আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

এ যে তোমার মুক্তি নিশান
---------মোঃ আমিনুল এহছান মোল্লা
*****************
ভ্রান্ত যেখানে দিনের আলোয় ব্যর্থ্ কিরণ মালা
কোরআন সেখানে স্বপ্ন সেহেলি মিটায়ে আঁধার জ্বালা।

মু্ক্তি যেখানে ইসলাম তটে নবীর ললাট চুমি
হাদিস-কোরআন সত্য শিখা ইহ পর ভূমি!

মানব আঁধারে, মানব দুঃখে, চির শান্তির পথে
মৈত্রী গড়ে আকাশ জমিন একক প্রভূর সাথে।

শুনবে কি মানব !শুনবে কি তুমি? সৃষ্টি কূলের মাঝি !
তৌহিদী ইমানের মুক্তি সদা হেরেছে শয়তান বাজি;

এ নয় ধোকা মুমিন প্রাণে স্বপ্নের মর্মর
এ নয় নরক শেষ বিচারে জান্নাতি বন্ধর ।

এবার তোমার অন্তঃ কপাট কিসের হাহাকার?
এ নয় ভয় আল্লাহ ভিরুর; নহে কিছু হারাবার !

নবীর শৃংখল প্রভূর বিধান নিচ্ছ কত খানি ?
এ যে তোমার মুক্তি নিশান বিজয়ের অমর ধ্বনি।
--------------------,রাওনাট, কাপাসিয়া,গাজীপুর ।

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment