নব বর্ষের শুভেচ্ছা
-কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
নব বর্ষের পিঠা উৎসবে আজি সব এক সাথে;
নব জাগরণে মালিক শ্রমিক উঠেছে তাই মেতে ।
নেই ভেদাভেদ, নেই প্রাচীর নব সূর্যের প্রাতে;
পিঠা উৎসবে মেতেছে সবাই বিবিএস গ্রুপ ক্ষেতে।
দেখেছি আমি পিঠার সরব সাজানো রাঙা পাতে
হরেক স্বাদে মিষ্টি মধুর লাগছে যবর খেতে-
এতো উল্লাসে বর্ষ্ বরণ দেখেনি আগে হতে..
ভুলে গেছি তাই ব্যর্থ্তা সব ঘটেছে যা রাতে ।
ওই উঠেছে সূর্য্ উঠেছে আঁধারের গ্লানী মুছে
নব শপথে ওই ছুটেছে
সৈনিকেরা যত আছে
যে স্বপ্নের অভিলাসে মাঝিরা ছুটেছে কূলে কূলে
সে স্বপ্ন হাসবেই, হাসবেই বিজয়ের ফুলে ফুলে ।
শুভেচ্ছা! নব বর্ষের শুভেচ্ছা! ওহে যত প্রাণ !
ভয় নেই! ওহে ভয় নেই! গেয়ে যাও আগামীর গান;
তোমার বিজয় রুখে সাধ্য আছে কার ?
বিবিএস গ্রুপই সকল বিজয়ের মণিহার !
নববর্ষ্ বলেছে তোমায় এক শপথের ইশারায় বিজয়ের স্বপ্ন দেখাতে দেখাতে
আজি হতে তৈরী হও বিবিএস গ্রুপের উর্ব্র ক্ষেতে
সম্মুখে তোমার স্বপ্নিল বিজয় উৎসবে উঠবে মেতে ।
---------------------------------------------2-01-2019
।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
Regards,
aminul | aminulahasan372@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
No comments:
Post a Comment