আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

মুক্তির দিশারী
---------মোঃ আমিনুল এহছান মোল্লা,
*************
সত্য-ন্যায়ের সাহসী কান্ডারী-পূজারী শান্তির,
ইসলামের প্রতীক ওগো সাম্যের –দিশারী পরহেজগার!

বিদায় স্মরণে, যে ভুবন চায় বারে বারে
যে শান্তির পর্দা ওঠেছে মানবের অন্তরে অন্তরে।

সে ঠিকানায় ফিরে যেতে চায়, এ তাদের দৃঢ় পণ
যেখানে প্রভূর বিধান নবীর বানী তৌহিদী মন।

পথ ভ্রষ্ট-দুষ্টের সঙ্গে- যে নারফমান – সে মুক্তির নাম
ক্ষণিক ভুবনে অগ্নি পথের তরী শান্তি -নিশান ইসলাম।

প্রভূ ভয়ে তবে- এগিয়ে চল প্রাণ- ক্ষণিকের আবেগ
আঁধার ভুবনে প্রহরী আছে সেই প্রেমের গতিবেগ!

আসুক স্ফুলিঙ্গ বজ্র বিজলীতে গগণের কালোদল
জাগুক ঘূর্ণি প্রলয় প্রাণে ,প্রভূ তরে থাক অবচিল।

হাদিসের নিদের্শ্ ,প্রভূর বাণী- কোন সে টলাতে পারে দল?
অদ্বিতীয় আল্লাহ -মুক্তির দিশারী মুহাম্মদ (সাঃ)তোরা বল।-
-------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment