"জন্মভুমি"
শামীম আহমেদ
***********
অনবরত তব শ্রীবাণী মম মর্মে জাগে!
হৃদয় আকুল কর,নিশিতে জাগরণ তব কারনে!
উত্তপ্ত ভাবনা,স্বর্বস্ব পাবার সাধনা সঞ্চার মর্মবাগে~
তপ্তে সুপ্তি নাই তব সুদৃশ্য দর্শাতে যাই ফুল বাগানে উদার ময়দানে গগনচুম্মি
উড়াল পংখি আসে মধুহরনে***********জুড়ায় মন প্রভাতের নিশির-শিশির তাই ছুটি
কুসুমবাগে!.
নব সফরে,জনদশ৲কে জটলাবেঁধে গেছিলাম কুয়াকাটায় ব্যাড়াতে;
মরিচিকার মত মরূতে হরদম দার্শনিক কত সুধা সেখানে!!!
**************************************তোমায় ছেড়ে এতো মায়া কোথায় রেখে কার
মনচায়প্রবাসি হইতে! তবে কি পাব যা পাই তোমার গহিনতলে ডুবে
নাইতে?************ ঊষার সুবভীশ্বাস,জীবনের সম্ভাষণে যাবনা তোমায় ছেরে!
নীলা দরিয়ার স্রোতে ভেসে যাবারক্ষণে আমায় রেকখেছো ধরে!*****
তূমি গর্ভধারিনী নাহলেও দুখিনী মম পোষমানাইতে!
তোর চরণতলে ঠাই দে,মোর লাগি না কার লাগি তোর অশ্রুঝরে!!
Regards,
Sammim ahmed | ahmedsammim@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
No comments:
Post a Comment