ছড়াঃ সময়ের দর্পণ
-----রাসেল আদিত্য
ইদানিংকালে বাস্তবতা দর্শনে আমি
আশাহত হয়ে আতংকে পতিত হই,
অনাগত আগামীর কালো চোখ রাঙায়
প্রাণপনে খুঁজি আলো তুমি কই?
নিজেকে নিয়ে নেই ভাবনা ভাবি
দেশ আর ভবিষ্যত প্রজন্ম নিয়ে,
ওঁদের জীবন যাপন যোগ্য দেশ আর
প্রকৃত সভ্যতা কি পারবো যেতে দিয়ে?
সভ্য তো আমরা কাগজ-কলমে আর
লজ্জা নিবারনে বস্ত্র পরিধানে সীমাবদ্ধ আজো,
যাপিত জীবনে আমি সাধু আবার আমিই কসাই
খেলছি যেনো যেমন খুশি তেমন সাঁজো।
ব্যস্ত আমরা কেবল নিজেকে নিয়ে
অমানবিকতা আর মিথ্যাই স্বাভাবিকতা,
সম্পর্কগুলো যেনো কাঁচের দেয়াল এখন
সামান্যতেই ভাঙে ভাবেনা সন্তানের কথা।
প্রেম-ভালোবাসার কথা বলবো কি আর
বদলে গেছে সংজ্ঞা, অনুভূতি, ধরন,
বিছানা ভালোবাসা প্রমানের জায়গা
এক কথায় প্রেম মানে সতিত্ব হরণ!
নগ্নতা আর অসভ্যতা নিয়েছে দখল
ভবিষ্যত প্রজন্মের মন মানসিকতার,
দশ-বারো বছরের ছেলেমেয়েরাও জানে
মানে কি আদিম উন্মত্ততার?
অনেক মূল্যের বিনিময়ে স্বাধীনতা অথচ
আমাদের নেইতো দেশপ্রেমের বালাই,
বছরে কেবল চারদিন মোরা বাঙালী সাঁজি
বাকি ৩৬১দিনই ভিনদেশী কালচারে ফালাই।
কোথাও নেই দৃশ্যমান আলোর রেখা
নৈতিকতা -আদর্শ পাঠিয়েছি জাদুঘরে,
আজো বেঁচে থাকা বীর মুক্তিযোদ্ধাগণ
এসব দেখে ডুকরে কেঁদে মরে!
নারী জাতির বন্দনাতে সদা সরব ছিলাম
মা-বোন-স্ত্রী-কন্যা সব মায়ারাই নারী,
ওসব এখন কল্পকথা কেবল সময়ের
শ্লোগান"নারী,আমরা সবই পারি"!
বাস্তবিকই পারে তাঁরা আছে বহু নজির
স্বার্থপরতায় আশ্রয় নেয় তাঁরা ছলনা ধোঁকাবাজির,
পরকীয়ার টানে এমনকি সন্তান হন্তারক হয়
এখন নারীরা নেতিবাচক রুপে মিডিয়ায় হয় হাজির।
নারী-পুরুষ সবাই যদি উল্টো পথে চলে
এসব হলে পতনের লক্ষ্মণ ধর্ম সেটাই বলে,
করোনা আজাবেও মোদের হুঁশ হচ্ছেনা কারো
ধেয়ে আসা বিপর্যয় থেকে মুক্তির পথটা বলতে কি কেউ পারো???
Regards,
Rasel Aditta | mujahidulislamrasel660@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
No comments:
Post a Comment