ছড়াঃ সময়ের দর্পণ
-----রাসেল আদিত্য
ইদানিংকালে বাস্তবতা দর্শনে আমি
আশাহত হয়ে আতংকে পতিত হই,
অনাগত আগামীর কালো চোখ রাঙায়
প্রাণপনে খুঁজি আলো তুমি কই?
নিজেকে নিয়ে নেই ভাবনা ভাবি
দেশ আর ভবিষ্যত প্রজন্ম নিয়ে,
ওঁদের জীবন যাপন যোগ্য দেশ আর
প্রকৃত সভ্যতা কি পারবো যেতে দিয়ে?
সভ্য তো আমরা কাগজ-কলমে আর
লজ্জা নিবারনে বস্ত্র পরিধানে সীমাবদ্ধ আজো,
যাপিত জীবনে আমি সাধু আবার আমিই কসাই
খেলছি যেনো যেমন খুশি তেমন সাঁজো।
ব্যস্ত আমরা কেবল নিজেকে নিয়ে
অমানবিকতা আর মিথ্যাই স্বাভাবিকতা,
সম্পর্কগুলো যেনো কাঁচের দেয়াল এখন
সামান্যতেই ভাঙে ভাবেনা সন্তানের কথা।
প্রেম-ভালোবাসার কথা বলবো কি আর
বদলে গেছে সংজ্ঞা, অনুভূতি, ধরন,
বিছানা ভালোবাসা প্রমানের জায়গা
এক কথায় প্রেম মানে সতিত্ব হরণ!
নগ্নতা আর অসভ্যতা নিয়েছে দখল
ভবিষ্যত প্রজন্মের মন মানসিকতার,
দশ-বারো বছরের ছেলেমেয়েরাও জানে
মানে কি আদিম উন্মত্ততার?
অনেক মূল্যের বিনিময়ে স্বাধীনতা অথচ
আমাদের নেইতো দেশপ্রেমের বালাই,
বছরে কেবল চারদিন মোরা বাঙালী সাঁজি
বাকি ৩৬১দিনই ভিনদেশী কালচারে ফালাই।
কোথাও নেই দৃশ্যমান আলোর রেখা
নৈতিকতা -আদর্শ পাঠিয়েছি জাদুঘরে,
আজো বেঁচে থাকা বীর মুক্তিযোদ্ধাগণ
এসব দেখে ডুকরে কেঁদে মরে!
নারী জাতির বন্দনাতে সদা সরব ছিলাম
মা-বোন-স্ত্রী-কন্যা সব মায়ারাই নারী,
ওসব এখন কল্পকথা কেবল সময়ের
শ্লোগান"নারী,আমরা সবই পারি"!
বাস্তবিকই পারে তাঁরা আছে বহু নজির
স্বার্থপরতায় আশ্রয় নেয় তাঁরা ছলনা ধোঁকাবাজির,
পরকীয়ার টানে এমনকি সন্তান হন্তারক হয়
এখন নারীরা নেতিবাচক রুপে মিডিয়ায় হয় হাজির।
নারী-পুরুষ সবাই যদি উল্টো পথে চলে
এসব হলে পতনের লক্ষ্মণ ধর্ম সেটাই বলে,
করোনা আজাবেও মোদের হুঁশ হচ্ছেনা কারো
ধেয়ে আসা বিপর্যয় থেকে মুক্তির পথটা বলতে কি কেউ পারো???
Regards,
Rasel Aditta | mujahidulislamrasel660@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
বাংলা ম্যাগাজিন ব্লগ। আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। ●Name চিহ্নিত বক্সে আপনার সম্পূর্ণ নাম দিন । ● Email চিহ্নিত বক্সে আপনার ইমেইল এড্রেস দিন । ●মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ আপনার লিখাটি দিন । Send বাটনে ক্লিক করার সাথে সাথেই পোস্টটি ওয়েবসাইট এ পাবলিশ হয়ে যাবে।
আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।
কাব্যময় বিশ্বপ্রকৃতি ও প্রতিক্রিয়া রচনায়, সৈয়দ জালাল আহমেদ চৌধুরী
কাব্যময় বিশ্বপ্রকৃতি ও প্রতিক্রিয়া
রচনায়, সৈয়দ জালাল আহমেদ চৌধুরী
সবুজে সবুজে মিলামিলি করে
আহা! কতইনা সুন্দর প্রকৃতি।
বাতাস আসিলে গড়াগড়ি করে
আহা! কতইনা মধুর দিবারাতি।
কবিতা লিখতে গিয়ে মনের দরজায় অন্যরকম গদ্যানুভূতি জেগে উঠলো। আর তাহলো, এই
চার লাইন লিখার পর পড়ে ভাবি - আজ আমাদের বিশ্ব প্রকৃতি কেন এত নাজেহাল
অবস্থায় আছে! হ্যাঁ, তার অবশ্যাম্ভাবী কারণগুলো হলো কোথাও না কোথাও বোমাবাজি,
করোনার থাবা, প্রবল ঘূর্ণীঝড়ের থাবা এবং সন্ত্রাসী হামলার কারণে আজ
বিশ্বপ্রকৃতিতে এরূপ অধর্ম প্রতিক্রিয়া বিরাজ করছে। তাই আসুন, আমরা সুমহান
স্রষ্টাকে বেশী বেশী করে ডাকি, রীতিমত প্রার্থনা করি, অপছন্দনীয় কর্মের জন্য
স্রষ্টার কাছে ক্ষমা চাই আর দোয়া করি - আল্লাহ যেন এই কাব্যময় বিশ্ব প্রকৃতি
আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন।
Regards,
Syed Jalal Ahmed Chowdhury | syedjalalahmedchowdhury786@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
রচনায়, সৈয়দ জালাল আহমেদ চৌধুরী
সবুজে সবুজে মিলামিলি করে
আহা! কতইনা সুন্দর প্রকৃতি।
বাতাস আসিলে গড়াগড়ি করে
আহা! কতইনা মধুর দিবারাতি।
কবিতা লিখতে গিয়ে মনের দরজায় অন্যরকম গদ্যানুভূতি জেগে উঠলো। আর তাহলো, এই
চার লাইন লিখার পর পড়ে ভাবি - আজ আমাদের বিশ্ব প্রকৃতি কেন এত নাজেহাল
অবস্থায় আছে! হ্যাঁ, তার অবশ্যাম্ভাবী কারণগুলো হলো কোথাও না কোথাও বোমাবাজি,
করোনার থাবা, প্রবল ঘূর্ণীঝড়ের থাবা এবং সন্ত্রাসী হামলার কারণে আজ
বিশ্বপ্রকৃতিতে এরূপ অধর্ম প্রতিক্রিয়া বিরাজ করছে। তাই আসুন, আমরা সুমহান
স্রষ্টাকে বেশী বেশী করে ডাকি, রীতিমত প্রার্থনা করি, অপছন্দনীয় কর্মের জন্য
স্রষ্টার কাছে ক্ষমা চাই আর দোয়া করি - আল্লাহ যেন এই কাব্যময় বিশ্ব প্রকৃতি
আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন।
Regards,
Syed Jalal Ahmed Chowdhury | syedjalalahmedchowdhury786@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
বিতর্ক বৃথা - কবিতা [সাহিত্য কণিকা]
বিতর্ক বৃথা...
তোমরা বলছ অবৈধ ভালোবাসা! -- ঠিক না বেঠিক
বিতর্কে যাওয়া বৃথা...
নিখাদ ভুলই তো পৃষ্ঠা উল্টে ইতিহাস ---
নির্বাক চাঁদ প্রমাণ করতে অপারগ,
কিছু কালো দাগে ভাইরাল জোছনাটা
তোমরা বলছ মেয়েটা গর্ভবতী -- ঠিক না বেঠিক
বিতর্কে যাওয়া বৃথা...
অবয়ব দোষে চুলচেরা বিশ্লেষণ
নির্বাক ভ্রূণ প্রমাণ করতে অপারগ,
আজন্ম গায়ে লাওয়ারিশ তকমাটা
তারপর সব দায়দায়িত্ব সেরে...
তোমরা দিয়েছ গ্রহ উপগ্রহে পাড়ি
কি খোঁজ করো নি বলো?
লালগ্রহে প্রাণ স্পন্দন
চাঁদের বুকেতে বরফ ও ঘরবাড়ি--
আজও--
ছেলেটা মেয়েটা লোগো পিঠে নিয়ে ঘোরে ---
সত্তারহিত বৈধ নারী ও পুরুষ
কত কি খুঁজেছ বিশেষ্য বিশেষণে,
নিখোঁজ হয়েছে আস্ত, আস্ত মানুষ।
Regards,
কমলিকাদত্ত | Kamalikadutta82@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
তোমরা বলছ অবৈধ ভালোবাসা! -- ঠিক না বেঠিক
বিতর্কে যাওয়া বৃথা...
নিখাদ ভুলই তো পৃষ্ঠা উল্টে ইতিহাস ---
নির্বাক চাঁদ প্রমাণ করতে অপারগ,
কিছু কালো দাগে ভাইরাল জোছনাটা
তোমরা বলছ মেয়েটা গর্ভবতী -- ঠিক না বেঠিক
বিতর্কে যাওয়া বৃথা...
অবয়ব দোষে চুলচেরা বিশ্লেষণ
নির্বাক ভ্রূণ প্রমাণ করতে অপারগ,
আজন্ম গায়ে লাওয়ারিশ তকমাটা
তারপর সব দায়দায়িত্ব সেরে...
তোমরা দিয়েছ গ্রহ উপগ্রহে পাড়ি
কি খোঁজ করো নি বলো?
লালগ্রহে প্রাণ স্পন্দন
চাঁদের বুকেতে বরফ ও ঘরবাড়ি--
আজও--
ছেলেটা মেয়েটা লোগো পিঠে নিয়ে ঘোরে ---
সত্তারহিত বৈধ নারী ও পুরুষ
কত কি খুঁজেছ বিশেষ্য বিশেষণে,
নিখোঁজ হয়েছে আস্ত, আস্ত মানুষ।
Regards,
কমলিকাদত্ত | Kamalikadutta82@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
[বিতর্ক বৃথা...
বিতর্ক বৃথা...
তোমরা বলছ অবৈধ ভালোবাসা! -- ঠিক না বেঠিক
বিতর্কে যাওয়া বৃথা...
নিখাদ ভুলই তো পৃষ্ঠা উল্টে ইতিহাস ---
নির্বাক চাঁদ প্রমাণ করতে অপারগ,
কিছু কালো দাগে ভাইরাল জোছনাটা
তোমরা বলছ মেয়েটা গর্ভবতী -- ঠিক না বেঠিক
বিতর্কে যাওয়া বৃথা...
অবয়ব দোষে চুলচেরা বিশ্লেষণ
নির্বাক ভ্রূণ প্রমাণ করতে অপারগ,
আজন্ম গায়ে লাওয়ারিশ তকমাটা
তারপর সব দায়দায়িত্ব সেরে...
তোমরা দিয়েছ গ্রহ উপগ্রহে পাড়ি
কি খোঁজ করো নি বলো?
লালগ্রহে প্রাণ স্পন্দন
চাঁদের বুকেতে বরফ ও ঘরবাড়ি--
আজও--
ছেলেটা মেয়েটা লোগো পিঠে নিয়ে ঘোরে ---
সত্তারহিত বৈধ নারী ও পুরুষ
কত কি খুঁজেছ বিশেষ্য বিশেষণে,
নিখোঁজ হয়েছে আস্ত, আস্ত মানুষ।
Regards,
কমলিকা দত্ত | kamalikadutta82@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
তোমরা বলছ অবৈধ ভালোবাসা! -- ঠিক না বেঠিক
বিতর্কে যাওয়া বৃথা...
নিখাদ ভুলই তো পৃষ্ঠা উল্টে ইতিহাস ---
নির্বাক চাঁদ প্রমাণ করতে অপারগ,
কিছু কালো দাগে ভাইরাল জোছনাটা
তোমরা বলছ মেয়েটা গর্ভবতী -- ঠিক না বেঠিক
বিতর্কে যাওয়া বৃথা...
অবয়ব দোষে চুলচেরা বিশ্লেষণ
নির্বাক ভ্রূণ প্রমাণ করতে অপারগ,
আজন্ম গায়ে লাওয়ারিশ তকমাটা
তারপর সব দায়দায়িত্ব সেরে...
তোমরা দিয়েছ গ্রহ উপগ্রহে পাড়ি
কি খোঁজ করো নি বলো?
লালগ্রহে প্রাণ স্পন্দন
চাঁদের বুকেতে বরফ ও ঘরবাড়ি--
আজও--
ছেলেটা মেয়েটা লোগো পিঠে নিয়ে ঘোরে ---
সত্তারহিত বৈধ নারী ও পুরুষ
কত কি খুঁজেছ বিশেষ্য বিশেষণে,
নিখোঁজ হয়েছে আস্ত, আস্ত মানুষ।
Regards,
কমলিকা দত্ত | kamalikadutta82@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
পদ্য কবিতা কবিতার নামঃ আমাদের দেশ কবির নামঃ স্বপন হালদার
তারিখঃ ১২/০৫/২০২১ইং
বিভাগঃ পদ্য কবিতা
কবিতার নামঃ আমাদের দেশ
কবির নামঃ স্বপন হালদার
"""""""""""""""""""""""""""""""""""""""""
সবুজঘেরা শ্যামল বন,
উদাস করে আমার মন।
সকালবেলা পূবাকাশে,
আগুনরাঙা সূর্য হাসে।
ঘুম ভেঙে যায় পাখির ডাকে,
মনে পড়ে বাংলা মাকে।
নায়ের মাঝি তুলে পাল,
শক্ত হাতে ধরে হাল।
কন্ঠে তাদের মধুর গান,
শুনলে সবার জুড়ায় প্রাণ।
পুকুর নদী খাল বিল,
মাছে ভরা হাওর ঝিল।
ফসল তোলে কৃষকভাই
খুশির যেন সীমা নাই।
বারো মাসে তেরো পাবন,
মনে আনে খুশির প্লাবন।
ছয়টি ঋতুর এই যে দশ,
এই আমাদের বাংলাদেশ।
এই আমাদের জন্মভূমি -
এমন দেশটি বিশ্বমাঝে
পাবে নাকো কোথাও তুমি।
""""""""""""""""""""""""''"""""""""""""""""""
Regards,
স্বপন হালদার | swapanhal714@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
বিভাগঃ পদ্য কবিতা
কবিতার নামঃ আমাদের দেশ
কবির নামঃ স্বপন হালদার
"""""""""""""""""""""""""""""""""""""""""
সবুজঘেরা শ্যামল বন,
উদাস করে আমার মন।
সকালবেলা পূবাকাশে,
আগুনরাঙা সূর্য হাসে।
ঘুম ভেঙে যায় পাখির ডাকে,
মনে পড়ে বাংলা মাকে।
নায়ের মাঝি তুলে পাল,
শক্ত হাতে ধরে হাল।
কন্ঠে তাদের মধুর গান,
শুনলে সবার জুড়ায় প্রাণ।
পুকুর নদী খাল বিল,
মাছে ভরা হাওর ঝিল।
ফসল তোলে কৃষকভাই
খুশির যেন সীমা নাই।
বারো মাসে তেরো পাবন,
মনে আনে খুশির প্লাবন।
ছয়টি ঋতুর এই যে দশ,
এই আমাদের বাংলাদেশ।
এই আমাদের জন্মভূমি -
এমন দেশটি বিশ্বমাঝে
পাবে নাকো কোথাও তুমি।
""""""""""""""""""""""""''"""""""""""""""""""
Regards,
স্বপন হালদার | swapanhal714@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
জ্ঞানের বই
(জ্ঞানের বই)
ক্লাসের বই বরিয়া হইতে হবে জয়ী
যদি নাই পারো পড়িতে বই
তবে কি হইবে পরিয়া বই।
ঘাটিয়া দেখিতে হইবে লাইন
পড়িয়া বুঝিতে হইবে জ্ঞান ।
যদি নাই পারো তবে
কি হইবে এই জীবনের মানে।
ব্যর্থ জীবন ছাড়া পাশে থাকবে না কোনো বন্ধুর মালা ,
থাকবে না কোনো আলো
লাগবে না আর ভালো ।
লাগবে না আর ভাগ্যের জোড়া
তাই পড়িতে হইবে বই,
জ্ঞানীগুণী হইয়া করিতে হইবে জয়ী ।
যদি নাই পারো তবে
কি হইবে পরিহার কবিতার ছন্দে ।
ছন্দ মেলায় উঠবো বেলায়
পড়বো আরো গল্প ।
বাংলা জেনে জীবন টাকে
করব আরো ধন্য ।
- মোঃ ইয়াসিন
জেলা রংপুর উপজেলা কাউনিয়া ডাকঘর ভাইয়ের হাট
Regards,
মোঃ ইয়াসিন | Publisher@alibaba.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
ক্লাসের বই বরিয়া হইতে হবে জয়ী
যদি নাই পারো পড়িতে বই
তবে কি হইবে পরিয়া বই।
ঘাটিয়া দেখিতে হইবে লাইন
পড়িয়া বুঝিতে হইবে জ্ঞান ।
যদি নাই পারো তবে
কি হইবে এই জীবনের মানে।
ব্যর্থ জীবন ছাড়া পাশে থাকবে না কোনো বন্ধুর মালা ,
থাকবে না কোনো আলো
লাগবে না আর ভালো ।
লাগবে না আর ভাগ্যের জোড়া
তাই পড়িতে হইবে বই,
জ্ঞানীগুণী হইয়া করিতে হইবে জয়ী ।
যদি নাই পারো তবে
কি হইবে পরিহার কবিতার ছন্দে ।
ছন্দ মেলায় উঠবো বেলায়
পড়বো আরো গল্প ।
বাংলা জেনে জীবন টাকে
করব আরো ধন্য ।
- মোঃ ইয়াসিন
জেলা রংপুর উপজেলা কাউনিয়া ডাকঘর ভাইয়ের হাট
Regards,
মোঃ ইয়াসিন | Publisher@alibaba.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
স্বপ্নে ভাসা --প্রতিভা দে।
স্বপ্নে ভাসা
--প্রতিভা দে।৯/২/২১//
স্বপ্ন ভাসে মেঘেরা সব
আকাশ জুড়ে ছুটে দিগন্তে,
তারারা সব রত্ন খোচে
আকাশ যেন ভাসে স্বপ্নে,
পাখিরা সব উড়ে যায়
যেন সাজে আপন মনে,
মেঘরা যখন বৃষ্টি হয়ে নামে
স্বপ্ন গলে মাটির পরে,
নদী তখন উথাল পাতাল
জীবন বয়ে নিয়ে যাওয়ার তাল,
সাগর গুনে স্বপ্ন দেখার প্রহর
মিলনের দিন গুনার,
বলছে যেন মিলতে পারি
রত্ন লুকিয়ে রাখার,
যত্ন করে ভালোবাসার ।
Regards,
Prativa Mayee Dey | deyprativa0@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
--প্রতিভা দে।৯/২/২১//
স্বপ্ন ভাসে মেঘেরা সব
আকাশ জুড়ে ছুটে দিগন্তে,
তারারা সব রত্ন খোচে
আকাশ যেন ভাসে স্বপ্নে,
পাখিরা সব উড়ে যায়
যেন সাজে আপন মনে,
মেঘরা যখন বৃষ্টি হয়ে নামে
স্বপ্ন গলে মাটির পরে,
নদী তখন উথাল পাতাল
জীবন বয়ে নিয়ে যাওয়ার তাল,
সাগর গুনে স্বপ্ন দেখার প্রহর
মিলনের দিন গুনার,
বলছে যেন মিলতে পারি
রত্ন লুকিয়ে রাখার,
যত্ন করে ভালোবাসার ।
Regards,
Prativa Mayee Dey | deyprativa0@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
[সাহিত্য কণিকা] New message received.
প্রিয় আমার মা
মীর নাদিম ফয়সাল
বাবা উঠো,পড়তে বসো,
মা,এখন!
উঠ লক্ষী,প্রভাত হয়েছে,
তুমি বড় হবা,
মানুষের মত মানুষ হবা!
খেয়ে নেও,ক্ষুধা পেটে পড়া কী সয়!
এই নে বাবা,
তোকে মানুষের জন্য কাজ করতে হবে,
সবার উপকার করতে হবে।
স্নান করেছিস,করে নে,
আমার লক্ষী ছেলে।
ভরদুপুর হয়েছে আজ,
চল মা,খেয়ে নেই একসাথে।
বেলা ফুরোচ্ছে,ঘুমোতে আয়।
বিকেল বেলা খেলাধুলা,
খেলেছিস তুই ছেলেবেলায়;
সন্ধ্যা হয়েছে পড়তে বসো,
বড়ো হতে হবে বাবার মত।
রাত পোহালো,পড়তে খেতে এস,
ঘুমোতে হবে সময় মত।
মা,তুমি শ্রেষ্ঠ মা;
বিধাতার কাছে বিশেষ আরজি,
তোমাকে নিয়ে আমাদের স্বপ্ন;
রাত ফুরোচ্ছে বাবা যেতে হবে,
সময় মত পাঠশালাতে।
Regards,
মীর নাদিম ফয়সাল আহমেদ | nadimfaisal18@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
মীর নাদিম ফয়সাল
বাবা উঠো,পড়তে বসো,
মা,এখন!
উঠ লক্ষী,প্রভাত হয়েছে,
তুমি বড় হবা,
মানুষের মত মানুষ হবা!
খেয়ে নেও,ক্ষুধা পেটে পড়া কী সয়!
এই নে বাবা,
তোকে মানুষের জন্য কাজ করতে হবে,
সবার উপকার করতে হবে।
স্নান করেছিস,করে নে,
আমার লক্ষী ছেলে।
ভরদুপুর হয়েছে আজ,
চল মা,খেয়ে নেই একসাথে।
বেলা ফুরোচ্ছে,ঘুমোতে আয়।
বিকেল বেলা খেলাধুলা,
খেলেছিস তুই ছেলেবেলায়;
সন্ধ্যা হয়েছে পড়তে বসো,
বড়ো হতে হবে বাবার মত।
রাত পোহালো,পড়তে খেতে এস,
ঘুমোতে হবে সময় মত।
মা,তুমি শ্রেষ্ঠ মা;
বিধাতার কাছে বিশেষ আরজি,
তোমাকে নিয়ে আমাদের স্বপ্ন;
রাত ফুরোচ্ছে বাবা যেতে হবে,
সময় মত পাঠশালাতে।
Regards,
মীর নাদিম ফয়সাল আহমেদ | nadimfaisal18@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
[সাহিত্য কণিকা] New message received.
আবার এসো বন্ধু
শামীম আহমেদ
আবার এসোও বন্ধু,
যখন আমার কেউ থাকবে না!
তুমি এসো যখন
একলা আমার সময় কাটতে চাইবে না!
এসো দুপুর বেলা
পুকুর পাড়ে করবো খেলা।
এসো নিশীথ রাতে
যখন আমার পাশে কেউ ঘুমাবে না।
এসো গোধূলি বেলা
খোলা আকাশের নিঁচে
ঝোপঝাড়ে নিঃসীম প্রান্তে করবো খেলা।
এসো তুমি প্রভাত বেলা,
যখন আমি করবো ব্যায়াম;
তুমি এলোকেশে খাবে সচ্ছল হাওয়া!
আবার হবে তোমাকে পাওয়া।।
Regards,
শামীম আহমেদ | ahmedsammim@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
শামীম আহমেদ
আবার এসোও বন্ধু,
যখন আমার কেউ থাকবে না!
তুমি এসো যখন
একলা আমার সময় কাটতে চাইবে না!
এসো দুপুর বেলা
পুকুর পাড়ে করবো খেলা।
এসো নিশীথ রাতে
যখন আমার পাশে কেউ ঘুমাবে না।
এসো গোধূলি বেলা
খোলা আকাশের নিঁচে
ঝোপঝাড়ে নিঃসীম প্রান্তে করবো খেলা।
এসো তুমি প্রভাত বেলা,
যখন আমি করবো ব্যায়াম;
তুমি এলোকেশে খাবে সচ্ছল হাওয়া!
আবার হবে তোমাকে পাওয়া।।
Regards,
শামীম আহমেদ | ahmedsammim@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
Subscribe to:
Posts (Atom)