আমি বলতে শিখেছি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ১৪-১০-২২ ইং।
***********************************
কোন পরাজই শেষ পরাজয় নয়
পরাজয়ের গভীরে লুকায়ে আছে
নব সূর্য্দয় ! নব প্রাপ্তি নব বিজয় !
সব পরাজয় নহে অপূর্ণ্ কোন তৃপ্তি
এখানেই মন্ত্র এখানেই বিজয়ের দীপ্তি
এখানেই নব যুদ্ধের তৃষ্ণা—
এমনতো কথা ছিল না সব হবে আমার
কথা ছিল যুদ্ধ হবে স্বপ্নের ক্যানভাসে
কথা ছিল পরাজয় আসবে
কথা ছিল আরো দুর্বার হবো,
ভুলে যাবো আজন্ম শুন্যতা আজন্ম বিরহ !
কথা ছিল ছিনিয়ে অনবো সুখ
পরাজয়ের বৃত্তে দাঁড়িয়ে
আকাঙ্ক্ষা বুকে নিয়ে আমি বলতে শিখেছি
কোন পরাজই শেষ পরাজয় নয়
পরাজয়ের গভীরে লুকায়ে আছে
নব সূর্য্দয় ! নব প্রাপ্তি নব বিজয় !
--------------------------------------
Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
বাংলা ম্যাগাজিন ব্লগ। আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। ●Name চিহ্নিত বক্সে আপনার সম্পূর্ণ নাম দিন । ● Email চিহ্নিত বক্সে আপনার ইমেইল এড্রেস দিন । ●মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ আপনার লিখাটি দিন । Send বাটনে ক্লিক করার সাথে সাথেই পোস্টটি ওয়েবসাইট এ পাবলিশ হয়ে যাবে।
আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।
[সাহিত্য কণিকা] New message received.
তোমার প্রিয় চাবিটি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ১২-১০-২০২০ ইং
**********************
সযত্নে রেখেছি তোমার প্রিয় চাবিটি!
শুধু একবার বলো কবে লাগবে সেটি!
আমি জানি বদ্ধ তালা ঝং ধরে আছে
অনেক দিন খোলা হয়নি, যাওয়া হয়নি
তালাটির কাছে—
সযত্নে রেখেছি তোমার প্রিয় চাবিটি!
কেমন করে লুকায়ে রাখো তালাটি ?
তালা খোলার চাবিতো আছে, সযত্নে আছে
তুমি চাইলেই ছুটে যাবো তোমার কাছে
কোন মরিচিকা থাকবেনা, কোন ঝং থাকবে না
তুমুল ঘষর্ণে তুলে দিবো--
শুধু একবার বলো কবে আসবো ?
তালার ভিতরে যে উষ্ণতা যে গভীরতা !
যে শিহরণ- এ চাবি ছাড়া সব মৌনতা।
সেই সব স্মৃতি এখনো ঝল ঝল !
তালার শুন্যতায় চাবির চোখ টলমল।
সযত্নে রেখেছি তোমার প্রিয় চাবিটি!
শুধু একবার বলো কবে লাগবে সেটি!
----------------------------------
Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | admin@banglarkobita.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ১২-১০-২০২০ ইং
**********************
সযত্নে রেখেছি তোমার প্রিয় চাবিটি!
শুধু একবার বলো কবে লাগবে সেটি!
আমি জানি বদ্ধ তালা ঝং ধরে আছে
অনেক দিন খোলা হয়নি, যাওয়া হয়নি
তালাটির কাছে—
সযত্নে রেখেছি তোমার প্রিয় চাবিটি!
কেমন করে লুকায়ে রাখো তালাটি ?
তালা খোলার চাবিতো আছে, সযত্নে আছে
তুমি চাইলেই ছুটে যাবো তোমার কাছে
কোন মরিচিকা থাকবেনা, কোন ঝং থাকবে না
তুমুল ঘষর্ণে তুলে দিবো--
শুধু একবার বলো কবে আসবো ?
তালার ভিতরে যে উষ্ণতা যে গভীরতা !
যে শিহরণ- এ চাবি ছাড়া সব মৌনতা।
সেই সব স্মৃতি এখনো ঝল ঝল !
তালার শুন্যতায় চাবির চোখ টলমল।
সযত্নে রেখেছি তোমার প্রিয় চাবিটি!
শুধু একবার বলো কবে লাগবে সেটি!
----------------------------------
Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | admin@banglarkobita.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
[সাহিত্য কণিকা] New message received.
গোপন পাসওয়ার্ড্
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০৭-১০-২২ ইং।
***********************************
গোপন পাসওয়ার্ড্টি দিলে না
অধীর আগ্রহে অপেক্ষায় থেকেছি,
গর্জে উঠা তরঙ্গের শব্দ শুনবো বলে
নিঃশব্দে অপেক্ষা করেছি সমদ্র তীরে
কোন জল তরঙ্গের জন্য
যদি পাসওয়ার্ড্টি দিতে
একসঙ্গে সাঁতার কাটতাম তরঙ্গ জলে
ভেসে যেতাম সুখ সাগরের কোন তল দেশে
বলেছিলে পাসওয়ার্ড্টি দিবে
অনেক অপেক্ষায় থেকেছি, তুমি আসলে না
সুদূর থেকে জল দেখেছি, উত্তাল জল দেখেছি
সাগরের ফেনা অনুভব করেছি
শুধু সাঁতার কাটা হল না—
ঠাট্টা করে বলেছিলে প্রচন্ড ভালবাস
গোপন পাসওয়ার্ড্টি দিলে না --
তবু তুমি ভালবাসার পুলক উপাদান।
তৈরী থেকো, আমি আবার আসবো
সেদিন দিবো তো ?
সমুদ্রের এ তরঙ্গ জল আরো কিছু—
অপেক্ষায় আছি, অপেক্ষায় থাকবো
শুধু গোপন পাসওয়ার্ডটি দিও----
-----------------------------------------
Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০৭-১০-২২ ইং।
***********************************
গোপন পাসওয়ার্ড্টি দিলে না
অধীর আগ্রহে অপেক্ষায় থেকেছি,
গর্জে উঠা তরঙ্গের শব্দ শুনবো বলে
নিঃশব্দে অপেক্ষা করেছি সমদ্র তীরে
কোন জল তরঙ্গের জন্য
যদি পাসওয়ার্ড্টি দিতে
একসঙ্গে সাঁতার কাটতাম তরঙ্গ জলে
ভেসে যেতাম সুখ সাগরের কোন তল দেশে
বলেছিলে পাসওয়ার্ড্টি দিবে
অনেক অপেক্ষায় থেকেছি, তুমি আসলে না
সুদূর থেকে জল দেখেছি, উত্তাল জল দেখেছি
সাগরের ফেনা অনুভব করেছি
শুধু সাঁতার কাটা হল না—
ঠাট্টা করে বলেছিলে প্রচন্ড ভালবাস
গোপন পাসওয়ার্ড্টি দিলে না --
তবু তুমি ভালবাসার পুলক উপাদান।
তৈরী থেকো, আমি আবার আসবো
সেদিন দিবো তো ?
সমুদ্রের এ তরঙ্গ জল আরো কিছু—
অপেক্ষায় আছি, অপেক্ষায় থাকবো
শুধু গোপন পাসওয়ার্ডটি দিও----
-----------------------------------------
Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
[সাহিত্য কণিকা] New message received.
দৈনিক কবিতা প্রতিযোগিতা।
কবিতা ঃ সুশিক্ষাই জাতির মেরুদণ্ড
কলমে ঃ মোল্লা মোহাম্মদ আলী ক্লে
তারিখ ঃ ৭/১০/২০২২ ইং
শিক্ষাই জাতির মেরুদণ্ড সর্বজনে কয়,
আমার দেশের শিক্ষা নিয়ে পাই যে বড় ভয়।
মুর্খ ছিলো ভালোই ছিলো, ছিলো না ঠিক আলো
কু শিক্ষায় শিক্ষিত হয়ে ভেতর করছে কালো।
সু শিক্ষার অভাব অতি জাতির মেরুদণ্ড
শিক্ষালয় সব দখল করছে শিক্ষিত নামে ভন্ড।
পাঠশালায় আজ শিক্ষা নেই, শুধুই দলাদলি,
ছেলে-মেয়ে চলছে পথে ধরে গলাগলি।
শিক্ষার চেয়ে কুশিক্ষার চর্চা বেশি চলে
শর্ট পোশাকের স্বাধীনতা চাই, ঐ মেয়েরা বলে।
আমার দেশের নামি-দামি শিক্ষা-প্রতিষ্ঠান
আধুনিকের কবলে তার যাচ্ছে ক্ষয়ে মান।
কোথায় দিলে ছেলে-মেয়ে পাবে যে সুশিক্ষা
শিক্ষা জাতির কাছে শুধু পাচ্ছে আজি দীক্ষা।
আমার দেশের সবখানে আজ শিক্ষিতরাই ডন
সুদ-ঘুস আর চাঁদাবাজে লিপ্ত সারাক্ষণ।
কেউ ভালো নয় তা বলি না, আছে ভালো কিছু
সমাজে আজ পরে আছে তারা সবার পিছু।
কিছু কিছু শিক্ষিত আছে নীতির বানি গায়
খাওয়ার বেলায় কম রাখে না, যদি সুযোগ পায়।
আবু জেহেল শিক্ষিত ছিলো, কু-জ্ঞানে মন ভরা
এই শিক্ষা শিক্ষা যে নয় রাসুল (সাঃ) দিলেন ধরা।
শিক্ষা পেলেই হতে পারে জাতির মেরুদণ্ড
এই কথাটা আজ শুধু নয় আজীবন-ই পন্ড।
আমার দেশের শিক্ষিতরা হয়ে গেছে দ্বী-খন্ড
সুশিক্ষাই হতে পারে জাতির মেরুদণ্ড।
Regards,
Ali Mohammad | clay1186@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
কবিতা ঃ সুশিক্ষাই জাতির মেরুদণ্ড
কলমে ঃ মোল্লা মোহাম্মদ আলী ক্লে
তারিখ ঃ ৭/১০/২০২২ ইং
শিক্ষাই জাতির মেরুদণ্ড সর্বজনে কয়,
আমার দেশের শিক্ষা নিয়ে পাই যে বড় ভয়।
মুর্খ ছিলো ভালোই ছিলো, ছিলো না ঠিক আলো
কু শিক্ষায় শিক্ষিত হয়ে ভেতর করছে কালো।
সু শিক্ষার অভাব অতি জাতির মেরুদণ্ড
শিক্ষালয় সব দখল করছে শিক্ষিত নামে ভন্ড।
পাঠশালায় আজ শিক্ষা নেই, শুধুই দলাদলি,
ছেলে-মেয়ে চলছে পথে ধরে গলাগলি।
শিক্ষার চেয়ে কুশিক্ষার চর্চা বেশি চলে
শর্ট পোশাকের স্বাধীনতা চাই, ঐ মেয়েরা বলে।
আমার দেশের নামি-দামি শিক্ষা-প্রতিষ্ঠান
আধুনিকের কবলে তার যাচ্ছে ক্ষয়ে মান।
কোথায় দিলে ছেলে-মেয়ে পাবে যে সুশিক্ষা
শিক্ষা জাতির কাছে শুধু পাচ্ছে আজি দীক্ষা।
আমার দেশের সবখানে আজ শিক্ষিতরাই ডন
সুদ-ঘুস আর চাঁদাবাজে লিপ্ত সারাক্ষণ।
কেউ ভালো নয় তা বলি না, আছে ভালো কিছু
সমাজে আজ পরে আছে তারা সবার পিছু।
কিছু কিছু শিক্ষিত আছে নীতির বানি গায়
খাওয়ার বেলায় কম রাখে না, যদি সুযোগ পায়।
আবু জেহেল শিক্ষিত ছিলো, কু-জ্ঞানে মন ভরা
এই শিক্ষা শিক্ষা যে নয় রাসুল (সাঃ) দিলেন ধরা।
শিক্ষা পেলেই হতে পারে জাতির মেরুদণ্ড
এই কথাটা আজ শুধু নয় আজীবন-ই পন্ড।
আমার দেশের শিক্ষিতরা হয়ে গেছে দ্বী-খন্ড
সুশিক্ষাই হতে পারে জাতির মেরুদণ্ড।
Regards,
Ali Mohammad | clay1186@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
[সাহিত্য কণিকা] New message received.
দৈনিক কবিতা প্রতিযোগিতা।
কবিতা ঃ সুশিক্ষাই জাতির মেরুদণ্ড
কলমে ঃ মোল্লা মোহাম্মদ আলী ক্লে
তারিখ ঃ ২৯/০৯/২০২২ ইং
শিক্ষাই জাতির মেরুদণ্ড সর্বজনে কয়,
আমার দেশের শিক্ষা নিয়ে পাই যে বড় ভয়।
মুর্খ ছিলো ভালোই ছিলো, ছিলো না ঠিক আলো
কু শিক্ষায় শিক্ষিত হয়ে ভেতর করছে কালো।
সু শিক্ষার অভাব অতি জাতির মেরুদণ্ড
শিক্ষালয় সব দখল করছে শিক্ষিত নামে ভন্ড।
পাঠশালায় আজ শিক্ষা নেই, শুধুই দলাদলি,
ছেলে-মেয়ে চলছে পথে ধরে গলাগলি।
শিক্ষার চেয়ে কুশিক্ষার চর্চা বেশি চলে
শর্ট পোশাকের স্বাধীনতা চাই, ঐ মেয়েরা বলে।
আমার দেশের নামি-দামি শিক্ষা-প্রতিষ্ঠান
আধুনিকের কবলে তার যাচ্ছে ক্ষয়ে মান।
কোথায় দিলে ছেলে-মেয়ে পাবে যে সুশিক্ষা
শিক্ষা জাতির কাছে শুধু পাচ্ছে আজি দীক্ষা।
আমার দেশের সবখানে আজ শিক্ষিতরাই ডন
সুদ-ঘুস আর চাঁদাবাজে লিপ্ত সারাক্ষণ।
কেউ ভালো নয় তা বলি না, আছে ভালো কিছু
সমাজে আজ পরে আছে তারা সবার পিছু।
কিছু কিছু শিক্ষিত আছে নীতির বানি গায়
খাওয়ার বেলায় কম রাখে না, যদি সুযোগ পায়।
আবু জেহেল শিক্ষিত ছিলো, কু-জ্ঞানে মন ভরা
এই শিক্ষা শিক্ষা যে নয় রাসুল (সাঃ) দিলেন ধরা।
শিক্ষা পেলেই হতে পারে জাতির মেরুদণ্ড
এই কথাটা আজ শুধু নয় আজীবন-ই পন্ড।
আমার দেশের শিক্ষিতরা হয়ে গেছে দ্বী-খন্ড
সুশিক্ষাই হতে পারে জাতির মেরুদণ্ড।
Regards,
Ali Mohammad | clay1186@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
কবিতা ঃ সুশিক্ষাই জাতির মেরুদণ্ড
কলমে ঃ মোল্লা মোহাম্মদ আলী ক্লে
তারিখ ঃ ২৯/০৯/২০২২ ইং
শিক্ষাই জাতির মেরুদণ্ড সর্বজনে কয়,
আমার দেশের শিক্ষা নিয়ে পাই যে বড় ভয়।
মুর্খ ছিলো ভালোই ছিলো, ছিলো না ঠিক আলো
কু শিক্ষায় শিক্ষিত হয়ে ভেতর করছে কালো।
সু শিক্ষার অভাব অতি জাতির মেরুদণ্ড
শিক্ষালয় সব দখল করছে শিক্ষিত নামে ভন্ড।
পাঠশালায় আজ শিক্ষা নেই, শুধুই দলাদলি,
ছেলে-মেয়ে চলছে পথে ধরে গলাগলি।
শিক্ষার চেয়ে কুশিক্ষার চর্চা বেশি চলে
শর্ট পোশাকের স্বাধীনতা চাই, ঐ মেয়েরা বলে।
আমার দেশের নামি-দামি শিক্ষা-প্রতিষ্ঠান
আধুনিকের কবলে তার যাচ্ছে ক্ষয়ে মান।
কোথায় দিলে ছেলে-মেয়ে পাবে যে সুশিক্ষা
শিক্ষা জাতির কাছে শুধু পাচ্ছে আজি দীক্ষা।
আমার দেশের সবখানে আজ শিক্ষিতরাই ডন
সুদ-ঘুস আর চাঁদাবাজে লিপ্ত সারাক্ষণ।
কেউ ভালো নয় তা বলি না, আছে ভালো কিছু
সমাজে আজ পরে আছে তারা সবার পিছু।
কিছু কিছু শিক্ষিত আছে নীতির বানি গায়
খাওয়ার বেলায় কম রাখে না, যদি সুযোগ পায়।
আবু জেহেল শিক্ষিত ছিলো, কু-জ্ঞানে মন ভরা
এই শিক্ষা শিক্ষা যে নয় রাসুল (সাঃ) দিলেন ধরা।
শিক্ষা পেলেই হতে পারে জাতির মেরুদণ্ড
এই কথাটা আজ শুধু নয় আজীবন-ই পন্ড।
আমার দেশের শিক্ষিতরা হয়ে গেছে দ্বী-খন্ড
সুশিক্ষাই হতে পারে জাতির মেরুদণ্ড।
Regards,
Ali Mohammad | clay1186@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
[সাহিত্য কণিকা] New message received.
শুন্য গুহা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০৭-১০-২২ ইং।
***********************************
ওদের শুন্য গুহা
ধন রত্নে ভরা আহা !
চুর চুর , চুর রে
দুর্ণিনীতি দিলো চুম রে—
তোরা কি ঘুম ঘুম- ঘুম রে !
স্বৈরাচার দোসর ধর রে ধর রে
ওইসব এলো মেলো চুল
ভুল ভুল করিস না আর ভুল
ওরা আধ ফোঁটা ফুল
ফুটবেনা কভূ এ কূল।
ওরা মিথ্যে কথনে মহা
ওদের শুন্য গুহা
ধন রত্নে ভরা আহা !
-----------------------
Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা্ | aminulahasan372@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০৭-১০-২২ ইং।
***********************************
ওদের শুন্য গুহা
ধন রত্নে ভরা আহা !
চুর চুর , চুর রে
দুর্ণিনীতি দিলো চুম রে—
তোরা কি ঘুম ঘুম- ঘুম রে !
স্বৈরাচার দোসর ধর রে ধর রে
ওইসব এলো মেলো চুল
ভুল ভুল করিস না আর ভুল
ওরা আধ ফোঁটা ফুল
ফুটবেনা কভূ এ কূল।
ওরা মিথ্যে কথনে মহা
ওদের শুন্য গুহা
ধন রত্নে ভরা আহা !
-----------------------
Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা্ | aminulahasan372@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
[সাহিত্য কণিকা] New message received.
শুন্য গুহা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০৭-১০-২২ ইং।
***********************************
ওদের শুন্য গুহা
ধন রত্নে ভরা আহা !
চুর চুর , চুর রে
দুর্ণিনীতি দিলো চুম রে—
তোরা কি ঘুম ঘুম- ঘুম রে !
স্বৈরাচার দোসর ধর রে ধর রে
ওইসব এলো মেলো চুল
ভুল ভুল করিস না আর ভুল
ওরা আধ ফোঁটা ফুল
ফুটবেনা কভূ এ কূল।
ওরা মিথ্যে কথনে মহা
ওদের শুন্য গুহা
ধন রত্নে ভরা আহা !
-----------------------
Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০৭-১০-২২ ইং।
***********************************
ওদের শুন্য গুহা
ধন রত্নে ভরা আহা !
চুর চুর , চুর রে
দুর্ণিনীতি দিলো চুম রে—
তোরা কি ঘুম ঘুম- ঘুম রে !
স্বৈরাচার দোসর ধর রে ধর রে
ওইসব এলো মেলো চুল
ভুল ভুল করিস না আর ভুল
ওরা আধ ফোঁটা ফুল
ফুটবেনা কভূ এ কূল।
ওরা মিথ্যে কথনে মহা
ওদের শুন্য গুহা
ধন রত্নে ভরা আহা !
-----------------------
Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
[সাহিত্য কণিকা] New message received.
লাল ফুল
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০৭-১০-২২ ইং।
***********************************
রক্ত নয়, ঐক্যের ডাক দিব আজ,
সন্ত্রাস নয়, যুবাদের ভাবি আমি তাজ !
মাদক নয়, চাই না রংবাজ
পরাজয় নয়, নয় কোন দুর্ণিনীতিবাজ
আমি বিপ্লবের লাল ফুল
আমি জনতার মশাল !!
আমি শেখ মুজিবের দুরন্ত উত্তরসূরী
আমি অপোষহীন প্রতিবাদী তরবারি
আমি অবহেলিত বঞ্চিত জনতার তরী
আমি মাস্তুলের পাঞ্জেরী
রক্ত নয়, ঐক্যের ডাক দিব আজ,
সন্ত্রাস নয়, যুবাদের ভাবি আমি তাজ !
আমি বিপ্লবের লাল ফুল
আমি জনতার মশাল !!
--------------------------------------
Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০৭-১০-২২ ইং।
***********************************
রক্ত নয়, ঐক্যের ডাক দিব আজ,
সন্ত্রাস নয়, যুবাদের ভাবি আমি তাজ !
মাদক নয়, চাই না রংবাজ
পরাজয় নয়, নয় কোন দুর্ণিনীতিবাজ
আমি বিপ্লবের লাল ফুল
আমি জনতার মশাল !!
আমি শেখ মুজিবের দুরন্ত উত্তরসূরী
আমি অপোষহীন প্রতিবাদী তরবারি
আমি অবহেলিত বঞ্চিত জনতার তরী
আমি মাস্তুলের পাঞ্জেরী
রক্ত নয়, ঐক্যের ডাক দিব আজ,
সন্ত্রাস নয়, যুবাদের ভাবি আমি তাজ !
আমি বিপ্লবের লাল ফুল
আমি জনতার মশাল !!
--------------------------------------
Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
[সাহিত্য কণিকা] New message received.
হও যদি সেই শিহরণ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ০৭-১০-২২ ইং।
***********************************
ওই পাহাড়ে গোলাপ ফুটেছে,
আগুনের মতো লাল ! ও কি
ফুল না আগুন, ঠিক বুঝি না ।
কখনও শীতল কখনও তপ্ত
এগিয়ে গিয়ে পিছিয়ে আসি,
এ রূপ যে , এ ঘ্রাণ যে ছুঁয়ে যা্য়
ঠিক গভীরে. অতল গভীরে---
উঁচু বুক চিরে শুভ্র ঝর্ণা ধারায়
ধেয়ে আসে প্রবল ধেয়ে আসে
তরঙ্গ ফেনা
ভর দুপুরে গোলাপ ভেবে
ভালবাসার হাত রেখেছি
গোলাপ, তুমি এত সুন্দর ! এত কোমল !
হও যদি সেই শিহরণ, তবে
এই বেলায় আমি তুমি হারিয়ে যাব
অর্থে জলের তরঙ্গ খেলায়---
-------------------------------------
Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmai.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ০৭-১০-২২ ইং।
***********************************
ওই পাহাড়ে গোলাপ ফুটেছে,
আগুনের মতো লাল ! ও কি
ফুল না আগুন, ঠিক বুঝি না ।
কখনও শীতল কখনও তপ্ত
এগিয়ে গিয়ে পিছিয়ে আসি,
এ রূপ যে , এ ঘ্রাণ যে ছুঁয়ে যা্য়
ঠিক গভীরে. অতল গভীরে---
উঁচু বুক চিরে শুভ্র ঝর্ণা ধারায়
ধেয়ে আসে প্রবল ধেয়ে আসে
তরঙ্গ ফেনা
ভর দুপুরে গোলাপ ভেবে
ভালবাসার হাত রেখেছি
গোলাপ, তুমি এত সুন্দর ! এত কোমল !
হও যদি সেই শিহরণ, তবে
এই বেলায় আমি তুমি হারিয়ে যাব
অর্থে জলের তরঙ্গ খেলায়---
-------------------------------------
Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmai.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
[সাহিত্য কণিকা] New message received.
চুপি চুপি বলে উঠলো
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ০৬-১০-২২ ইং।
***********************************
কান পেতে শুন---কে যেন বুকের মধ্যে
ঢেউ তুলে --বিনিদ্র ঢেউ তুলে-- কান পেতে শুন
কে যেন বুকের মধ্যে শিহরণ তুলে--
দূরে যেতে চেয়েছি অনেক দূরে যেতে চেয়েছি
তবুও যাওয়া হল না তবুও যাওয়া হল না
বার বার ফিরে এসেছি পাল তুলেছি
অমৃতের মধ্য সাগরে-
তরঙ্গ সফনের অথৈ গভীরে
এখন তপ্ত জল! জোয়ারের খেলা
দু'কূল ভেসে গেছে বন্যার জলে
আজ উল্লাসে ভাসাবো ভালবাসার তরী
কান পেতে শুন---কে যেন বুকের মধ্যে
চুপি চুপি বলে উঠলো- এসো--- খুব কাছে এসো--
--------------------------------
Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ০৬-১০-২২ ইং।
***********************************
কান পেতে শুন---কে যেন বুকের মধ্যে
ঢেউ তুলে --বিনিদ্র ঢেউ তুলে-- কান পেতে শুন
কে যেন বুকের মধ্যে শিহরণ তুলে--
দূরে যেতে চেয়েছি অনেক দূরে যেতে চেয়েছি
তবুও যাওয়া হল না তবুও যাওয়া হল না
বার বার ফিরে এসেছি পাল তুলেছি
অমৃতের মধ্য সাগরে-
তরঙ্গ সফনের অথৈ গভীরে
এখন তপ্ত জল! জোয়ারের খেলা
দু'কূল ভেসে গেছে বন্যার জলে
আজ উল্লাসে ভাসাবো ভালবাসার তরী
কান পেতে শুন---কে যেন বুকের মধ্যে
চুপি চুপি বলে উঠলো- এসো--- খুব কাছে এসো--
--------------------------------
Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
[সাহিত্য কণিকা] New message received.
এ জীবন যখন
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ০৫-১০-২২ ইং।
***********************************
এ জীবন যখন রৌদ্র উজ্জ্বল- ঝলোমল,
চারিদিকে ধেয়ে আসে কত না দল-বল।
অনেক ভালোবাসার চন্দ্রিমা তুলে প্রলয়
অন্ধকার গড়ে না বিরহী তপস্যার বলয়।
তখন মনে হয় এই পৃথিবী বড় মধুময়-
এ জীবন যখন অন্ধকার ঘোরে আচ্ছন্ন
সেইসব জোনাকী পোকারা হয় অবসন্ন
কোথাও নেই প্রেমের দূরন্ত উচ্ছল
কিসের জন্য এত ভালবাসা এত উচ্ছৃঙ্খল !
রাত্রি এলেই সব আলো হয় উধাও !
অন্ধকারে মানবতার স্পর্শ্ নেই কোথাও
এ জীবন যখন রৌদ্র উজ্জ্বল- ঝলোমল,
চারিদিকে ধেয়ে আসে কত না দল-বল।
--------------------------------------
Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ০৫-১০-২২ ইং।
***********************************
এ জীবন যখন রৌদ্র উজ্জ্বল- ঝলোমল,
চারিদিকে ধেয়ে আসে কত না দল-বল।
অনেক ভালোবাসার চন্দ্রিমা তুলে প্রলয়
অন্ধকার গড়ে না বিরহী তপস্যার বলয়।
তখন মনে হয় এই পৃথিবী বড় মধুময়-
এ জীবন যখন অন্ধকার ঘোরে আচ্ছন্ন
সেইসব জোনাকী পোকারা হয় অবসন্ন
কোথাও নেই প্রেমের দূরন্ত উচ্ছল
কিসের জন্য এত ভালবাসা এত উচ্ছৃঙ্খল !
রাত্রি এলেই সব আলো হয় উধাও !
অন্ধকারে মানবতার স্পর্শ্ নেই কোথাও
এ জীবন যখন রৌদ্র উজ্জ্বল- ঝলোমল,
চারিদিকে ধেয়ে আসে কত না দল-বল।
--------------------------------------
Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
[সাহিত্য কণিকা] New message received.
রক্ত ঝরাও তবু পাশাপাশি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ০৫-১০-২২ ইং।
***********************************
কি সুন্দর তুমি ! কি ইস্পাত কঠিন
কি অট্টহাসি তোমার! কি নিষ্ঠুর প্রাণ !
কি দেখালে তুমি ? রৌদ্র-কঠিন
ভিতরটা জ্বলে পুড়ে ছাই দগ্ধ শ্মশাান।
গ্রীষ্মের মত প্রখর খরা নির্দ্য় পাষাণ
রক্ত ঝরাও তবু পাশাপাশি
অভিনয় করো, ভালবাস ছদ্মবেশী
কি সুন্দর তুমি ! বিশীর্ণ মরা ডালে
রক্তিম বর্ণে জেগে উঠে ফুলে ফুলে
তবু তুমি ভালবাসার উপমা- নম্র আগুন
কি সুন্দর তুমি ! কি নিষ্ঠুর প্রাণ !
রক্ত ঝরাও তবু পাশাপাশি
এত তুচ্ছতা তবু ভালবাসি।
-------------------------------------
Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ০৫-১০-২২ ইং।
***********************************
কি সুন্দর তুমি ! কি ইস্পাত কঠিন
কি অট্টহাসি তোমার! কি নিষ্ঠুর প্রাণ !
কি দেখালে তুমি ? রৌদ্র-কঠিন
ভিতরটা জ্বলে পুড়ে ছাই দগ্ধ শ্মশাান।
গ্রীষ্মের মত প্রখর খরা নির্দ্য় পাষাণ
রক্ত ঝরাও তবু পাশাপাশি
অভিনয় করো, ভালবাস ছদ্মবেশী
কি সুন্দর তুমি ! বিশীর্ণ মরা ডালে
রক্তিম বর্ণে জেগে উঠে ফুলে ফুলে
তবু তুমি ভালবাসার উপমা- নম্র আগুন
কি সুন্দর তুমি ! কি নিষ্ঠুর প্রাণ !
রক্ত ঝরাও তবু পাশাপাশি
এত তুচ্ছতা তবু ভালবাসি।
-------------------------------------
Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
[সাহিত্য কণিকা] New message received.
রক্ত ঝরাও তবু পাশাপাশি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ০৫-১০-২২ ইং।
***********************************
কি সুন্দর তুমি ! কি ইস্পাত কঠিন
কি অট্টহাসি তোমার! কি নিষ্ঠুর প্রাণ !
কি দেখালে তুমি ? রৌদ্র-কঠিন
ভিতরটা জ্বলে পুড়ে ছাই দগ্ধ শ্মশাান।
গ্রীষ্মের মত প্রখর খরা নির্দ্য় পাষাণ
রক্ত ঝরাও তবু পাশাপাশি
অভিনয় করো, ভালবাস ছদ্মবেশী
কি সুন্দর তুমি ! বিশীর্ণ মরা ডালে
রক্তিম বর্ণে জেগে উঠে ফুলে ফুলে
তবু তুমি ভালবাসার উপমা- নম্র আগুন
কি সুন্দর তুমি ! কি নিষ্ঠুর প্রাণ !
রক্ত ঝরাও তবু পাশাপাশি
এত তুচ্ছতা তবু ভালবাসি।
-------------------------------------
Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ০৫-১০-২২ ইং।
***********************************
কি সুন্দর তুমি ! কি ইস্পাত কঠিন
কি অট্টহাসি তোমার! কি নিষ্ঠুর প্রাণ !
কি দেখালে তুমি ? রৌদ্র-কঠিন
ভিতরটা জ্বলে পুড়ে ছাই দগ্ধ শ্মশাান।
গ্রীষ্মের মত প্রখর খরা নির্দ্য় পাষাণ
রক্ত ঝরাও তবু পাশাপাশি
অভিনয় করো, ভালবাস ছদ্মবেশী
কি সুন্দর তুমি ! বিশীর্ণ মরা ডালে
রক্তিম বর্ণে জেগে উঠে ফুলে ফুলে
তবু তুমি ভালবাসার উপমা- নম্র আগুন
কি সুন্দর তুমি ! কি নিষ্ঠুর প্রাণ !
রক্ত ঝরাও তবু পাশাপাশি
এত তুচ্ছতা তবু ভালবাসি।
-------------------------------------
Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
[সাহিত্য কণিকা] New message received.
লাল গোলাপ ফুল
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ০৫-১০-২২ ইং।
***********************************
আমি দেখলাম, লাল গোলাপ ফুল !
অপলক তাকিয়ে উড়াচ্ছে চুল !
এ কি সুরভী ! এ কি তার ডানা
রৌদ্রের আলোটা পড়তেই হেসে উঠল
রক্তিম হয়ে গেল চঞ্চলা শরীর উথরোল
মধুময় ধারা নেমে আসল
ঝর্ণা প্রবাহের মতো নদী সাগর জলে
সমুদ্রের তরঙ্গ সফেনে নৃত্য দোলে
আমি বললাম, এ কি শব্দ কল কল !
লাজুক হেসে এত কাছে ? এত ছল !
গোলাপ বলল, না না, এটা ঠিকই
এটা ভালবাসার স্বর্গিয় জল।
যেটা তুমি আমি ভালবাসি গভীর স্পন্দনে
এ সুবাস এ রূপ লাবন্য্ পুলক শিরহনে
লাল গোলাপ ফুল হয়ে এসেছি-
তোমাকে পেয়েছি- অফুরান ভালবেসেছি—
----------------------------------
Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ০৫-১০-২২ ইং।
***********************************
আমি দেখলাম, লাল গোলাপ ফুল !
অপলক তাকিয়ে উড়াচ্ছে চুল !
এ কি সুরভী ! এ কি তার ডানা
রৌদ্রের আলোটা পড়তেই হেসে উঠল
রক্তিম হয়ে গেল চঞ্চলা শরীর উথরোল
মধুময় ধারা নেমে আসল
ঝর্ণা প্রবাহের মতো নদী সাগর জলে
সমুদ্রের তরঙ্গ সফেনে নৃত্য দোলে
আমি বললাম, এ কি শব্দ কল কল !
লাজুক হেসে এত কাছে ? এত ছল !
গোলাপ বলল, না না, এটা ঠিকই
এটা ভালবাসার স্বর্গিয় জল।
যেটা তুমি আমি ভালবাসি গভীর স্পন্দনে
এ সুবাস এ রূপ লাবন্য্ পুলক শিরহনে
লাল গোলাপ ফুল হয়ে এসেছি-
তোমাকে পেয়েছি- অফুরান ভালবেসেছি—
----------------------------------
Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
[সাহিত্য কণিকা] New message received.
অনুপমা সঞ্চারি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৯-০৯-২২ ইং।
***********************************
হে ব্যাকুল প্রাণের অনুপমা সঞ্চারি !
তুমি নহে শুধু জগতের অরূপা নারী ।
শত নরের কল্প বাসরে উথরোল উপমা
ফুলের মধুময় পাঁপড়ির সুবাসিত মহিমা
অশান্ত তরঙ্গ হতে বয়ে চলা সফেন–নদী
কখনো উত্তাল কখনো শান্ত আজোবদি--
কি এক রহস্য ঘেরা তোমাদের ভূষণ !
কে জেনেছে বলো ? কে বুঝেছে এ উত্তরণ !
কত বর্ণ, কত গন্ধ, কত রূপ চেতনা !
তবু নর ভালবাসে - খুঁজে নেয় প্রেষণা
শুধু তুমি বুঝনা শুধু তোমরা বুঝনা
এক নির্দ্য় অনলে কত নরের যাতনা।
নারীরে ভালবেসে নর খুলেছে আবরণ
হদয়ে হৃদয়ে করেছে স্বর্গিয় আলাপন।
হে ব্যাকুল প্রাণের অনুপমা সঞ্চারি !
তুমি নহে শুধু জগতের অরূপা নারী ।
----------------------------------
Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৯-০৯-২২ ইং।
***********************************
হে ব্যাকুল প্রাণের অনুপমা সঞ্চারি !
তুমি নহে শুধু জগতের অরূপা নারী ।
শত নরের কল্প বাসরে উথরোল উপমা
ফুলের মধুময় পাঁপড়ির সুবাসিত মহিমা
অশান্ত তরঙ্গ হতে বয়ে চলা সফেন–নদী
কখনো উত্তাল কখনো শান্ত আজোবদি--
কি এক রহস্য ঘেরা তোমাদের ভূষণ !
কে জেনেছে বলো ? কে বুঝেছে এ উত্তরণ !
কত বর্ণ, কত গন্ধ, কত রূপ চেতনা !
তবু নর ভালবাসে - খুঁজে নেয় প্রেষণা
শুধু তুমি বুঝনা শুধু তোমরা বুঝনা
এক নির্দ্য় অনলে কত নরের যাতনা।
নারীরে ভালবেসে নর খুলেছে আবরণ
হদয়ে হৃদয়ে করেছে স্বর্গিয় আলাপন।
হে ব্যাকুল প্রাণের অনুপমা সঞ্চারি !
তুমি নহে শুধু জগতের অরূপা নারী ।
----------------------------------
Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
[সাহিত্য কণিকা] New message received.
মুক্তির পতাকা পিষ্ট
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ৩০-০৯-২২ ইং।
***********************************
বাঁশের প্রদর্শনী জাতি কি দেখতে পাও ?
গণতন্ত্রের মূল মন্ত্র উধাও !
পীছ ঢালা রাজপথে একি দেখি কম্পন !
মুক্তির পতাকা পিষ্ট- লক্ষ শহীদের ক্রন্দন।
প্রতিবাদের অন্তরালে প্রহসনের লাঠি বাঁশ
লগি বৈঠা অগ্নি সন্ত্রাস আশ-পাশ
এ মিছিলে আছে মীরজাফরের জাল
ওগো দেশ প্রেমিক একি তোমাদের হাল
যে গণতন্ত্র জনতা হতে দূরে – বহুদূরে
সে লগি বৈঠা বাঁশ ডাকে অজস্র মৃত্যুরে
এতো নয় কোন প্রতিবাদ
এতো এক উস্কানি সন্ত্রাসবাদ ।
ওইসব ক্ষমতা লোভীদের শিখর চূড়ায়
বাঁশের মিছিলে মুক্তির পতাকা পুড়ায়।
এ এক দেশ প্রেমিকের রক্ত রক্ষণ
এ এক দেশ দ্রোহীদের কুট জাল বুঁনন
পীছ ঢালা রাজপথে একি দেখি কম্পন !
মুক্তির পতাকা পিষ্ট- লক্ষ শহীদের ক্রন্দন।
-------------------------------------
Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ৩০-০৯-২২ ইং।
***********************************
বাঁশের প্রদর্শনী জাতি কি দেখতে পাও ?
গণতন্ত্রের মূল মন্ত্র উধাও !
পীছ ঢালা রাজপথে একি দেখি কম্পন !
মুক্তির পতাকা পিষ্ট- লক্ষ শহীদের ক্রন্দন।
প্রতিবাদের অন্তরালে প্রহসনের লাঠি বাঁশ
লগি বৈঠা অগ্নি সন্ত্রাস আশ-পাশ
এ মিছিলে আছে মীরজাফরের জাল
ওগো দেশ প্রেমিক একি তোমাদের হাল
যে গণতন্ত্র জনতা হতে দূরে – বহুদূরে
সে লগি বৈঠা বাঁশ ডাকে অজস্র মৃত্যুরে
এতো নয় কোন প্রতিবাদ
এতো এক উস্কানি সন্ত্রাসবাদ ।
ওইসব ক্ষমতা লোভীদের শিখর চূড়ায়
বাঁশের মিছিলে মুক্তির পতাকা পুড়ায়।
এ এক দেশ প্রেমিকের রক্ত রক্ষণ
এ এক দেশ দ্রোহীদের কুট জাল বুঁনন
পীছ ঢালা রাজপথে একি দেখি কম্পন !
মুক্তির পতাকা পিষ্ট- লক্ষ শহীদের ক্রন্দন।
-------------------------------------
Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
[সাহিত্য কণিকা] New message received.
এখনো বাঙালির বুকে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ৩০-০৯-২২ ইং।
***********************************
ক্ষমতার মোহে নিরপেক্ষতা দেখেনি বাংলায় !
যে যার মত ব্যাখায় চলেছি আপন সূধায়
মত পথের ভিন্নতায়
কিংবা ক্ষমতা লোভীদের অভিপ্রায়
বাঙালির গর্বিত পতাকা- লক্ষ্ শহীদের রক্ত
মত পথের ভিন্নতায় দ্বিধা বিভক্ত !!
অথচ মুক্তির নিশান এক এবং অভিন্ন
তবে কেন এতো ছিন্ন ভিন্ন ?
এ ছদ্মবেশী দেশ প্রেম কবে যাবে অবকাশে ?
কবে উড়বে সাম্যের পতাকা বসন্তবাতাসে !
এখনো বাঙালির বুকে পরাজয়ের দীর্ঘশ্বাস !!
ঝরা বকুলের বিরহী কান্না আকাশ- বাতাস
চারিদিকে ছদ্মবেশী দেশ প্রেমের নগ্ন উল্লাস
জনতার মুক্তি নেই আর হরষ বরষ
যে দিয়েছিল মুক্তি যুদ্ধের শিরোনাম
যে লিখেছিল স্বাধীন বাংলাদেশের নাম
সেতো লাল সবুজের জ্যোতি- মৃত্যুঞ্জয় !
এখনো বাঙালির বুকে তা্রই সূর্য্দয় ।
ক্ষমতার মোহে নিরপেক্ষতা দেখেনি বাংলায় !
যে যার মত ব্যাখায় চলেছি আপন সূধায়----
---------------------------------------
Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ৩০-০৯-২২ ইং।
***********************************
ক্ষমতার মোহে নিরপেক্ষতা দেখেনি বাংলায় !
যে যার মত ব্যাখায় চলেছি আপন সূধায়
মত পথের ভিন্নতায়
কিংবা ক্ষমতা লোভীদের অভিপ্রায়
বাঙালির গর্বিত পতাকা- লক্ষ্ শহীদের রক্ত
মত পথের ভিন্নতায় দ্বিধা বিভক্ত !!
অথচ মুক্তির নিশান এক এবং অভিন্ন
তবে কেন এতো ছিন্ন ভিন্ন ?
এ ছদ্মবেশী দেশ প্রেম কবে যাবে অবকাশে ?
কবে উড়বে সাম্যের পতাকা বসন্তবাতাসে !
এখনো বাঙালির বুকে পরাজয়ের দীর্ঘশ্বাস !!
ঝরা বকুলের বিরহী কান্না আকাশ- বাতাস
চারিদিকে ছদ্মবেশী দেশ প্রেমের নগ্ন উল্লাস
জনতার মুক্তি নেই আর হরষ বরষ
যে দিয়েছিল মুক্তি যুদ্ধের শিরোনাম
যে লিখেছিল স্বাধীন বাংলাদেশের নাম
সেতো লাল সবুজের জ্যোতি- মৃত্যুঞ্জয় !
এখনো বাঙালির বুকে তা্রই সূর্য্দয় ।
ক্ষমতার মোহে নিরপেক্ষতা দেখেনি বাংলায় !
যে যার মত ব্যাখায় চলেছি আপন সূধায়----
---------------------------------------
Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
[সাহিত্য কণিকা] New message received.
যে প্রাণ চঞ্চলা ছিল
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ০ ১-১০-২২ ইং।
***********************************
সদা যে প্রাণ চঞ্চলা ছিল এ বিশ্বলোক,
সে প্রাণে আজ বিপুল বিরহের শোক !
এক শুন্যতার মিছিল ঘিরে আছে এ প্রাণে
আগুনের লেলিহান শিখা প্রচন্ড দহনে
তবু রজনী গন্ধার বৃন্তখানি
শুভ্রতার ডানা মেলে জাগেনি
রক্ত জবা ফুটেছে টুকটুকে লাল
রক্ত ক্ষরণের তরঙ্গ তুলেছে কণিকার দল
প্রচন্ড আঘাত দেয় আমবস্যার রাতে
রাত্রির পরীরা উল্লাসে মেতে উঠে তাতে !
কি এক ছলনার ফুল !
প্রেমের বাগানে ফুটে আছে দল বল ।
হে নিরুপমা- হে ঐশ্বর্যবান
যে অনুভবে তুমি ছিলে তা তোমারই দান।
তবু কেন নাই আজ প্রেমের জোনাকী ?
তরঙ্গের মুহূর্তগুলো বড় একাকী –বড় একাকী!
সদা যে প্রাণ চঞ্চলা ছিল এ বিশ্বলোক,
সে প্রাণে আজ বিপুল বিরহের শোক !
------------------------------------
Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ০ ১-১০-২২ ইং।
***********************************
সদা যে প্রাণ চঞ্চলা ছিল এ বিশ্বলোক,
সে প্রাণে আজ বিপুল বিরহের শোক !
এক শুন্যতার মিছিল ঘিরে আছে এ প্রাণে
আগুনের লেলিহান শিখা প্রচন্ড দহনে
তবু রজনী গন্ধার বৃন্তখানি
শুভ্রতার ডানা মেলে জাগেনি
রক্ত জবা ফুটেছে টুকটুকে লাল
রক্ত ক্ষরণের তরঙ্গ তুলেছে কণিকার দল
প্রচন্ড আঘাত দেয় আমবস্যার রাতে
রাত্রির পরীরা উল্লাসে মেতে উঠে তাতে !
কি এক ছলনার ফুল !
প্রেমের বাগানে ফুটে আছে দল বল ।
হে নিরুপমা- হে ঐশ্বর্যবান
যে অনুভবে তুমি ছিলে তা তোমারই দান।
তবু কেন নাই আজ প্রেমের জোনাকী ?
তরঙ্গের মুহূর্তগুলো বড় একাকী –বড় একাকী!
সদা যে প্রাণ চঞ্চলা ছিল এ বিশ্বলোক,
সে প্রাণে আজ বিপুল বিরহের শোক !
------------------------------------
Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
[সাহিত্য কণিকা] New message received.
সেই সুখভরা বুকে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ০৩-১০-২০২০ ইং
**********************
এইতো কয়দিন হল তুমি এসেছো প্রীতি,
তবে এত সহজেই কেন হয়ে গেলে স্মৃতি ?
এই দেহ এই প্রাণ এখনো তরঙ্গ দুলে
তোমাকে খুঁজে তোমাকে চায় বসন্ত ফুলে।
এতো ব্যাদনা তবু সুখ আছে ও নয়নে
তুমি এসেছিলে, ভালবেসেছিলে ঘ্রাণে ঘ্রাণে
মেলেছিলে ফুলের ডানা চাঁদের আলোক
তবু কেন তরঙ্গ জলে মরু খরা শোক !
এতো কাছে তবু যেন শত বিরহের ব্যাথা
সেই হাসি সেই অশ্রু সেই সব কথা
এত সহজেই কেন হয়ে গেলে স্মৃতি ?
এইতো কয়দিন হল তুমি এসেছো প্রীতি
এসেছিলে তুমি হয়েছিলে প্রণয়ের লাজ,
সেই সুখভরা বুকে আগুন জ্বালালে আজ।
এতো কাছে তবু সুদূরে হয়েছো বিলীন
ওগো এখনো চেয়ে আছি অবিরত নিশিদিন।
--------------------------------
Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ০৩-১০-২০২০ ইং
**********************
এইতো কয়দিন হল তুমি এসেছো প্রীতি,
তবে এত সহজেই কেন হয়ে গেলে স্মৃতি ?
এই দেহ এই প্রাণ এখনো তরঙ্গ দুলে
তোমাকে খুঁজে তোমাকে চায় বসন্ত ফুলে।
এতো ব্যাদনা তবু সুখ আছে ও নয়নে
তুমি এসেছিলে, ভালবেসেছিলে ঘ্রাণে ঘ্রাণে
মেলেছিলে ফুলের ডানা চাঁদের আলোক
তবু কেন তরঙ্গ জলে মরু খরা শোক !
এতো কাছে তবু যেন শত বিরহের ব্যাথা
সেই হাসি সেই অশ্রু সেই সব কথা
এত সহজেই কেন হয়ে গেলে স্মৃতি ?
এইতো কয়দিন হল তুমি এসেছো প্রীতি
এসেছিলে তুমি হয়েছিলে প্রণয়ের লাজ,
সেই সুখভরা বুকে আগুন জ্বালালে আজ।
এতো কাছে তবু সুদূরে হয়েছো বিলীন
ওগো এখনো চেয়ে আছি অবিরত নিশিদিন।
--------------------------------
Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
[সাহিত্য কণিকা] New message received.
অপলক চেয়ে থাকো
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ০৪-১০-২০২০ ইং
**********************
অপলক চেয়ে থাকো উঁচু করে আঁখি
ডানা মেলে দাও হৃদয়ের যত পাখি!
উত্তাল হয়ে গেল তরঙ্গ, জলকলস্বর
মুহূর্তে ব্যাকুল হয়ে গেল,দেহ- অন্তর
গভীরে ভালোবাসা জাগল ধীরে ধীরে
নিস্তরঙ্গ তটিনীর জনশূন্য তীরে
এখন পিপাসা প্রাণে অযুত শুন্যতায়
যদি একটু জল দিতে ভালোবাসার মুর্ছনায়
সেইক্ষণে সঙ্গী হতাম নিরব নির্জন
তুমি হতে স্বর্গীয় প্রথম চুম্বন
দেহ অন্তরে উঠত বাজি পুলক শিরহণ তখনি
পৃথিবী জেনে যেত ভালোবাসার অমর ধ্বনি।
অমৃতের রোমাঞ্চলোক উঠত শিহরি
আজ কেন চক্ষে এল অশ্রুজল ভরি ?
অপলক চেয়ে থাকো উঁচু করে আঁখি
ডানা মেলে দাও হৃদয়ের যত পাখি!
---------------------------------
Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ০৪-১০-২০২০ ইং
**********************
অপলক চেয়ে থাকো উঁচু করে আঁখি
ডানা মেলে দাও হৃদয়ের যত পাখি!
উত্তাল হয়ে গেল তরঙ্গ, জলকলস্বর
মুহূর্তে ব্যাকুল হয়ে গেল,দেহ- অন্তর
গভীরে ভালোবাসা জাগল ধীরে ধীরে
নিস্তরঙ্গ তটিনীর জনশূন্য তীরে
এখন পিপাসা প্রাণে অযুত শুন্যতায়
যদি একটু জল দিতে ভালোবাসার মুর্ছনায়
সেইক্ষণে সঙ্গী হতাম নিরব নির্জন
তুমি হতে স্বর্গীয় প্রথম চুম্বন
দেহ অন্তরে উঠত বাজি পুলক শিরহণ তখনি
পৃথিবী জেনে যেত ভালোবাসার অমর ধ্বনি।
অমৃতের রোমাঞ্চলোক উঠত শিহরি
আজ কেন চক্ষে এল অশ্রুজল ভরি ?
অপলক চেয়ে থাকো উঁচু করে আঁখি
ডানা মেলে দাও হৃদয়ের যত পাখি!
---------------------------------
Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
তুমি তাকালেই কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তুমি তাকালেই
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১১-০৯-২০২২ ইং
**************************
তুমি তাকালেই কেমন যেন হয়ে যাই!
শিরা উপশিরা গুলোর কম্পন শুনতে পাই।
শিহরিত হয়ে উঠি কি এক বৃথা রোদনে
নেচে উঠে রোমাঞ্চিত মন বিপ্লবী উদ্ধোধনে।
কিন্তু কোথায় যেন জোয়ারে দোলে প্লাবন
তীব্র বেগ রক্তিম পথ গহিন অনুধাবন।
তবু প্রবল উচ্ছাস এ মনের সিংহাসন-
যদি হতে এ রাজ্যের পুলক-শিরহণ !
তুমি তাকালেই কেমন যেন হয়ে যাই!
আর নাহি আপনাকে খোঁজে পাই----
---------------------------------
Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১১-০৯-২০২২ ইং
**************************
তুমি তাকালেই কেমন যেন হয়ে যাই!
শিরা উপশিরা গুলোর কম্পন শুনতে পাই।
শিহরিত হয়ে উঠি কি এক বৃথা রোদনে
নেচে উঠে রোমাঞ্চিত মন বিপ্লবী উদ্ধোধনে।
কিন্তু কোথায় যেন জোয়ারে দোলে প্লাবন
তীব্র বেগ রক্তিম পথ গহিন অনুধাবন।
তবু প্রবল উচ্ছাস এ মনের সিংহাসন-
যদি হতে এ রাজ্যের পুলক-শিরহণ !
তুমি তাকালেই কেমন যেন হয়ে যাই!
আর নাহি আপনাকে খোঁজে পাই----
---------------------------------
Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
বীরাঙ্গনা বলছি! আহবাব হাসনাত লাবিব।
বীরাঙ্গনা বলছি!
আহবাব হাসনাত লাবিব।
এই বাড়িটা পিতৃহারা ফেলে দীর্ঘশ্বাস,
এই বাড়িটা অশ্রুলেখা রক্তাক্ত মাস।
এই বাড়িতে রয়েছে দেখো স্মৃতি অবিরাম,
এই বাড়িতে কোণায় কোণায় বঙ্গবন্ধুর নাম।
এই বাড়িতে উঠেছিল সূর্যহীন ভোর,
এই বাড়িতে বাজে শুনো জয় বাংলার স্বর।
এই বাড়িতে শহিদ হয় ইতিহাসের ভারি লাশ,
এই বাড়িতে দেশের স্বপ্ন হয় সর্বনাশ।
এই বাড়িতে পাবে দেখো আমার কন্ঠ স্বর,
এই বাড়িতে আছে দেখো শেখ মুজিবুর।
এই বাড়িতে পাবে দেখো আমার অশ্রুজল,
এই বাড়িটা চিরকাল প্রেরণা অবিচল।
এই বাড়িটা আমার কাছে রক্তাক্ত হিমালয়!
এই বাড়িটা আমার কাছে আমার পরিচয়।
Regards,
AHBAB HASNAT LABIB | ahbabhasnat07@email.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
আহবাব হাসনাত লাবিব।
এই বাড়িটা পিতৃহারা ফেলে দীর্ঘশ্বাস,
এই বাড়িটা অশ্রুলেখা রক্তাক্ত মাস।
এই বাড়িতে রয়েছে দেখো স্মৃতি অবিরাম,
এই বাড়িতে কোণায় কোণায় বঙ্গবন্ধুর নাম।
এই বাড়িতে উঠেছিল সূর্যহীন ভোর,
এই বাড়িতে বাজে শুনো জয় বাংলার স্বর।
এই বাড়িতে শহিদ হয় ইতিহাসের ভারি লাশ,
এই বাড়িতে দেশের স্বপ্ন হয় সর্বনাশ।
এই বাড়িতে পাবে দেখো আমার কন্ঠ স্বর,
এই বাড়িতে আছে দেখো শেখ মুজিবুর।
এই বাড়িতে পাবে দেখো আমার অশ্রুজল,
এই বাড়িটা চিরকাল প্রেরণা অবিচল।
এই বাড়িটা আমার কাছে রক্তাক্ত হিমালয়!
এই বাড়িটা আমার কাছে আমার পরিচয়।
Regards,
AHBAB HASNAT LABIB | ahbabhasnat07@email.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
দর্পণ প্রনব ঘোষ
দর্পণ
প্রনব ঘোষ
তোমায় আমি দেখেছিলেম হঠাৎ
অন্ধ গলির শেষে ভাঙা বাড়ি,
খোলা জানলার ফাঁক দিয়ে আয়নায়
দেখি তোমার পরনে লাল শাড়ি।
আয়নাতে ঐ মুখটা তোমার দেখি
জ্বলজ্বলে রূপ, পটলচেরা আঁখি
মুক্তকেশী চুল গুলি সব বুকের উপরে
মুক্তাদানা জমেছে যেনো রাঙা অধরে!
পড়লো যখন হঠাৎ চোখে চোখ—
লজ্জায় রাঙা হলো যেনো রক্তজবা মুখ
সহসা আমার হার্টবিটটা দ্রুতগামী হলো
মন ছুটিল— পা দু'খানি স্থির তবু ছিলো।
হঠাৎ যখন তোমার কথা মনেতে উঠিল
তাকিয়ে দেখি শূন্য ঘর অস্পষ্ট আলো—
তখন আমি আত্নহারায় দেখি উদাস মনে
পড়ে আছে মুখখানি মোর ভাঙা দর্পণে।
Regards,
প্রনব ঘোষ | s.pronabkg@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
প্রনব ঘোষ
তোমায় আমি দেখেছিলেম হঠাৎ
অন্ধ গলির শেষে ভাঙা বাড়ি,
খোলা জানলার ফাঁক দিয়ে আয়নায়
দেখি তোমার পরনে লাল শাড়ি।
আয়নাতে ঐ মুখটা তোমার দেখি
জ্বলজ্বলে রূপ, পটলচেরা আঁখি
মুক্তকেশী চুল গুলি সব বুকের উপরে
মুক্তাদানা জমেছে যেনো রাঙা অধরে!
পড়লো যখন হঠাৎ চোখে চোখ—
লজ্জায় রাঙা হলো যেনো রক্তজবা মুখ
সহসা আমার হার্টবিটটা দ্রুতগামী হলো
মন ছুটিল— পা দু'খানি স্থির তবু ছিলো।
হঠাৎ যখন তোমার কথা মনেতে উঠিল
তাকিয়ে দেখি শূন্য ঘর অস্পষ্ট আলো—
তখন আমি আত্নহারায় দেখি উদাস মনে
পড়ে আছে মুখখানি মোর ভাঙা দর্পণে।
Regards,
প্রনব ঘোষ | s.pronabkg@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
ছড়াঃ সময়ের দর্পণ -----রাসেল আদিত্য
ছড়াঃ সময়ের দর্পণ
-----রাসেল আদিত্য
ইদানিংকালে বাস্তবতা দর্শনে আমি
আশাহত হয়ে আতংকে পতিত হই,
অনাগত আগামীর কালো চোখ রাঙায়
প্রাণপনে খুঁজি আলো তুমি কই?
নিজেকে নিয়ে নেই ভাবনা ভাবি
দেশ আর ভবিষ্যত প্রজন্ম নিয়ে,
ওঁদের জীবন যাপন যোগ্য দেশ আর
প্রকৃত সভ্যতা কি পারবো যেতে দিয়ে?
সভ্য তো আমরা কাগজ-কলমে আর
লজ্জা নিবারনে বস্ত্র পরিধানে সীমাবদ্ধ আজো,
যাপিত জীবনে আমি সাধু আবার আমিই কসাই
খেলছি যেনো যেমন খুশি তেমন সাঁজো।
ব্যস্ত আমরা কেবল নিজেকে নিয়ে
অমানবিকতা আর মিথ্যাই স্বাভাবিকতা,
সম্পর্কগুলো যেনো কাঁচের দেয়াল এখন
সামান্যতেই ভাঙে ভাবেনা সন্তানের কথা।
প্রেম-ভালোবাসার কথা বলবো কি আর
বদলে গেছে সংজ্ঞা, অনুভূতি, ধরন,
বিছানা ভালোবাসা প্রমানের জায়গা
এক কথায় প্রেম মানে সতিত্ব হরণ!
নগ্নতা আর অসভ্যতা নিয়েছে দখল
ভবিষ্যত প্রজন্মের মন মানসিকতার,
দশ-বারো বছরের ছেলেমেয়েরাও জানে
মানে কি আদিম উন্মত্ততার?
অনেক মূল্যের বিনিময়ে স্বাধীনতা অথচ
আমাদের নেইতো দেশপ্রেমের বালাই,
বছরে কেবল চারদিন মোরা বাঙালী সাঁজি
বাকি ৩৬১দিনই ভিনদেশী কালচারে ফালাই।
কোথাও নেই দৃশ্যমান আলোর রেখা
নৈতিকতা -আদর্শ পাঠিয়েছি জাদুঘরে,
আজো বেঁচে থাকা বীর মুক্তিযোদ্ধাগণ
এসব দেখে ডুকরে কেঁদে মরে!
নারী জাতির বন্দনাতে সদা সরব ছিলাম
মা-বোন-স্ত্রী-কন্যা সব মায়ারাই নারী,
ওসব এখন কল্পকথা কেবল সময়ের
শ্লোগান"নারী,আমরা সবই পারি"!
বাস্তবিকই পারে তাঁরা আছে বহু নজির
স্বার্থপরতায় আশ্রয় নেয় তাঁরা ছলনা ধোঁকাবাজির,
পরকীয়ার টানে এমনকি সন্তান হন্তারক হয়
এখন নারীরা নেতিবাচক রুপে মিডিয়ায় হয় হাজির।
নারী-পুরুষ সবাই যদি উল্টো পথে চলে
এসব হলে পতনের লক্ষ্মণ ধর্ম সেটাই বলে,
করোনা আজাবেও মোদের হুঁশ হচ্ছেনা কারো
ধেয়ে আসা বিপর্যয় থেকে মুক্তির পথটা বলতে কি কেউ পারো???
Regards,
Rasel Aditta | mujahidulislamrasel660@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
-----রাসেল আদিত্য
ইদানিংকালে বাস্তবতা দর্শনে আমি
আশাহত হয়ে আতংকে পতিত হই,
অনাগত আগামীর কালো চোখ রাঙায়
প্রাণপনে খুঁজি আলো তুমি কই?
নিজেকে নিয়ে নেই ভাবনা ভাবি
দেশ আর ভবিষ্যত প্রজন্ম নিয়ে,
ওঁদের জীবন যাপন যোগ্য দেশ আর
প্রকৃত সভ্যতা কি পারবো যেতে দিয়ে?
সভ্য তো আমরা কাগজ-কলমে আর
লজ্জা নিবারনে বস্ত্র পরিধানে সীমাবদ্ধ আজো,
যাপিত জীবনে আমি সাধু আবার আমিই কসাই
খেলছি যেনো যেমন খুশি তেমন সাঁজো।
ব্যস্ত আমরা কেবল নিজেকে নিয়ে
অমানবিকতা আর মিথ্যাই স্বাভাবিকতা,
সম্পর্কগুলো যেনো কাঁচের দেয়াল এখন
সামান্যতেই ভাঙে ভাবেনা সন্তানের কথা।
প্রেম-ভালোবাসার কথা বলবো কি আর
বদলে গেছে সংজ্ঞা, অনুভূতি, ধরন,
বিছানা ভালোবাসা প্রমানের জায়গা
এক কথায় প্রেম মানে সতিত্ব হরণ!
নগ্নতা আর অসভ্যতা নিয়েছে দখল
ভবিষ্যত প্রজন্মের মন মানসিকতার,
দশ-বারো বছরের ছেলেমেয়েরাও জানে
মানে কি আদিম উন্মত্ততার?
অনেক মূল্যের বিনিময়ে স্বাধীনতা অথচ
আমাদের নেইতো দেশপ্রেমের বালাই,
বছরে কেবল চারদিন মোরা বাঙালী সাঁজি
বাকি ৩৬১দিনই ভিনদেশী কালচারে ফালাই।
কোথাও নেই দৃশ্যমান আলোর রেখা
নৈতিকতা -আদর্শ পাঠিয়েছি জাদুঘরে,
আজো বেঁচে থাকা বীর মুক্তিযোদ্ধাগণ
এসব দেখে ডুকরে কেঁদে মরে!
নারী জাতির বন্দনাতে সদা সরব ছিলাম
মা-বোন-স্ত্রী-কন্যা সব মায়ারাই নারী,
ওসব এখন কল্পকথা কেবল সময়ের
শ্লোগান"নারী,আমরা সবই পারি"!
বাস্তবিকই পারে তাঁরা আছে বহু নজির
স্বার্থপরতায় আশ্রয় নেয় তাঁরা ছলনা ধোঁকাবাজির,
পরকীয়ার টানে এমনকি সন্তান হন্তারক হয়
এখন নারীরা নেতিবাচক রুপে মিডিয়ায় হয় হাজির।
নারী-পুরুষ সবাই যদি উল্টো পথে চলে
এসব হলে পতনের লক্ষ্মণ ধর্ম সেটাই বলে,
করোনা আজাবেও মোদের হুঁশ হচ্ছেনা কারো
ধেয়ে আসা বিপর্যয় থেকে মুক্তির পথটা বলতে কি কেউ পারো???
Regards,
Rasel Aditta | mujahidulislamrasel660@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
কাব্যময় বিশ্বপ্রকৃতি ও প্রতিক্রিয়া রচনায়, সৈয়দ জালাল আহমেদ চৌধুরী
কাব্যময় বিশ্বপ্রকৃতি ও প্রতিক্রিয়া
রচনায়, সৈয়দ জালাল আহমেদ চৌধুরী
সবুজে সবুজে মিলামিলি করে
আহা! কতইনা সুন্দর প্রকৃতি।
বাতাস আসিলে গড়াগড়ি করে
আহা! কতইনা মধুর দিবারাতি।
কবিতা লিখতে গিয়ে মনের দরজায় অন্যরকম গদ্যানুভূতি জেগে উঠলো। আর তাহলো, এই
চার লাইন লিখার পর পড়ে ভাবি - আজ আমাদের বিশ্ব প্রকৃতি কেন এত নাজেহাল
অবস্থায় আছে! হ্যাঁ, তার অবশ্যাম্ভাবী কারণগুলো হলো কোথাও না কোথাও বোমাবাজি,
করোনার থাবা, প্রবল ঘূর্ণীঝড়ের থাবা এবং সন্ত্রাসী হামলার কারণে আজ
বিশ্বপ্রকৃতিতে এরূপ অধর্ম প্রতিক্রিয়া বিরাজ করছে। তাই আসুন, আমরা সুমহান
স্রষ্টাকে বেশী বেশী করে ডাকি, রীতিমত প্রার্থনা করি, অপছন্দনীয় কর্মের জন্য
স্রষ্টার কাছে ক্ষমা চাই আর দোয়া করি - আল্লাহ যেন এই কাব্যময় বিশ্ব প্রকৃতি
আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন।
Regards,
Syed Jalal Ahmed Chowdhury | syedjalalahmedchowdhury786@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
রচনায়, সৈয়দ জালাল আহমেদ চৌধুরী
সবুজে সবুজে মিলামিলি করে
আহা! কতইনা সুন্দর প্রকৃতি।
বাতাস আসিলে গড়াগড়ি করে
আহা! কতইনা মধুর দিবারাতি।
কবিতা লিখতে গিয়ে মনের দরজায় অন্যরকম গদ্যানুভূতি জেগে উঠলো। আর তাহলো, এই
চার লাইন লিখার পর পড়ে ভাবি - আজ আমাদের বিশ্ব প্রকৃতি কেন এত নাজেহাল
অবস্থায় আছে! হ্যাঁ, তার অবশ্যাম্ভাবী কারণগুলো হলো কোথাও না কোথাও বোমাবাজি,
করোনার থাবা, প্রবল ঘূর্ণীঝড়ের থাবা এবং সন্ত্রাসী হামলার কারণে আজ
বিশ্বপ্রকৃতিতে এরূপ অধর্ম প্রতিক্রিয়া বিরাজ করছে। তাই আসুন, আমরা সুমহান
স্রষ্টাকে বেশী বেশী করে ডাকি, রীতিমত প্রার্থনা করি, অপছন্দনীয় কর্মের জন্য
স্রষ্টার কাছে ক্ষমা চাই আর দোয়া করি - আল্লাহ যেন এই কাব্যময় বিশ্ব প্রকৃতি
আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন।
Regards,
Syed Jalal Ahmed Chowdhury | syedjalalahmedchowdhury786@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
Subscribe to:
Posts (Atom)