আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

স্মৃতি তোমায় ডাকুক
------মোঃ আমিনুল এহছান মোল্লা, রাওনাট, কাপাসিয়া, গাজীপুর ।
****************

থাকুক তোমার একটু অবদান থাকুক
মৃত্যুর পর থুব করে থাকুক
একটি স্মৃতি তোমায় ডাকুক ।

মুছে দাও মানুষের যন্ত্রণা
পাশে দাড়াও বঞ্চিতের পাশে
থাকুক তোমার একটু অবদান থাকুক ।

নিঃস্বার্থ্ দিয়েছে মুক্তি
জন কল্যাণে কর চুক্তি
একটি স্মৃতি তোমায় ডাকুক
মৃত্যুর পর থুব করে থাকুক ।
-------------

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment