আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

প্রথম ভাললাগা
----------মোঃ আমিনুল এহছান মোল্লা,রাওনাট, কাপাসিয়া,গাজীপুর ।
*********************
আজো জেগে উঠে পুরনো সেই স্মৃতিসব,
ছোঁয়ে যায় কত গান কত সুর !
কিছু না বলেই চটে উঠে গীটারের অভিমান;
হৃদয় মঞ্চে কখন যে সেই অচেনা শিল্পী !
আচমকা এসে মেলে যায় স্বপ্নের পাঁপড়ি
হয়তো তাকে আমি চিনতে করিনি ভুল;
সে যে আমার প্রখম কলি!
যাকে খোঁজি স্পন্দনের সুনীল প্রভাতে।
আজো জেগে উঠে পুরনো সেই স্মৃতিসব,
ছোঁয়ে যায় কত গান কত সুর
ভেসে উঠে মুখানি অনুভূতির পটে পটে ।
ঠিক যেন সদ্য জাগা
প্রাণের প্রথম কলি-
তুমি সেই সুন্দরী, প্রথম প্রেম, প্রথম ভাললাগা ।
-----------------------------

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment