বিতর্ক বৃথা...
তোমরা বলছ অবৈধ ভালোবাসা! -- ঠিক না বেঠিক
বিতর্কে যাওয়া বৃথা...
নিখাদ ভুলই তো পৃষ্ঠা উল্টে ইতিহাস ---
নির্বাক চাঁদ প্রমাণ করতে অপারগ,
কিছু কালো দাগে ভাইরাল জোছনাটা
তোমরা বলছ মেয়েটা গর্ভবতী -- ঠিক না বেঠিক
বিতর্কে যাওয়া বৃথা...
অবয়ব দোষে চুলচেরা বিশ্লেষণ
নির্বাক ভ্রূণ প্রমাণ করতে অপারগ,
আজন্ম গায়ে লাওয়ারিশ তকমাটা
তারপর সব দায়দায়িত্ব সেরে...
তোমরা দিয়েছ গ্রহ উপগ্রহে পাড়ি
কি খোঁজ করো নি বলো?
লালগ্রহে প্রাণ স্পন্দন
চাঁদের বুকেতে বরফ ও ঘরবাড়ি--
আজও--
ছেলেটা মেয়েটা লোগো পিঠে নিয়ে ঘোরে ---
সত্তারহিত বৈধ নারী ও পুরুষ
কত কি খুঁজেছ বিশেষ্য বিশেষণে,
নিখোঁজ হয়েছে আস্ত, আস্ত মানুষ।
Regards,
কমলিকা দত্ত | kamalikadutta82@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
No comments:
Post a Comment