আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

বাংলা চিনেছে!
------মোঃ আমিনুল এহছান মোল্লা,রাওনাট, কাপাসিয়া, গাজীপুর ।
**********************
সেই লাল-সবুজখানি ধরে আছি তবু ।
যতই ষড় যন্ত্র কর ভুলাতে পারবে না
মাতৃকার প্রেম ।
এত বিদ্রোহ কর কেন মায়ের আঁচলে ?
নিষ্ঠুরের কতটুকু ক্ষমতা প্রেমের ?
মুক্তিযুদ্ধে স্বাধীনতা দিয়ে মকুট হেরেছো

মুক্ত গগণে লাল-সবুজ উড়েছে
বন্ধী পাখিরা উড়তে শিখেছে
বাংলাদেশ মুক্ত হয়েছে, স্বাধীনতা পেয়েছে ।
চেয়ে দেখ, বিশ্ব দরবারে বাংলা চিনেছে!
--------------

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment