আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

মুক্তির গলিত সূর্য্
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ০১-১১-২০২২ ইং
****************

দেশকে আজ অভ্যন্তরীন শত্রুরা আক্রমণ করে,
বিদ্রোহী স্রোতেরা টান দেয় স্বাধীনতার শিকড়ে।
নিয়ত আঘাত হানে দোসরের দুঃশাসন-অপশাসন
দেশ প্রেমের স্পর্শ্ নেই এ বুকের গভীর স্পন্দন।

যে করেই হউক ক্ষমতা চাই ঘাত- প্রতিঘাতে-
স্বৈরতন্ত্রের ধ্বনি বাজে গণতন্ত্রের সম্মুখ সাক্ষাতে।
তবু স্বপ্ন ফিরে অন্তর গহিনে নিভৃত
নেতা কই ! নেতৃত্ত্ব কই ! ওরা নেই জীবিত।

পঞ্চাশ বছর পরেও মুক্তির গলিত সূর্য্ ঝরে আজ-
কোথাও নেই কোন বিদ্রোহের আওয়াজ !
কোথায় এ সবুজ আর লাল ?
পরাধীনতার গভীর বৃন্ত থেকে কবে হবে সকাল ?

লক্ষ শহীদের রক্ত স্রোতে পাওয়া আমার এ দেশ
তবে কেন পরাজিত ? কে দিবে মুক্তির নির্দেশ ?
দেশকে আজ অভ্যন্তরীন শত্রুরা আক্রমণ করে,
বিদ্রোহী স্রোতেরা টান দেয় স্বাধীনতার শিকড়ে।
-------------------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

মুক্তির ক্ষুধা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ০১-১১-২০২২ ইং
****************
এ স্বাধীন দেশে জনতা শুধু নামে
ক্ষমতার লিপ্সে চারিদিকে নগর ও গ্রামে
র্দুনীতি -জুলুমের জীবন্ত মিছিল
ক্ষমতা লিপ্সুদের প্রাণে শতভাগ মিল।

জনতার নামে মঞ্চে মঞ্চে ছদ্মবেশীদের সমারোহ !
বেঈমানী বেঁধেছে বাসা তাই বুঝেনা জনতার বিদ্রোহ।
অফিস আদালতে বিষাক্ত বায়ু বিপুল দীর্ঘশ্বাসে
পদধূলিত বঙ্গের স্বাধীনতা ছলনার আশ্বাসে।

দরিদ্র হত দরিদ্র মধ্যবিত্ত ক্রমে ক্রমে ধবংস !
নিঃশব্দে কাঁদে ব্যাথাতুর প্রাণে বঞ্চিতের বংশ।
পথ ঘাটে ক্ষমতা লিপ্সুদের বর্ণিল শোভাযাত্রা চলে
এ স্বাধীন দেশে জনতা শুধু আতঙ্কিত অন্দরমহলে!

কি এক আজিব তামাশা ! জনতা শুধু নামে দিবালোকে।
ক্ষমতার লিপ্সে চারিদিকে নগর ও গ্রামে এ- ভূলোকে।
জনতার অধিকার ক্লান্ত, মুক্তির ক্ষুধা অন্তিম সম্বল
মঞ্চে মঞ্চে শুধু ছদ্মবেশী দেশ প্রেমিকের উগ্র দল।
---------------------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

এত তামাশা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ৩১-১০-২০২২ ইং
****************
হতাশা আজ হতাশা চারিদিকে,
জীবন জীকিার নিশ্চয়তা নেই ভূ-লোকে !
এত তামাশা কখনো দেখেনি কেউ
মুখে মধু অন্তরে ঘাতক রক্তের ঢেউ।

স্বপ্ন চূড়া থেকে নেমেগেছে জাতির কলরব-
এখন ক্ষমতার মসনদে অনৈতিক সব।
দুর্ণিনীতির নয়া ইতিহাসে প্রচ্ছদপট
অশ্রু জলে জনতা করেছে ধর্ম্ঘট।

প্রত্যহ অধিকার লুণ্ঠিত – পদানত
তবু আজ তারা জুলুমে অত্যাচারে সমুদ্যত।
অন্ন নেই, বস্ত্র নেই, স্বাস্থ্য সেবা নেই
নেই কোন ন্যায্য অধিকার- আমিও আছি
বঞ্চিতের মধ্যে আমিও যে মরি বাঁচি ।

এত তামাশা কখনো দেখেনি কেউ
মুখে মধু অন্তরে ঘাতক রক্তের ঢেউ।
----------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

আমি শুধু চাই তারে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ৩১-১০-২০২২ ইং
****************
কে গেল, কে এল, সেইদিকে নই আমি !
আমি শুধু চাই তারে যে চায় এ ভূমি ।
এখন ভিড় দেখি ক্ষমতালুদ্ধের
মিছিল বিক্ষোভ চারিপাশে ক্ষুদ্ধের।

স্বাধীন দেশ তবু ঝরা জীর্ণ্ পাতা
পরাধীনতার করাল গ্রাসে নুয়েছে মাথা।
সবুজ শ্যামল পুড়বে আর কত কাল ?
বেকারত্ত্বের অভিশাপে জনজীবন কঙ্কাল।

তুমি কার ! আমি কার জিজ্ঞাসা নহে উদ্দাম
জাতি কি পেল সেটাই হউক শিরোনাম ।
দুর্ণিনীতির দলে লিখিও না আর নাম
আমি বাঙালি, আমি বাংলাদেশী সেই কথা জানালাম।

অবাক দেশ প্রেম ! অবাক করলে তুমি !
জন্মেই দেখি শোষণ বৈষম্যে ভরা স্বদেশভূমি।
কে গেল, কে এল, সেইদিকে নই আমি !
আমি শুধু চাই তারে যে চায় এ ভূমি ।
-----------------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

সমাচার
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ৩১-১০-২০২২ ইং
****************
এ বঙ্গে বঞ্চিত জনতা গর্জেছে দুর্বার,
সকলের কণ্ঠে কণ্ঠে দুর্ভিক্ষের সমাচার।
দ্রব্য মূল্যের উর্ধ্বগতি, ডাক উঠেছে যুদ্ধের
মিছিলে মিছিলে অগ্নি মশাল বিপুল সমাহার।


অযূত দুঃখ বুকে বেঁধে জনতা তুলেছে হুঙ্কার !
দুর্ভিক্ষ তাড়াও, দুর্ভিক্ষ হঠাও এ বিশ্বের।
অধিকার দাও, পাওনা বুঝে দাও
দুস্যু ডাকাত হঠাও, শিকল বেড়ি পড়াও।

শহীদের রক্তের দাবী, সাড়া দাও, সাড়া দাও
অসহ্য জ্বালা কোটি কোটি জনতার
ক্ষতবিক্ষত প্রতিটি নব প্রভাত, প্রতিটি বেলা
শেষ কর এ সব দুর্ণীনিতি শোষণের রঙ্গ খেলা।

এ বঙ্গে বঞ্চিত জনতা গর্জেছে দুর্বার,
সকলের কণ্ঠে কণ্ঠে দুর্ভিক্ষের সমাচার।
-------------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

অনৈতিক কষাঘাত
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৯-১০-২২ ইং।
***********************************
ঘরে ঘরে জনতার আর্তনাদ !
পকেটে পকেটে অনৈতিক কষাঘাত।
বিশ্বের দ্বারে দ্বারে মৃত্যু
বাজারে বাজারে দ্রব্য মূল্যের আগুন
কর্মসংস্থানের নেই কোন আয়োজন।
ওদের এই পলায়ন
ডেকে এনেছে মরণ
ক্ষমতা লোভী ধূর্তরা পিছে পিছে
গর্জ্ন করে শুধু মিছে মিছে—
ঘরে ঘরে বৈষমের দাবানল
তবে কি ব্যর্থ্ রক্ত শহীদের রক্তজল ?
চারিদিকে নানান কুট কৌশল
দেশপ্রেমিক হতে পারিনি, হয়েছি প্রাণী !
তাই নিঃশেষ হয়েছে স্বাধীনতার বাণী।
ঘরে ঘরে জনতার আর্তনাদ !
পকেটে পকেটে অনৈতিক কষাঘাত।
---------------------------------------

Regards,
ayaan | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

এদেশ উত্তপ্ত আজ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৯-১০-২২ ইং।
***********************************
এদেশ উত্তপ্ত আজ ! চারিদিকে গর্জ্ন- তর্জ্ন-
পালা বদলের হুঙ্কার প্রত্যহ,নিয়ত বজ্র আক্রমণ।
তবু মুক্তি নেই, নেই কোন স্বস্তির নিঃশ্বাস
ঘরে ঘরে জনতার নাভিঃশ্বাস---

মিছিলে মিছিলে রক্তের আল্পনা আঁকে
কানে বাজে আর্তনাদ সুর জনপদের বাঁকে
ওরা ক্ষমতা লোভী, শুধু জনতা ক্ষুধিত মজুর
এ মিছিল এ তর্জ্ন গর্জ্ন সবই ছদ্মবেশী সুর্।

এদেশের সম্মুখে আজ জনতার শত্রু !
এক কঠিন পথ---
ওরা যা বলে, যা করে এ এক ভ্রান্ত শপথ।
ক্ষমতায় যাওয়ার কঠিন প্রতীক্ষা শুধু-
জনতা বুঝে না বিষ ! ভাবে শুধু মধু।

এদেশ উত্তপ্ত আজ- নিয়ত যুদ্ধের ঘোষনা
ক্ষমতার যুদ্ধ ! শুরু হয়েছে দিন গোনা ।
অবরুদ্ধ জনতার হাত, হৃদয়ে রক্তের প্রসব
তবু স্বপ্ন দেখি- শুরু হউক বিজয়ের উৎসব ।
-------------------------------------------

Regards,
ayaan | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

প্রয়োজন নেই
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৯-১০-২২ ইং।
***********************************
হে মোহ ! আর কোন হিংসে নয়,
নয় কোন কঠিন সংঘাত, দূর কর ভয় !
এবার মুক্তির কবিতা আনো, সাম্যের গল্প বল
রক্তাক্ত যুদ্ধের ঝঙ্কার মুছে যাক
ইতিহাস রচিত হউক এ ভূ-লোক।
ক্ষমতার লড়াই- অর্থের বড়াই
ঢুকে যাক সমাধিতে চিতায় পুড়াই
বৈষম্যের শিকড় বেড়িকে কড়া আঘাত হানো
প্রয়োজন নেই অবৈধ অর্থের. বিপুল ক্ষমতার
আমি চাই কবিতার স্নিগ্ধতা-
আমি চাই গদ্যের মার্ধূযতা।
লোভ লালসার রাজ্যে পৃথিবী যুদ্ধময়
মুক্তির সূর্য্ যেন আজ অস্তদয়।
----------------------------------------------

Regards,
ayaan | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

সুখের শেষ-সংশয়
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৯-১০-২২ ইং।
***********************************
সুখের শেষ-সংশয়, শান্তি ক্রমে ছিন্ন,
পরকিয়া উম্মোচন করেছে ক্রমে ঘৃণ্য।
অপর নর নারীতে ক্রমশ খোলে দৃষ্টি
স্বামী-স্ত্রী গোপনে করছে যৌনাচার সৃষ্টি।

পরকিয়া চলে অবাদে,সুখ শান্তি আক্রান্ত
দাম্পত্য জীবনে আঘাত হানে এইসব ভ্রান্ত।
রক্তস্রোতে ভেসে যায় জীবনের চৈতন্য্
গুপ্তঘাতী পরকিয়া গুপ্ত হত্যা করে গণ্য।

গ্রাস করেছে সভ্যতা- স্বামী- স্ত্রীর যুদ্ধ !
পরকিয়ার অগ্রাসনে পৃথিবী আজ শ্বাসরুদ্ধ।
স্ত্রী পর পরুষে আসক্ত !
স্বামী পর নারীতে ভক্ত।

সুখের শেষ-সংশয়, শান্তি ক্রমে ছিন্ন,
পরকিয়া উম্মোচন করেছে ক্রমে ঘৃণ্য।
সংসারে বিচ্ছেদের আগুন জ্বলে,
ছিন্ন হয় সুখ পরকিয়ার পলে পলে।
----------------------------------------

Regards,
ayaan | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

একটি বিজয়ের স্বপ্নে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৯-১০-২২ ইং।
***********************************
একটি বিজয়ের স্বপ্নে কাটাও কাল,
তবে জানি এক হতে হবে সকল দল।
সত্যের বসন্ত গিয়েছে তাগুদের তল গো
দ্বারে বিজয়, একবার শুধু এক হয়ে জাগো।

ঝগড়া বিবাদে ব্যর্থ্ তুমি তবু বার বার
তাগুদে সারা দাও বাতিলের গুরুভার।
এতো মতভেদ, তোমাদের মুখের ভাষা
কেউ বল কাফের কেউ বল মূর্তাদ
কি করে করো বিজয়ের আশা ?

এতো পরাজয় তবু বিভেদ তবু অধৈর্যে ভরা !
ক্রমশ তোমাদের তর্জ্ন গর্জ্ন মন গড়া !
কোরআন সুন্নাহ'র চর্চা ক্রমশ ক্ষয়
এতে বুঝি মুমিনের তরঙ্গ জাগ্রত হয় ?

মুমিনের বিজয় কোরআন সুন্নাহ'র সঙ্গে !
এখানে গর্জ্ন আছে তর্জ্ন আছে
নেই শুধু সত্যের অন্বেষণ একই রঙে ঢঙ্গে।
একটি বিজয়ের স্বপ্নে কাটাও কাল,
তবে জানি এক হতে হবে সকল দল।
--------------------------------------------

Regards,
ayaan | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

বাতিলের সমাহার
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৯-১০-২২ ইং।
***********************************
মানুষের তরে শত বাতিলের সমাহার !
যা নহে কোরআন সুন্নাহর সতত দাবীদার।
মুসলিম দাবী করো তবু সত্য নীরবতায়
অধিকার দেওনা বুঝে মোহের অভিপ্রায় ।

ঈমান আছে, নামাজ পড়ো রোজা রাখো
যাকাত দাও হজ্জ করো তবু নিশ্চুপ থাকো
বাতিলে ঢাকা এ প্রাণ জগত পাপে !
তবু মুসলিম দাবী করো রক্তের উত্তাপে।

কোরআন সুন্নাহ'র দাবী কঠিন পাথরে ঢাকা
তাইতো উল্টো পথে ছুটেছে মুমিনের চাকা।
অন্তরে বাজে ওই শয়তানের ধ্বনি !
লোভ লালসার মোহে আজ প্রাণের খনি।

ওহে অন্তরে ইনসাফের চাষাবাদ করো
তুমুল বিদ্রোহ হবে বাতিলেরা থরোথরো-
যার যার হক দিয়ে দাও হিস্যা মানি।
প্রকৃত ঈমানদার হও সংবিধান চিনি।
-------------------------------------------

Regards,
ayaan | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

আধিপত্যের ভাঙ্গন
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৮-১০-২২ ইং।
***********************************
আধিপত্যের ভাঙ্গন পশ্চিমা পৃথীবিতে
গর্জে উঠেছে নব শক্তি যোদ্ধার ভঙ্গিতে।
দৃশ্যমান হলো নজোয়ান দুর্বার জোয়ারে
বিপন্ন হবে পশ্চিমা বিশ্ব ক্ষয়িষ্ণু খোঁয়াড়ে।

শান্ত পৃথিবী উম্মুখ কেড়ে নিতে
আপন অধিকার ফিরে পেতে
প্রস্তুত এক সাম্যের বহরে
দুর্বার যুদ্ধের প্রান্তরে—

বিষাক্ত ধবংসের বীজ পশ্চিমাদের আয়ূতে
ওদের পরাজয় আসন্ন- প্রত্যেক স্নায়ূতে-
একক আধিপত্যের নক্ষত্র গেছে খসে
গর্জে উঠেছে নব শক্তি যুদ্ধের অগ্রাসে।

চারিদিকে বিজয়ের সূর্য্ চমকাল
ডাক দিলো, নব শক্তি ডাক দিলো
দৃশ্যমান হলো নজোয়ান দুর্বার জোয়ারে
বিপন্ন হবে পশ্চিমা বিশ্ব ক্ষয়িষ্ণু খোঁয়াড়ে।
-----------------------------------------

Regards,
ayaan | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

আর যুদ্ধ নয়
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৮-১০-২২ ইং।
***********************************
যুদ্ধ বিদীর্ণ্ করেছে পৃথিবীর মাটি !
চারিদিকে তাজা রক্তের দাগ দূর্গ্ - ঘাঁটি।
শব্দহীন মুখের ভাষা ! অন্নহীন প্রাণ
ঘোর অন্ধকারে ঢাকা অসীম গগণ।

অগ্রাসী দাবানলে গোলা বারুদের মুখে
শান্ত পৃথিবী জ্বলছে রক্ত ক্ষরণের দুঃখে।
আজ বিশ্ব বিবেকের বিশাল চেতনা
এক অমানবিক যুদ্ধের বিস্তর সাধনা।

যুদ্ধের কঠিন ঝড়ে প্রত্যেক শিকড়
নড়বড়ে, রাষ্ট্রে রাষ্ট্রে ব্যদানার ঝড় !
এক অসহায় প্রাণ হতে সাম্যের আহ্বান
আর যুদ্ধ নয়, এবার গাও মানবতার গান।

যুদ্ধ বিদীর্ণ্ করেছে পৃথিবীর মাটি !
চারিদিকে তাজা রক্তের দাগ- দূর্গ্ ঘাঁটি।
যোদ্ধা আমি, অশান্তি নই
মানবিক আমি-সাম্যের কথা কই।
------------------------------------

Regards,
ayaan | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

অবৈধ সম্পদ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২৮-১০-২২ ইং।

***********************************

অবৈধ অর্থ্ সম্পদ নহে তো আলো

জীবন দিবসে সে অন্ধকার কালো।

বৈধ সম্পদ ইহ পর নয়ন মেলে চায়

মুক্তির আলোক মেখে গায়—



কিন্তু মানুষ মোহের ঝলকে জ্বলে

অবৈধ পন্থায় কত ছলনার ছলে

যে সম্পদের অর্জ্ন আঁধার ধরে

সে নহে কো মুক্তি অবিন্শ্বরে ।



স্ত্রী- সন্তান কিংবা রক্তের বাঁধন

কেউ নিবে না দায়ভার এ অর্জ্ন

এ সম্পদ ওইদিন করবে না আলিঙ্গন

যেদিন উঠবে অগ্নি তুফানের প্লাবন।



কিসের এতো ক্ষমতার অর্থের গর্জ্ন?

সব ধূলো বালি সব মিথ্যের আবরন

অবৈধ অর্থ্ সম্পদ নহে তো আলো

জীবন দিবসে সে অন্ধকার কালো।

-----------------------------------------

Regards,
ayaan | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

অবৈধ সম্পদ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৮-১০-২২ ইং।
***********************************
অবৈধ অর্থ্ সম্পদ নহে তো আলো
জীবন দিবসে সে অন্ধকার কালো।
বৈধ সম্পদ ইহ পর নয়ন মেলে চায়
মুক্তির আলোক মেখে গায়—

কিন্তু মানুষ মোহের ঝলকে জ্বলে
অবৈধ পন্থায় কত ছলনার ছলে
যে সম্পদের অর্জ্ন আঁধার ধরে
সে নহে কো মুক্তি অবিন্শ্বরে ।

স্ত্রী- সন্তান কিংবা রক্তের বাঁধন
কেউ নিবে না দায়ভার এ অর্জ্ন
এ সম্পদ ওইদিন করবে না আলিঙ্গন
যেদিন উঠবে অগ্নি তুফানের প্লাবন।

কিসের এতো ক্ষমতার অর্থের গর্জ্ন?
সব ধূলো বালি সব মিথ্যের আবরন
অবৈধ অর্থ্ সম্পদ নহে তো আলো
জীবন দিবসে সে অন্ধকার কালো।
-----------------------------------------

Regards,
ayaan | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

অফিসের সেনাপতি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ২-১০-২০২২ ইং
****************
কি যে দুষ্ট চক্র হায় প্রাইভেট অফিসে !
কখন যে দুঃখ দিন আসে প্রহর শেষে।
এতো আলো তবু আঁধার আসি
সাধু সত্যেকে তুলে নেয় গ্রাসি।

ফাঁকিবাজ দুর্ণিনীতিবাজ প্রখর জ্যোতি !
চাটুকার মিথ্যেবাদী অফিসের সেনাপতি।
কোথায় এতো শ্রম কর্মনিষ্ঠ সাধন-ধন ?
কিসের অন্বেষণে বিচারক ধ্যানে মগন?

কান কথা শুনে শুনে মহদয় যত
সাধু সত্যকে করে যায় অপমান তত !!
হায়রে বিচার ! হায়রে প্রাইভেট অফিস।
যেখানে সেখানে অসাধুদের ফিস ফিস।

মহদয়গণের তবু হয় না হুশ !
চাটুকার ফাঁকিবাজ আপন স্বার্থে বেহুশ।
কি যে দুষ্ট চক্র হায় প্রাইভেট অফিসে !
কখন যে দুঃখ দিন আসে প্রহর শেষে।
----------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

হে অনুপ্রেরণা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ২৬-১০-২০২২ ইং
******************
একটি অনুপ্রেরণার মাঝে হয় রোপণ
সেই অদম্য যুদ্ধের বীজ- বিজয় নিশান।
এখানে না থাকে কোন পরাজয়ের ভয় !
এখানে থাকে শুধু চির স্বপ্নের সূর্য্দয়—

শোক দুঃখ ব্যাদনা এখানে অস্তদয়-
যেখানে প্রেরণা, যেখানে সুন্দর হৃদয়
আলোকিত প্রভাতের সোনালী প্রেষণা
এখানে নেই কোন বিরহের যাতনা।

তুমি কি দিবে ? দিবে মোরে প্রেরণা !
তুমি যে মোর যুদ্ধের সোনালী প্রেষণা
এ প্রাণে চাহি না কোন ছেদ
যুগল ডানায় উড়ে যাবো নাহি করে ভেদ।

হে অনুপ্রেরণা ! হে মোর অদম্য গতি !
যে প্রাণে ভালবাসি তোমারে অতি।
সে প্রেরণার মাঝে হয় রোপণ
অদম্য যুদ্ধের বীজ- বিজয় নিশান।
-----------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

তোমার এ হাসিটা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ২৬-১০-২০২২ ইং
******************
তোমার এ হাসিটা এ আমারে ঘেরি
ব্যাকুল করে তুলে ভালবাসা হেরি ।
যে হৃদয়ে চাহি তোমারই চোখ পানে
অনুভবের তরঙ্গ তার স্বরূপ জানে।

আমার আমিতে নেই দিবস- যামী
জানি না কোন পুলকে এসেছো তুমি !
কোন শিহরণে তোমার এ অরূপ রূপ
যা দেখে আমি হই স্তব্দ জড় স্তুপ।

কেন তুমি এলে ? কেন গড়েছো চির-নিবাস!
এ হৃদয় তরঙ্গে নাহি তোমার বিনাশ।
তোমার এ হাসিটা এ আমারে ঘেরি
ব্যাকুল করে তুলে ভালবাসা হেরি ।
--------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

তোমার তৃপ্তি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ২৬-১০-২০২২ ইং
******************
একটি শপথ একটি প্রতীজ্ঞার ভীড়ে
যে বিজয় পতাকা বীর দর্পে্ উড়ে।
সেখানেই তোমার তৃপ্তি তোমার হাসি
এখানে নেই কোন পরাজয়ের নিশি।

কে কি অবজ্ঞা করল, অপমান করলো
সেটা ভাবা নয়তো বীরের সাফল্য্
চাটুকার দুর্ব্ল জলে স্থলে উপরে নীচে
আছে থাকবে ভিতরে বাহিরে সমুখে পিছে।

তবু তুমি সেরা আপন সৃজনে আলোক চেতনে
আজো এ পৃথিবী তোমার অন্বেষণে !
যে বিজয় পতাকা বীর দর্পে্ উড়ে।
সেখানে তুমি চির সারথী যুদ্ধের সমরে।

সেখানেই তোমার তৃপ্তি তোমার হাসি
এখানে নেই কোন পরাজয়ের নিশি।
-----------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

শুধু সে বুঝে না
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ২৫-১০-২০২২ ইং
******************
এ প্রাণে উঠে না আর প্রেমের ধ্বনি !
অন্তরে শুধু অভিনয় ছলনার বাণী।
ভালবাসার মর্ম্ বুঝিছে ইতর প্রাণী
মানুষ শুধু চিনেছে লোভ লালসার ধরনী।

তবু মানুষ ভালবাসে অজানা তরঙ্গের গতি
পথ হারায় তমসার পরে ‍দুরন্ত অতি !
জেনেছে প্রেম ভালবাসা আছে এ ভবে
হৃদয়ের তরঙ্গ খেলা যা বুঝে না সবে।

আজ বিষাক্ত মনে হয়,স্তব্দ মনে তারে
যারে এতো ভালবাসি দিবানিশ প্রহরে।
শুধু সে বুঝে না,
সে কত জুঁই চ্যামিলী হাসনে হেনা।
--------------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

কুলুর বলদ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ২৫-১০-২০২২ ইং
******************
কে শুনে কুলুর বলদের হৃদয় ধ্বনি!
লোকে লোকান্তরে কাঁদে তার বাণী ।
সযত্নে সবে করে তারে হারা
এ নিখিল জীবন- মরণ ধারা।

যদিও সে অমৃতজ্যোতি আকাশ ঘেরি
সময় ফুরালে নেই কেউ আর হাত ধরি
সে এক কুলুর বলদ চির জনম লভে
রক্ত চুষে আনন্দের মাঝে এ ধরার সবে।

আপন আনন্দে বিরাম লভিয়া প্রাণ
জগত ভুলিছে তারে জীবনের শেষ প্রয়াণ।
কে শুনে কুলুর বলদের হৃদয় ধ্বনি!
লোকে লোকান্তরে কাঁদে তার বাণী ।
------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

কেউ বুঝতে চায়না
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ২৫-১০-২০২২ ইং
******************
একদা স্নেহ শ্রদ্ধার গভীর ধ্যানে
পৃথিবীর প্রাণগুলো থাকিত আকুল প্রাণে।
আজ এক রহস্যের তিমির তলে
মোহময় ধ্যান মগ্নের প্রদীপ জ্বলে।

কেউ বুঝতে চায়না আর আপন করি
এ জীবন এ সংসার কত যুদ্ধের পথ ধরি
কত লাঞ্চনা কত অপমান অনাদি স্রোতে
একাকী ভেসে যায় রক্তক্ষরণের অশ্রুপাতে।

তবু কেউ বুঝতে চায় না এ অপমান !
যে যার স্বার্থে আপন চক্রে ঘূর্ণমান ।
যতক্ষন ফুল ফুটে ভ্রমর আসে মধুর টানে
আজ ফুল নেই কেউ নেই নিখিল বাগানে।
-----------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

সব যে শেষ হবে একদিন
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ২৪-১০-২০২২ ইং
********************
হে মানুষ, কোথায় ছুটেছো কিসের টানে ?
তোমার ঠিকানা তো এটা নয়, কে জানে !
যদি জানতে ভাবতে দিবস-যামী
তুমি নও তোমার- এ মাজারে -এ ভূমি!

কেন এত দম্ভ অহংকার ? কিসের লাগি ?
কেন এত ছুটাছুটি ! এত বিনিদ্র জাগি ?
কত অত্যাচার- জুলুম পৃথিবীর বুকে
কত কান্না হাসি দুখে ও সুখে---

সব যে শেষ হবে একদিন চিরতরে !
এসব কিছু তোমার নয় অবিনশ্বরে।
যদি তুমি রও প্রাণ- ওই প্রভূর ধ্যানে্
ইহ পর মুক্তি বলিছে আল-কোরআনে।
--------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

দুষ্ট ঋতুর খেলা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ২৪-১০-২০২২ ইং
********************
মানুষেরা এখন বহুমুখী সাজে !
উলঙ্গ নির্লজ্জ ছুটিছে আপন কাজে।
প্রাণে প্রাণে এখন কুট ফন্দি চলে
অট্টহাসি হাসে, অধিকার কেড়ে নেয়
অর্থ্ বাহু বলে—

প্রাণে প্রাণে এখন দুষ্ট ঋতুর খেলা
উলঙ্গ নির্লজ্জ রূপ এ জগত মেলা।
মুখরিত তাগুদের নিষিদ্ধ গানে
লোভ মোহের পহাড়ে মগন ধ্যানে।

শরীরের অস্থি মজ্জায় নগ্নতার ঘটা,
যৌবনের উম্মুক্ত বিজলীর ছঁটা।
ধষর্ণের রক্তধারা যত্রতত্র পড়িছে ঝরি
পশুত্ত্বের হিংস্রতা নারী- নরে- ভরি।
--------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

কান কথার টান
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ২৪-১০-২০২২ ইং
********************
ছিল এমনই সত্যের বিজয় একদিন
বিচারকের মনে ছিল না কান কথার টান।
বিচার হত দৃঢ় সত্যের সিংহাসন
আজ কান কথা শুনে একি প্রহসন !

বিচারক বিচার করে কান কথা শুনে
সত্য এখানে অসহায় মিথ্যের প্লাবনে।
মিথ্যেরা বিজয় উল্লাসে করে যায় অপমান
সত্যেরা যায় ভেসে তরঙ্গের কলোতান।

হায় বিচার ! হায় বিচারক ! এ কোন সাজে ?
কান কথা শুনে শুনে নেই আর লাজে !
এ মিথ্যের বিজয় ক্ষণিকের !
এ প্রহসন হবে শেষ ! সত্য যে অনন্তের।
------------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com