কবি কিভাবে ভালবাসবে ?
--------মোঃ আমিনুল এহছান মোল্লা, রাওনাট, কাপাসিয়া, গাজীপুর ।
*****************
মায়ের ঘাতকেরা সমস্ত ভেঙে দিয়ে গেল
মসনদের নেশায় ।
প্রিয়ার স্পর্শের মতো পূলকে পুলকে সাজানো বাশর
উত্তমেরা ভেঙে দিয়ে গেল ।
মায়ের নিভৃত কোণে স্থাপত্যের অমর নির্দ্শন
ভেঙ্গে দিয়ে গেল পিতার প্রেমিকেরা ।
নিষ্ঠুর গুলির শব্দে পাখি উড়ে গেল স্থপতিকে ছেড়ে
লজ্জাবতী মুখ লুকালো আঁচলে ।
এত বেইমানি
এত হারামি ,এত ক্ষমতার লোভ, এত রক্তগঙ্গা !
এত ঘাতকের ষড়জাল, প্রিয়ের বিদ্রোহ, বহুরূপী প্রণয়
কবি কিভাবে ভালবাসবে?
--------------------
Regards,
aminul | aminulahasan372@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
No comments:
Post a Comment