আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

শ্রাবণের কুয়াশায়

শ্রাবণের কুয়াশায়
শরীফ আহমেদ

আমি বৃষ্টি দেখেছি তোমার সাথে
আমি মেঘ ছুঁয়েছি তোমার সাথে
আমি শ্রাবণের কুয়াশার মতো আবছা আঁধারে ঢাকা
আজব মেঘের জগৎ দেখেছি তোমার সাথে

এখানে মেঘেরা ছুটে আসে আমাদের ঘরে
ভিজিয়ে দেয় আমাদের বিছানা
তুষারের মতো মেঘের ছোঁয়ায়
ভরেছে বিকেলের আলতো সময়গুলো...

এখানে বর্ষার জল জমে আছে
পাহাড়ের অনেক ওপরে
পাহাড়ের ফাঁকে ফাঁকে বয়ে যায় ভালোবাসার নদী,
দিগন্তে জুড়ে মেঘের কাজল রেখার সাথে
ধূসর মায়ার আশ্চর্য আলো রয়েছে এক হয়ে মিশে

কামিনী ফুলের আশ্চর্য সুগন্ধি ভরা
তোমার ভালোবাসা ছুঁয়েছিলো
নগ্ন চোখের আজব ছোঁয়ার সাথে,
আমি অনেক সময়ের মালা পরিয়েছি তোমার গলায়
আর-
তৃপ্তির নুপুর পরিয়েছি তোমার পায়ে।

Regards,
শরীফ আহমেদ | sharif.geo.2006@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

1 comment:

  1. উষ্ণ কামিনি জেগে রয়!নান্দনিক কাব্যিক উপস্থাপন!!

    ReplyDelete