কাব্যময় বিশ্বপ্রকৃতি ও প্রতিক্রিয়া
রচনায়, সৈয়দ জালাল আহমেদ চৌধুরী
সবুজে সবুজে মিলামিলি করে
আহা! কতইনা সুন্দর প্রকৃতি।
বাতাস আসিলে গড়াগড়ি করে
আহা! কতইনা মধুর দিবারাতি।
কবিতা লিখতে গিয়ে মনের দরজায় অন্যরকম গদ্যানুভূতি জেগে উঠলো। আর তাহলো, এই
চার লাইন লিখার পর পড়ে ভাবি - আজ আমাদের বিশ্ব প্রকৃতি কেন এত নাজেহাল
অবস্থায় আছে! হ্যাঁ, তার অবশ্যাম্ভাবী কারণগুলো হলো কোথাও না কোথাও বোমাবাজি,
করোনার থাবা, প্রবল ঘূর্ণীঝড়ের থাবা এবং সন্ত্রাসী হামলার কারণে আজ
বিশ্বপ্রকৃতিতে এরূপ অধর্ম প্রতিক্রিয়া বিরাজ করছে। তাই আসুন, আমরা সুমহান
স্রষ্টাকে বেশী বেশী করে ডাকি, রীতিমত প্রার্থনা করি, অপছন্দনীয় কর্মের জন্য
স্রষ্টার কাছে ক্ষমা চাই আর দোয়া করি - আল্লাহ যেন এই কাব্যময় বিশ্ব প্রকৃতি
আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন।
Regards,
Syed Jalal Ahmed Chowdhury | syedjalalahmedchowdhury786@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
No comments:
Post a Comment