আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

যে সুর বাজে অন্তর
-কবি মোঃআমিনুল এহছান মোল্লা

অ ,আ ,ক, খ –

এ বর্ণ্ আনিছে যারা,আমি ছুটি তার তর,

সে ভাষাতে গাহিয়া বেড়াই যে সুর বাজে অন্তর।


বাংলা ভাষাকে যারা করিল কাব্যের ধরণী-

পদ্যে-গদ্যে আমি লিখি তাদের স্মরণী।


যে প্রেম হৃদয়ে হৃদয়ে আসি জাগিছে প্রেমিকার স্পর্শ্;

সে গান গাহিয়া বেড়াই, যে সুর বাজে বিশ্ব।


রফিক, জাব্বার ,সালাম, বরকত যা আনিছে বাঁধি,

সে গৌরব বুকেতে গাঁথিয়া আমি হাসি, আমি কাঁদি ;


একুশে ফেব্রুয়ারী তুলিছে দূর্বার বিদ্রোহী শ্লোগান,

রক্তে রক্তে গড়িছে বিজয়ের অমর সোপান !


উর্ধু নহে বাংলাই হইবে এ মায়ের মুখের গান ।

ঐ দেখ শহীদ মিনারে জাগিছে রক্ত ঝরা প্রাণ!


যে ভাষায় প্রাণে বাজিছে সোনার বাংলা গান,

বিশ্ব বুকে সে রক্ত চির অম্নান, চির মহিয়ান।


এ বুকে যে সুর বাজিছে, আমি তার গান ধরি,

হে- রফিক, জাব্বার ,সালাম, বরকতের উত্তরসূরী।


আমি করি তাদের বুকচিরে সম্মান জীবনটি ভর,

যে প্রেমে বিশ্ব বেড়াই, সে সুর বাজের অন্তর!


একুশের কন্ঠে বাজিছে অ,আ, ক, খ ধ্বনি

বাংলা ভাষাতে জাগিছে প্রেমিকার মুখানি।


অ ,আ ,ক, খ –

এ বর্ণ্ আনিছে যারা,আমি ছুটি তার তর,

সে ভাষাতে গাহিয়া বেড়াই যে সুর বাজে অন্তর।

-----------------------,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Regards,
a | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment