আজকালের সমাচার!
-------মোঃআমিনুল এহছান মোল্লা,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।
********************
সাধুরা আজকাল চুপচাপ,ভয়ে ভয়ে চোখ তুলে
দেখেনা দিগন্তের প্রাচীর,বঙ্গে রয়েছে লুকিয়ে
উঁচু শিরেরা ,মুরুব্বিজনেরা!
বাংলার গর্বের ঐতিহ্য, অপলক দৃষ্টি
আজ দৃষ্টিহীন!
অপমান অপদস্ত সাধুদের কুঁড়ে কুঁড়ে খাচ্ছে
অসাধুদের দৈরাত্ত্ব,মাননীয়দের দৈন্যতা.
জ্ঞাণীদের অর্মযাদা, অর্থের বীরত্ত ,দুর্নিতীবাজদের ক্ষমতা
জননীর বিষন্নতা ,তরুণ -তরুণীর হাহাকার
সম অধিকারের বৈষম্য হরহামেশা
আজকালের সমাচার!
সন্তানের মগজ আজ বিপদগামী, ওপাশে বিদ্রোহীদের হুঙ্কার
উগ্রবাদ ও ক্ষমতালোভীদের সখ্য
আজ সারা অঙ্গ-ই- ঢাকা !
এপাশে প্রেমহীন খোলা বুক,ছদ্মবেশী ভন্ডদের সাধুতা
ওপাশে এলো নবীণ প্রেমিক, যৌবনের নীচে কিছু
নিলর্জ্জ প্রনয়!
বাইরে প্রেমের উচ্ছাস, অন্তরে ভীন চরিত্রের মুখোশ
কারা ফিরে আসে!
বাঙ্গালীর গান বাজে না ,সুর গেছে নির্বাসনে!
দুর্নিতী এসে গেছে নবীণ প্রবীণের রন্ধে রন্ধে
প্রতিবাদী আজ অবরুদ্ধ!
দেশ প্রেমিকের বাক স্তব্দ,জ্ঞানীরা জ্বলন্ত ঊনুনে
হিংস্রদের ঠোঁট থেকে হাসিটুকু মুছেও মোছে না
চোখ তুললে কিছু নিষ্ঠুরতম রক্ত গঙ্গা কিংবা
প্রাণের অবসান-আজকালের সমাচার!
অথচ সবাই জানে, সোনার বাংলা স্বাধীন, সোনার বাংলা মুক্ত ।
-------------------------------
Regards,
aminul | aminulahasan372@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
No comments:
Post a Comment