আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

শুধু একবার ফুটো
-কবি মোঃ আমিনুল এহছান মোল্লা -

গোলাপটিও ফুটেনি প্রাণের সুবাসও ছড়েনি..

যার অনুভবে হৃদয়টি হেসেছিল প্রেমের তটনি

সে আজ বড় নিষ্ঠুর ! বড় বেশী অগ্রাসী নির্মম !

যার পথ চেয়ে চেয়ে এ হৃদয় ভাবত প্রিয়তম

সে ফুল মগডালে আর জাগেনা বিপুল আগ্রহে.

হৃদয়ের প্রেরণা যোগায় না প্রবল প্রবাহে

সেই স্বপ্নের ফুল আজ কি ঝরে গেছে ?

শুধু একবার ফুটোবারে বারে ফুট,হৃদয়ের স্পন্দিত গাছে ।

--------------------------------12-9-2018,রাওনাট কাপাসিয়া,গাজীপুর।

Regards,
a | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

যে সুর বাজে অন্তর
-কবি মোঃআমিনুল এহছান মোল্লা

অ ,আ ,ক, খ –

এ বর্ণ্ আনিছে যারা,আমি ছুটি তার তর,

সে ভাষাতে গাহিয়া বেড়াই যে সুর বাজে অন্তর।


বাংলা ভাষাকে যারা করিল কাব্যের ধরণী-

পদ্যে-গদ্যে আমি লিখি তাদের স্মরণী।


যে প্রেম হৃদয়ে হৃদয়ে আসি জাগিছে প্রেমিকার স্পর্শ্;

সে গান গাহিয়া বেড়াই, যে সুর বাজে বিশ্ব।


রফিক, জাব্বার ,সালাম, বরকত যা আনিছে বাঁধি,

সে গৌরব বুকেতে গাঁথিয়া আমি হাসি, আমি কাঁদি ;


একুশে ফেব্রুয়ারী তুলিছে দূর্বার বিদ্রোহী শ্লোগান,

রক্তে রক্তে গড়িছে বিজয়ের অমর সোপান !


উর্ধু নহে বাংলাই হইবে এ মায়ের মুখের গান ।

ঐ দেখ শহীদ মিনারে জাগিছে রক্ত ঝরা প্রাণ!


যে ভাষায় প্রাণে বাজিছে সোনার বাংলা গান,

বিশ্ব বুকে সে রক্ত চির অম্নান, চির মহিয়ান।


এ বুকে যে সুর বাজিছে, আমি তার গান ধরি,

হে- রফিক, জাব্বার ,সালাম, বরকতের উত্তরসূরী।


আমি করি তাদের বুকচিরে সম্মান জীবনটি ভর,

যে প্রেমে বিশ্ব বেড়াই, সে সুর বাজের অন্তর!


একুশের কন্ঠে বাজিছে অ,আ, ক, খ ধ্বনি

বাংলা ভাষাতে জাগিছে প্রেমিকার মুখানি।


অ ,আ ,ক, খ –

এ বর্ণ্ আনিছে যারা,আমি ছুটি তার তর,

সে ভাষাতে গাহিয়া বেড়াই যে সুর বাজে অন্তর।

-----------------------,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Regards,
a | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

ক্ষমা করে দিয়েছি
-কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।


তুমি আমার প্রাণকে খুন করেছো,

বহু আগেই করেছো তবু তোমাকে

বারংবার ক্ষমা করে দিয়েছি, শুধু করেছি

কারণ আমি আমার প্রাণকে চিনেছি

যে প্রাণে ছিল এক পবিত্র ভালবাসা !

আর প্রেমই পেরেছে তোমাকে ক্ষমা করতে.

তোমাকে ভালবাসতে, অবিরত ভালবাসতে ।

কারণ আমি আমার প্রাণকে চিনেছি..

আর শুধু ভালবেসেছি কোন পবিত্র সত্বাকে..

যেখানে শুধু তুমি ছিলে, শুধু তুমি ছিলে

----------------------------------- 15-7-2017

Regards,
a | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

এক প্রেমিকার সন্ধানে

-কবি মোঃ আমিনুল এহছান মোল্লা


প্রাণ এখন অন্য ভাবে ভিন্ন কিছু বলে..

হৃদয়ের ভিতরে অদেখা অনেক সৌরভ ফুটে আছে ফুলে

পুস্প জাগে না প্রেমের বাগানে বাগানে

তবুও উড়ে যাওয়া এক প্রেমিকার সন্ধানে !


প্রাণ এখন অন্য ভাবে ভিন্ন কথা বলে..

কোন সে অভিলাসে ছুটে চলা কারো ফুলে ফুলে

হৃদয়ের সাথে হৃদয়ের এখন তুমুল যুদ্ধ খেলা

এ সংযোগে যেন মিশে আছে সেইসব শব্দ মালা.

যা আজ হৃদয়ের গভীর হতে বলতে ইচ্ছে করে অবলীলায়..

ভালবাসি শুধু ভালবাসি তোমাকে হৃদয়ের অভিপ্রায় ।


পুস্প জাগে না প্রেমের বাগানে বাগানে

তবুও উড়ে যাওয়া এক প্রেমিকার সন্ধানে !

-------------------------------------8/9/2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Regards,
a | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

প্লীজ আর ফিরে এসো না
------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা

তোমাকে খুঁজেছি আমি বারবার। দেখেছি তোমাকে

বড় বেশী লাবণ্যময় ।হৃদয়ের গভীর ভিতরে

স্পন্দনে স্পন্দনে

অস্থি-মজ্জায়

শিরা- উপশিরায়

ভীষণ ঢেউ তোলে, সারা অঙ্গে ঝড় তোলে রক্ত প্রবাহ

নিঃশব্দে গর্জে উঠে ।হৃদয়ের গভীর ভিতরে

যত না ব্যকুলতা, তার ঢের বেশী তোমার শুন্যতা ।


তোমাকে খুঁজেছি আমি বারবার।সেখানে কখনও

কেউ যেন তোমার সন্ধানে আর না যায় ।

যাওয়া অর্থ্হীন; তার কারণ সেখানে

কোন অনুভূতি নেই

নিতান্তই প্রেমহীন প্রাণ বটে, শুধু বাহ্যিক অবয়বে

রূপ লাবণ্যের মহরা, প্রাণের ভিতরে স্পন্দন নেই

নেই কোন প্রেমের মর্যাদা

যেন এক প্রাণহীন মূর্তি!


তোমাকে খুঁজেছি আমি বারবার। আবার ফিরেও এসেছি

দূরে- বহুদূরে । এখন আর খোঁজতে যাব না !

সেই রূপের ঝলক আমাকে আর তাড়িত করে না,

চলে এসেছি, বহুদূর চলে এসেছি…

যে প্রেমকে নিহত করেছো ,যে সত্যকে অপমান করেছো

আজ এখানে শুন্যতা নেই,

আমি এক অন্য প্রাণের গভীর ভিতরে

নোঙ্গর করে ফেলেছি ।


প্লীজ আর ফিরে এসো না, আর তোমাকে খুঁজব না

হৃদয়ের দূর্গে আর হত্যাকান্ড কর না ।

----------------------------------------------- রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Regards,
আমিনুল | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

এতো অভিমান!
-কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
কথায় কথায় কেন এতো অভিমান!
আমি বুঝি না এ ভালবাসার ব্যাকরণ,
হৃদয় নিংরানো উচ্ছাস কিংবা অভিব্যক্তি
আজ যেন একাকী পথে প্রিয়ার বিরুক্তি।
কিন্তু ঝর্ণা ধারা দেখ
বিরামহীন দিগন্ত ছাড়িয়ে..
চলছেই বয়ে চলছেই শত বাধা পেরিয়ে ..
তোমার উঠতে বসতে এতো অভিধান,
এতো শব্দ, এতো বাক্যে তোমার সংবিধান!
এতো ভালবাসা নয় যেন জাহেলীর শাসন-
তুমি ভুলে গেছো নীলিমার নেই কোন অভিধান
সমুদ্রের নেই কোন জড়তা,
ভালবাসা ব্যাকরণ বুঝে না কখনো।
বুঝেনা অপবাদ, মিথ্যাচার, সে তো হৃদয়ের রচিত বুলি.
জলরাশির মতো বেগবান, এক দুর্বার প্রেমিকের তুলি!
শিল্পির সাধনা - কল্পিত প্রেমিকার ছবি,
শুধু তুমি, শুধু তুমি…
রক্ত ক্ষরণের চেয়ে বড় কোন ঝড় নেই.
যে ক্ষরণে কম্পন ওঠে অবিরত, অবিরত
কবির কাব্যে, প্রেমের সংবিধানে।
ভালবাসা ব্যাকরণ বুঝে না কখনো।
হৃদয় জাগে না কখনো ব্যাকরণ বুঝে
সে ছুটে আপন ভঙ্গিমায়, প্রেমিকার খুঁজে।
শুধু প্রেমিকার খুঁজে…
ভালবাসা চিরছন্দময়, কিন্ত সে কি ছন্দ জানে?
আপন গতিতে সে ব্যাকরণ খুঁজে নেয় অভিধানে।
তুমিই শুধু কর অভিমান, শুধু খুঁজ ব্যাকরণ
হৃদয়ের ক্ষরণই জানি পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধান।
প্রেমের চিঠিতে কেউ কি খুঁজে শব্দের বানান?
তবে কেন তোমার এতো অভিমান?
----------------------------,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Regards,
Aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

প্রেরণা
-কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
এক সাফল্যের গল্প ছিল এইখানে,
ছোট ছোট অনুপ্রেরণাগুলি সাহস যোগাত রুগ্ন প্রাণে ।
জ্ঞান কলিদের তরঙ্গে তরঙ্গে সুপ্ত থাকা মনোবল,
এক গল্প রচনাতে সাফল্য করত ঝলমল ঝলমল।
আজ সেই পথ হারায়াছে, এক আলোহীন বুকে
দিশেহারা পথিক কাঁদিয়া কাঁদিয়া আঁধারে মাথা টুকে।
স্বপ্নেরা এই স্বাধীন দেশে আঁচলহীন জননীর তরে,
সীমাহীন মুক্ত গগনে ছুটিছে তো ছুটিছে অন্ধ বিভোরে
কেউ নেই পথ চিনাবে তারে আপন ইচ্ছের অভিসারে
বাংলার এক ঝাঁক ভোরের পাখি উড়িছে আঁধার ঘরে।
কোটি কোটি প্রাণ হইল প্রেমহীন, হিংসের মাটি খুঁড়ি
কৃপণতা যেন জাগিয়া ওঠিল পাষাণ হৃদয় ফুঁড়ি ।
দাও, প্রেরণা দাও, পথহীন পথিকের ভঙ্গুর হাত ধরি,
শহর গ্রামে প্রেরণাহীন পথিক একাকী পথ দৌড়ি।
যদি প্রেরণা পেত আরো দৌড়ে যেত, সাফল্য পেত
আঁধার আচলে ওরাই তোমার আলোকিত সূর্য্ হত ।
কোথায় রয়েছো দরদী প্রাণ, কোথায় দিশারী পাল,
দাও, অনুপ্রেরণা দাও,হৃদয়ে ফেলনা পাষাণের জাল।
---------------------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Regards,
Aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

মানবতা আজ ফাঁসির মঞ্চে
-কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
মানবতার পথ ছেড়ে নির্মম অত্যাচারে
মানুষেরা পাষাণ চৌকিতে রজণীর আঁধারে,
এ কেমন সভ্যতা এসে জাগিল অন্তর মন্দিরে!
ছুটিল,শুধু ছুটিল বর্বর গতিতে..
সেই শ্রেষ্ঠ হৃদয় আর নেই প্রেমের জ্যোতিতে।
বিষাক্ত সর্পের মতো নীলাভ ভয়ঙ্কর ছোবল
তবু চেয়েছি এতটুকু মানবতা-হ্যাঁ তোরা বল

প্রাণের স্পন্দন নিখিলে জাগে যে আলো
আজ বড় অশান্ত অস্থির অভিশপ্ত কালো!
জোনাকির আলোয় খুঁজেছি মানবতার প্রেমিকাকে
কিন্তু সে হুতুম পেঁচার মতো ঘাঁপটি মেরে ঘোর তিমিরে
ছোবল মেরে মেরে..
রক্ত চোষা জোঁকের মতো মানুষ আর মানুষে
মানবতার প্রেমিককে খুঁজেছি আমি অহিংস বট মূলে।

আধুনিক প্রেম আজ হিংস্র হায়েনার চরিত্রে বেষ্টিত
চারিদিকে স্তম্ভিত প্রাণের স্পন্দন,রক্তাক্ত মানবতা!
আঘাতে আঘাতে কম্পিত বসুন্ধরা!
পূর্ণিমার চাঁদ হেরে যায় ঘোর অন্ধকারে,
পান্ডার মতো ঘুমন্ত নিশাচর শব্দহীন
যে মানবতা শিল্পিদের কন্ঠ স্বর।

সিম্পাঞ্জির মতো কালো মুখ তার,
অক্টোপাসের মতো অজস্র ডানা,
সে আজ যমদুতের অতন্ত্র প্রহরী
চিতার রক্তিম অগ্নি!
যে আগুনে মানবতা হেরে যায়।
যে কারবালা মতো ব্যদনা বিদুর মুহূর্ত্
এ পৃথিবী কবে পাবে তারে মানব কল্যাণে?
মানবতা আজ ফাঁসির মঞ্চে !
------------------,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

খুব মিস করি -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
******************
হৃদয় সেই কবেই দিয়েছি, যদিও বলা হল না এখনও
দু'যুগ পার হয়ে গেছে!তবুও কোনো-কোনো
মুহূর্তে তোমাকে খুব মিস করি।
কোন অজানা শিহরণে বারে বারে ফিরে দেখি
পিঞ্জরের গহিন স্পন্দনে এক অদ্ভুদ অনুভূতি!
অথচ কত বেদনা!কত যন্ত্রনা তাড়িয়ে বেড়ায়
তবুও কিছু একটা কেঁপে ওঠে
খুব মিস করি এখনও তোমাকে খুব মিস করি।
------------,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

আর একটু দুর গেলেই
-কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
কাজ কি বাকী রইলো!যদি থেকেই যায়
ধরণী ভোলানো ছদ্মবেশী মায়া
তবে ভয়! বড় বেশী ভয়!
অন্ধের মধ্যে আলোর পথ কে দেখাবে?
আর একটু দুর গেলেই পেতে স্বর্গ্ নদী!

স্বর্গ্ দেখার আগেই হেরে গেলে খুব
ধরণীর বুকে আলোই ছিল,তুমি চিনলে না
আজ যেন অগ্নি,নরকের সাথী,দুষ্টের সমস্ত ছায়া
শাস্তি যেমন অনন্তকাল,
মুমিনেরা বুঝে মুক্তির ভাষা,কোরআনের আলো!!


অন্ধের মধ্যে আলোর পথ কে দেখাবে?
আর একটু দুর গেলেই পেতে স্বর্গ্ নদী!
-------------------,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Regards,
Md.Aminul Ahasan Mollah | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

আজ দেখি মৃত্যুর জয়ভেরী

এ সমাজকে শোধাবার কত দেরি হে কান্ডারী?
এখনো তোর মোহর খচিত অন্তর
মুক্তির নিশান এখনো দেখিনি তোর!
তুই আঁধারে,আমি তাঁর পথ ভুলে:
যে তরী আজও মাস্তুলহীন দোলে!

এ তরঙ্গকে শোধরাবার কত দেরি হে কান্ডারী?
চৌদিকে তুফান আর ঘূর্ণি গ্রাসে!
কোন হিংস্র দানবের বুকে সন্তানেরা এসে?
এ কোন আধুনিক যুগের অভিশপ্ত পাপ!
সম্মুখে ধর্ষ্ক তুফান-বিষাক্ত সাপ!
যুবক যুবতী ক্রমে হেরে যায় স্বপ্নের জয়ভেরী।
মাঝি উদাস বিবেকহীন আধুনা কান্ডারী।
তুই বধির , আমি অন্ধ চলি ভুলে;
সূর্য্ তোর অস্তমিত আঁধার কোলে।


তোর বিবেককে শোধাবার কত দেরী হে কান্ডারী?
মায়েরা মৃত্যুর দিন গোনে,
কোন অশূভ প্রণয়ে এ ভয়ঙ্কর ধবনি শোনে!
এ যুগের বেপর্দা প্রিয়সীর উঁচু বক্ষ টিলা দেখে
মাতাল হায়েনা হিংস্র দানবের দল
লুটে পুটে যায় যৌবনা দেহ মঞ্জিল।
এক উলঙ্গ ছবি এঁকে!
দিশেহারা এই মানবেরা, নব্য জাহেলীর যুগে..
ইসলাম কোথায়? কোন দিগন্তের বাইরে?
তুই তুফানে, আমি নতশির চলে;
বেলাজ নশ্বরে প্রিয় প্রিয়সী খুলে !


তোর যুবাদের শোধাবার কত দেরী হে কান্ডারী?
শুধু ক্ষণিক মোহে, শুধু শয়তানের চালে,
লুটেছে- অথৈ জলে-চলেছে পাল হেলে,
নোঙ্গর ছেড়ে পরাজিত রণে বীর্যের দল বসি
দেখেনা কভূ নিভে গেছে তদের সূর্য্ ,শশী।
কার হেলায় সন্তানেরা নেশার ঘোরে চলি!
কেন শক্তিরা দুর্ভাগা অগ্নি নরকে বলি?
কোন উত্তাল তরঙ্গে যুবক যুবতীর আহাজারি,
এত বড় কম্পন !আজ দেখি মৃত্যুর জয়ভেরী।

----------------- -------মোঃ আমিনুল এহছান মোল্লা,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
***************

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

প্রদীপ্ত শপথ



-কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
যদি শিক্ষিত হও, আমি জ্ঞানে আলো ছোঁয়াবো
আমি ভালবাসা দিয়ে উড়ে যাবো!
নেশার ছোবলে এই বাংলাদেশ-
আকাশের বুকে ঘন কালো মেঘ
দিগন্ত জুড়ে গোধূলীর আভা অশেষ।
হে আমারই বুকে উড়া এক ঝাঁক পাখি
যদি শিক্ষিত হও, আমি জ্ঞানে আলো ছোঁয়াবো
আমি ভালবাসা দিয়ে উড়ে যাবো!
সাড়া চোখে মুখে বিষণ্ন রক্ত!
এখানে তরুণ্যের স্বপ্নগুলো হেরেছে অঙ্কুরে..
যেখানে প্রভাতের আগে নবীণেরা রজণীকে করে প্রণাম
এখানে স্বপ্নের বুকে
তারুণ্যেরা নেশার ঘোরে
লুঠেরা, ফেরারী!
প্রাণের স্পন্দনে এত অন্ধ ‍দৃষ্টি
দুর্বার অগ্রণী তবু এক সোনালী ভোরের অপেক্ষা
পথ ঘাটে ভন্ড, অন্তরে রণ হিংসা
ভালবাসার মগডালে পুস্পের পাঁপড়ি দোলা
নবীণের দুর্বার প্রাণে দেখি জোনাকির ঝিকমিক খেলা!
তবু কেন?
তারুণ্যের প্রাসাদের বসে হিংস্র কাপুরুষের মেলা!
বুলেট ও বিস্ফোরণ
শঠ জ্ঞানীদের এত ছদ্মবেশ!
স্বপ্নের দুয়ারে কাঁপে আগামীর কান্ডারী !
হে আমারই বুকে উড়া এক ঝাঁক পাখি
ত্যাজদীপ্ত যুবকের মত বিজয়ী প্রাণের পাশে
উদিত সূর্যের মত তরুণীর হাসি
যদি শিক্ষিত হও, আমি জ্ঞানে আলো ছোঁয়াবো
আমি ভালবাসা দিয়ে উড়ে যাবো!
পাব কি তোমাদের প্রদীপ্ত শপথ?
------------------------,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Regards,
মোঃআমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

কি ক্ষমতা আছে তার?
-কবি মোঃ আমিনুল এহছান
মোল্লা,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************
কবরে কবরে কত নিথর মানুষের মাংস পঁচা হাড়!
পীর মুরশিদ কিংবা আওলিয়া কি ক্ষমতা আছে তার?
দেখি কত প্রাণের সঞ্চার আনাগোনা গভীর ধ্যানে
কি দেয় লাশ !বিদায়ী পূণ্য প্রাণ ধরণীর আহবানে!
আপন মুক্তির ব্যাকুলে কবরে কবরে অনন্ত পথের যাত্রী
সে কি না দেয় মানবের মুক্তি দিবস- রাত্রী !
ঐ শোন কত রাতজাগা ভন্ড প্রহরীদের বিকট আওয়াজ!
ঘণীভূত রাত্রি আরো ঘন হয়ে কুফরী শিরকের রেওয়াজ।
এই সব শয়তানের ঝটলা বেদাতী চক্রের নকশা
ইমানদারপরহেজগার প্রভূ নবীজির করে তপস্যা।
এ প্রাণ তার হতে ক্ষণিকের তরে এসেছে ভবে
আগে পর তারই নিকট ফিরে যাবে সবে।
ওপার দিগন্তের কেহ নাহি ধরে হাল
এপার চেয়ে বিদায়ী প্রাণ কবরে বাসকাল।
তবে কেন এত সাজসজ্জা লাল সালু নত শির?
হে মুর্খ্ মানবেরা,নত শির কেবলই তাঁর
যিনি অধিপতি, এক মালিক, চির অবিনশ্বর।
পুঞ্জীভূত আমল তার জীবনের ব্যর্থ্ শোক,বিলাপ
যেন এক নরক শিখা, ইহ পর কূলের অভিশাপ!
জীবনের ইবাদত নিষ্ফল বিশুভ্র জলহীন চরে!
কবরের পাশ দিয়ে ধূসর বর্ণিল সোনালী ভোরে।
মানব প্রাণের কোণে লিখে যায় সংখ্যাহীন ভুল!
মাজারে মাজারে গড়ে তোলে ভন্ডেরা নরক শুল।
কবরে কবরে কত নিথর মানুষের মাংস পঁচা হাড়!
পীর মুরশিদ কিংবা আওলিয়া কি ক্ষমতা আছে তার?
-----------------------

Regards,
md.Aminul Ahasan Mollah | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

সুখের গগণে রাত্রি!
-কবি মোঃ আমিনুল এহছান
মোল্লা,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
***********************
সুখের গগণে রাত্রি!হৃদয় মঞ্জিল বিকল-
অতৃপ্তরা দীর্ঘ্ শ্বাস ফেলে জাগে মানবের পিঞ্জর,
অবরুদ্ধ শান্তি!প্রাণে প্রাণে অস্থির দল
তীব্র চাহিদা আনে,ধবংস ব্যাধি হানে বারবার

লোভ অগ্নির তাপে এইসব মোহর খচিত প্রাণের
মূর্খ্ যাত্রীরা ঘোরেফেরে ধরণীর মোহে,আঁধার তলে
তপ্ত অনল শিখায় শিখায়,নরক শুলে চড়ে আর
পথভ্রষ্ট বাতিলের গানে মানবেরা জ্বলন্ত ঊনুনে!

প্রাণের সন্ধ্যায় মানবেরা অশান্তির চৌকিতে।
সুখ জাগায় না হৃদে বাতিলের যত পথ- মত;
এতো কামনার বিস্ফোরণ-আজ ডুবন্ত তরীতে
ইসলাম তলে একি দেখি নর-নারীর সঙ্গীত!

পথভ্রষ্টেরা মুক্তির বুকে প্রলঙ্কর ঘূর্ণি রাত
বিশ্বাসীরা দেখে অনন্ত সুখের পরম ইঙ্গিত।

ধরণী লোভ আনে,ধবংস ব্যাধি হানে বারবার।
দুষ্টেরা দীর্ঘ্ শ্বাস ফেলে জাগে মানবের পিঞ্জর,
অবরুদ্ধ শান্তি!প্রাণে প্রাণে অস্থির দল
সুখের গগণে রাত্রি!হৃদয় মঞ্জিল বিকল-
-----------------------

Regards,
Md.Aminul Ahasan Mollah | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

স্তব
বিশ্বজিৎ সেনগুপ্ত
"""""'''''''''''''''''''""""""""""''''''''''''
এখনও জলের কাছে কান পেতে শুনি
কুলকুল স্বর
পাহাড় আড়াল ক'রে
বহুশত ঘর...

এখনও সবুজ পাতায় বাজে
ক্লোরোফিলী গান
মৃত্তিকা দিয়ে যায় জলের জোগান...

এখনও মৃত্যুপুরে শকুন আকাশে
পরিবেশ প্রাণ পায়
শোধিত বাতাসে...

এখনও আকাশে দেখি
সেই নীল রঙ
মেঘ থেকে ঝরা জলে
স্নান সারে সং...

চলনা পাখির মত নিষ্কলুষ থেকে
নয়ত গাছের মত হিমছায়া দিতে
মানুষের মনে গাই
মানবিক স্তব-

উচ্চারিত স্তোস্ত্রে ভেঙে যাক
দানব-শাসন।
//♥♥♥//

Regards,
Biswajit Sengupta | biswajit.sengupta40a@gmai.Com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

গ্রীষ্মের দ্বারে
!!!!:::!!!!:::!!!:::!!!!
গাজী আজিজুল হক
*******************
গ্রীষ্মের দ্বারে চৈত্র এলো বোশেখ নিয়ে সাথে
শান্তির রথে মুক্ত মালা হিজল ফুলে গাঁথে।
ক্লান্তির মাঝে স্বস্তি খোঁজে গানের সুরে চাষি
লক্ষ্মীর মুখে মিষ্টি বুলি পরাণ কাড়া হাসি।

সূর্যের আলো ক্ষিপ্ত ভারি জ্বালায় পোড়া দেহ
উত্তাপ বাড়ে বড্ড ধারে কাতর সারা দেহ।
খাদ্যের খোঁজে ব্যস্ত চাষি শরীর ভেজে ঘামে
উত্তাল রোদে বৃক্ষতলা শীতল ছাঁয়া নামে।

প্রান্তর জুড়ে শস্যভরা চাষির আশা বুকে
অন্তর খানা তৃপ্ত হবে ফসল তুলে সুখে।
সুন্দর লাগে কাণ্ডশাখে আমের থোকা দেখে
জিহ্বার নেশা তৃপ্ত করে কাঁঠাল লিচু পেকে।

দক্ষিণ বায়ু ঠাণ্ডা করে শীতল করে জ্বালা
উত্তর মেঘে তীব্র বেগে ভয়াল ঝড়পালা।
সন্ধ্যার ক্ষণে বজ্র ধ্বনি মেঘের ঘনঘটা
অন্তর কাঁপে বাস্তুহারা গরিব জেলে বেটা।
কোটালীপাড়া -গোপালগঞ্জ
২০০৩২০১৯
!!!::!!!::!!!::!!!::!!!::!!!::!!!
বর্ণক্রম-প্রাস্বরিক ব্যাখ্যা:
কবিতাটির প্রতি চরণের
দ্বিতীয় ও সপ্তম বর্ণ যুক্তবর্ণ।
পঞ্চবৃত্তীয় ব্যাখ্যা:
১.শ্রুত্যাক্ষরবৃত্ত: ৪+৪+৪+২
২.দৃশ্যাক্ষরবৃত্ত: ৯+৭
৩.বর্ণবৃত্ত: ৬+৫+৫+২
৪.প্রাস্বরিকঃ - - vv - vvv v-vv vv
৫.বর্ণক্রম-প্রাস্বরিকঃ ÷÷vv, ÷uvv, v-vv, vv
""""""""""""""""""''''''''''''''''''''''''''''

Regards,
গাজী আজিজুল হক | magazi198112@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

প্রেম তরী
পার্থদীপ সমাজদার 140320190919
পোঃ 20/3/2019
""""""""""""""""
তনু মাঝের তরী খানি পাল তুলেছে দক্ষিণ হাওয়ায়
বিশ্ব ভুবন ঘুরে আপন সাথী পাবার আশায়!
পলাশ রাঙা ফুলের মাঝে ন্যারা গাছে চড়ে বসে
নিশি ভোরের ফুলের সাথে মুক্তির ক্ষীণ আশায়!
পঞ্চভূতের অনুরণনে ষড় রিপুর মোহ বানে
কালবৈশাখী প্রলয় নাচে হৃদয় মাধে৷

আকুল হিয়ার রুদ্ধ ভাষা পাঠান কোটের শত্রু হানা
অনিত চিতার দগ্ধ চিত্ মর্ম সাজে,
কোলাহল শুধু কোলাহল সংসার থেকে বিশ্ব মাঝে
আরুঢ় সব হয় পদানত স্বার্থের মাঝে৷
এ মধু মাস, এ ফাগুন আগুন বিলায় যে প্রেমের ফাসুন
কে পারে রাখতে তারে হৃদয় মাঝ?
সাজ সাজ বাইরে কেবল অন্ত দেয় কে বা তায়-
আপন দহন, কামুক ভুবন, হৃদয় ভিন্ন সাজ!

প্রেম তরীতে ভাসে তনু হৃদয় তরী প্রেম মাগে,
স্বার্থ ভুবনে হৃদয় দলন- প্রেম-ময় অভিনয়ে৷
আপনারে ত্যাগিয়া পারে কি ত্যাগিতে কভু -
বিশ্ব মাঝে বিশ্ব নাচে হৃদয় কমল মাঝে৷

চুরাশি লক্ষ প্রাণের মাঝে হৃদয় তরীর ঝংকার ওঠে
সেই ঝংকার তান মেলে কি আপন হৃদয় তানে?
সব অবগুণ্ঠন মায়া কাটবে যখন হৃদয় মায়া
প্রেমের ভাষা উঠবে জেগে হৃদয় তরীর বীণা মাঝে৷
সেই বীণারই খোঁজে বিশ্ব ভুবন প্রলয় নাচে
সকল বন্ধন ছিন্ন করে, আলোক জ্বলে আঁধার মাঝে৷

Regards,
Parthdeep Samajdar | cap.samazdar@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

কবিতা

প্রিয়তি------২৯

(আমাকে টেনে নাও প্রিয়তি)

মিন্টুসারেং।

জানালার পাশের বাগান বিলাস প্রজাপতির মতো চৈতালি বাতাসে দোল খায়।
এমন বিকেলে তোমাকে দেখি, তুমি দাঁড়িয়ে আছো ছাদে
বিনোদ খোপায়।

প্রিয়তি,

গৌধুলির রঙ মুছে যখন সন্ধ্যা নামে
আমাদের পৃথিবী জুড়ে,
তখন তুমি আর আমি ছাদ-জানালায়
দেখি কি ভাবে পাখিরা ফেরে নীড়ে।

প্রিয়তি,

বলতো আমারা কি তখন নীড়ের স্বপ্ন দেখি
পাখির নীড়ের মতো নাটোরের বনলতা সেনের চোখে?

সফেদ সমুদ্র দেখে দেখে আমি এক ক্লান্ত সারেং
আমাকে টেনে নাও প্রিয়তি,
হে মাটি বেঁচে থাকার বড় প্রয়োজন, এবঙ.............

১৮:০৩:২০১৭ইং।

Regards,
মিন্টুসারেং | BanglarFrame@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

কবিতা

অশ্লীল কথা
আদিত্য অনীক

ছেলেটা বল্‌লো, এই শোন্ একটা কথা আছে,
ঝটপট বলে ফেল্, মেয়েটা বললো৷
বলব? আচ্ছা৷ বলেই ফেলি, 'আই লাভ ইউ'৷
কী বললি? পাজি, বজ্জাত, ছোটলোক,
দাঁড়া ভাইয়াকে বলছি,
মেরে তোর হাড় পাউডার বানিয়ে ফেলবে৷
মেয়েটা দম নিয়ে ঝিরঝির করে
কাঁদতে কাঁদতে বললো,
একলা পেয়ে এমন কথা তুই বলতে পারলি ?
একটুও বাঁধলো না৷ ঘরে কি তোর মা-বোন নেই ?
ছেলেটা ভয়ে আর অনুতাপের চাপে হতভম্ব৷
মেয়েটা ফির্‌কাতে ফির্‌কাতে যেদিকে গেল
ছেলেটা গেল তার উল্টো দিকে৷
তারপর প্রায়ই দেখা হয়৷ কথা হয় না৷
ছেলেটা পালিয়ে বাঁচে৷ মেয়েটা আড় চোখে দেখে৷
শেষে একলা পেয়ে একদিন মেয়েটাই ডাকলো ৷
এই শোন্ ৷ সেদিন যেন কী বলেছিলি ?
কই কী বলেছিলাম ? মনে তো নেই৷
ঢং করবি না তো৷ ওটা কেউ ভুলে নাকি ?
আমার কিছু মনে নেই, ছেলেটা ভয়ে বললো ৷
আজ আবার একটু বল্ না প্লিজ, মেয়েটা বললো ৷
ছেলেটা চুপচাপ নিচু মাথায় চলে যাচ্ছিলো ৷
মেয়েটা ক্ষেপে গিয়ে বললো,
চলে যাচ্ছিস যে ? আমাকে বললে কী হয় ?
ওটা তো আর তোর মা-বোনকে বলতে পারবি নে ৷

Regards,
Aditya Anik | adityq@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

কবিতা - নীল কন্ঠ

নীল কন্ঠ,,,
মোঃনজরুল ইসলাম (আরিফ)
আমি নীল আমি নীল আমি নীল,
আমি নীল খামেরই মতন।
তোমাতে সোহাগে প্রথম ক্রন্দন, সপেছ কর্ণে প্রথমেই না বুলি। তক্ষুনি উঠায়ে
ছিলাম বৃদ্ধা আঙ্গুলি। বাড়িয়ে ক্রন্দনের মাত্রা, তবুও বোঝাতে পারেনি তব না
দিয়েই যাত্রা। দিলে মায়ের বুকের তিন ফোঁটা শাল দুধ, তব পানে দেহ তে শক্তি যুত।
ছঁড়িয়ে চারটি হাত পা,
মুখ খানা করে লাল
সর্পের মত মোঁচড় দিয়ে পুরো গা। মোঘ হয়ে ভ্রান্ত মৈত্রতে সূচনা কাল। জঠর হতে
লওয়া স্বপ্ন গুলি গাণিতিক হারে শুরু হলো ধুলি। শোনালে জগতের কত শত মিথ্যা
বুলি, দিলে প্রাণ হীন মূর্তীর মত আঁচুলি দোলাদুলি। আমিও পুতুলের মত রহিলাম
পড়ি, যত্রতত্র কত গহণা আঁনিলে গঁড়ি। দশম আঙ্গুলি কোমর ওগলেতে, সাঁঝাচ্ছো ভুলে
মোর মা কে। এভাবে জগতের ভ্রান্ত চাওহনিতে মুঁড়িয়েছ মিথ্যার ছয়লাবেতে। বল আজ
কেন সত্য চাহিছো আমাতে, আমি যে দুলালী মূর্তী কি দিব তোমাতে? শেখাওনি সত্য
কিম্বা করিতে সংগ্রাম দাওনি সুযোগ করিতে আত্মসংযম। আজ তব নি-ব্যাবহার কলমের মত
গঁড়িয়ে, যাচ্ছি ওপারের দিকে নীল খামই হয়ে।। রচনাঃ২৭/০২/১৯

Regards,
মোঃনজরুল ইসলাম | BanglarFrame@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

কবি পার্থদীপ সমাজদার "সাহিত্য কণিকা সাহিত্য সম্মাননা" য় ভূষিত হলেন।

সাহিত্য কণিকা সাহিত্য সম্মাননা
কবি: পার্থদীপ সমাজদার 
কবিতা : অবুঝ আমি


গল্প, কবিতা, উপন্যাস, অনুবাদ, রহস্য, বিজ্ঞান, ইতিহাস, গণিত, সাইকোলজি, হেলথ, মোটিভেশনাল ও বই রিভিউ লিখুন সাহিত্য কণিকায়।
Like Page