আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

আলো
----------মোঃ আমিনুল এহছান মোল্লা
****************
কোরআন আলোর নিচে এসে হয়েছি গো-ধন্য,
হাদিসের স্পর্শ্ পেয়ে হয়েছি গো পূণ্য ।
প্রভূর বিধানে দেখেছি ইসলামের মহাসমুদ্র,
শান্তির বার্তা নিয়ে সদা রয়েছে অনিদ্র ।
মিতালী তোমার দিয়েছে খোঁজে মুক্তির পথ,
সত্যের আলোয় বুঁনিয়েছে জান্নাতের ভীত।
মানব সভ্যতাকে দেখিয়েছে নব দিগন্ত,
বিধির সংবিধানে নেই কোন শান্তির প্রান্ত ।
দেখি যখন অন্ধকারে নিমগ্ন এ দেশ,
ভ্রান্ত দুষ্টেরা ইসলামে করেছে প্রবেশ!
চৌদিকে লাশ আর লাশ,রক্তের হোলি
বোমাবজি আর গুলি
কে ওরা করতে চায় সর্বনাশ!
হে মুমিনেরা, হে ইমানদারেরা, হে মুত্তাকিরা
মুক্তির জন্য কতনা সাথী গিয়েছে ঐ কাফেলায়,
দুর্গ্ গড়ে তোল সম্মুখ রণে ইসলামের পতাকায়।
ঐ দেখ বিজয়ের ইতিহাস
কে করবে ইসলামকে পরিহাস?
শান্তি নিয়ে এসেছে কোরআনের আলো
হাদিসের নির্দেশনা অন্তরে অন্তরে জ্বালো ।
------------------------,রাওনাট, কাপাসিয়া, গাজীপুর ।

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment