আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

সেদিন ও আমি - মহব্বত এইচ সরদার

সেদিন ও আমি
মহব্বত এইচ সরদার

সেদিন ও আমি
তোমার পাশে
শরীরের পোশাকের মতন
তোমারে ঝাপটে ধরে
সময়েরে স্রোতে ভেসে যেতে যেতে
তোমারে ডেকে ডেকে বললো ,
প্রিয়া আমার ,আমি তো আজো আছি তোমারই
এই দেখো আমিই সেই তোমার ।

আজ,
আকাশের মাঝেখানটা চিরে গেছে
কোন সে ঠাটা পড়ে
আজ তোমার আমার দেখার আলোক কণা
নিভে নিভে হয়েছে অন্ধকার
এই দিন ও শেষ হয়ে যাবে
এই দিনও তো সেদিনের কাছে বলে দিবে
আমি তো সেই তার কাছে থেকেই এসেছি ।
আমি তো তোমারেই ভালোবেসেছি
আমি তো তোমারই হাসিতে হেসেছি
আমি তো তোমারই কাদঁনে কেদেঁছি
তুমি তো তা দেখনি
দেখবে নাও আর কোন দিন
কেননা সে দৃষ্টি তো তোমার আর নেই ।
যখন সমস্ত শেষ হয়ে যাবে
যখন শেষ হওয়ার পর আবার শুরু হবে
তখন দেখবে তোমার প্রেমটিও আমার প্রতি সেরকমই জন্মায়েছে ।
তখন তুমিও তো বলবে আমাকে ডেকে ডেকে ----
আমিও তো তোমারেই ভালোবেসেছিলাম ।

Regards,
মহব্বত হোসেন সরদার | mohabbathossain00@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment