছিল রক্তিম পিন্ডের এক দীপ্ত শিখা
যেন এক প্রেমের স্পর্শ্, মুহূর্তে ভালবাসার স্পন্দন
মায়ের চুম্বন !মায়ের আলিঙ্গন!
আমার মুক্ত "মা"- স্বাধীন বাংলাদেশ।
-----------------
Regards,
aminul | aminulahasan372@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
No comments:
Post a Comment