স্মৃতি
.........নাসরিন জাহান মাধুরী
স্মৃতির ক্যাসেট প্লেয়ারে বেজে যায়
সাগর,কণিকা আর কিশোরেরা--
বইয়ের তাকে ধুলোপড়া বিচিত্রা, সন্ধানী
দেশ,সানন্দা,চিত্রালী আর পূর্বাণী ---
বারান্দার টব গুলো সেজে ওঠে লিলি
মে ফ্লাওয়ার আরো কতোসবে-
উঠোনে মায়ের বাগানে আজো ফোটে বেলি, হাস্নুহেনা গোলাপ।
ঘরের চাল বেয়ে তরতরিয়ে বেয়ে ওঠে বাগান বিলাস।
ভেলভেটে মোড়ানো ঈদ কার্ড!
কত যত্নে লিখে যাই ঈদের শুভেচ্ছা--
হাওয়াই মঠাই ফেরিওয়ালার হাকডাক --
ডেকে যায় চানাচুরওয়ালা শেষ বিকেলের আলোয়।
হঠাৎ সম্বিত ফিরে পেয়ে তাকিয়ে দেখি--
স্মৃতির মধুর অতীত আমায় এ কোন বর্তমানে নিয়ে এলো!
Regards,
নাসরিন জাহান মাধুরী | n.jahanripon@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
No comments:
Post a Comment