পরোক্ষ বন্ধু
সাঈদুর রহমান লিটন
০৩/০৬/১৯
**********************
চাকচিক্যময় জীবন
স্বপ্ন দেখার মতো উপাখ্যান
এগিয়ে চলছে বিশ্ব
থেমে গেছে জীবনের উল্লাস
হাসি কান্না একাকার।
নির্বিচার বৃক্ষ ছেদন
সুখ স্বপ্ন ছেদন আর বেঁচে থাকার
অবলম্বন, জেনে বুঝেই
বাঁচার আনন্দে অথবা লোভে।
সাময়িক সুখ, অসুখের রূপ
কেবা বুঝে ভবিষ্যৎ মরুভূমি মরুচর
যন্ত্রের ভরে চলছে জীবন।
একটি গাছ হাজারো জীবন
অক্সিজেনের গুদাম ঘর,
পরোক্ষ বন্ধু, ভালবেসে যাওয়া
জীবন্ত উদার হৃদয়।
একটি চারা রোপণ একজন
শিশু জন্ম দেওয়ার আনন্দ,
ভিতর থেকেই আসে,
আর একটি বাগান বুক ভরে
আসে সুখের উল্লাসে।
পাতায় পাতায় পল্লবিত হয়
প্রকৃতির রূপ। বদলায় ক্ষণে ক্ষণে
জীবনে হিসেব নিকেস। অবারিত সবুজ ভূমি হাতছানি দিয়ে আহবান করে সুস্থ জীবনের।
মানুষ নিরুপায়, উজার করতেই হবে
নচেৎ শান্তি নাই, ডিজিটাল জীবন
প্রকৃত জীবনের পরিপন্থী।
বিশ্ব এগিয়ে চলছে, ক্রমে ক্রমে হারিয়ে যাচ্ছে প্রকৃতির খেয়াল খুশি।
Regards,
সাঈদুর রহমান লিটন | highschool108821@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
No comments:
Post a Comment