আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

কবিতা: হৃদয়াঙ্গনা

গল্প, কবিতা, উপন্যাস, অনুবাদ, রহস্য, বিজ্ঞান, ইতিহাস, গণিত, সাইকোলজি, হেলথ, মোটিভেশনাল ও বই রিভিউ লিখুন সাহিত্য কণিকায়।


হৃদয়াঙ্গনা
মর্তুজা মুন্না

যে ভালবাসা দেখতে চেয়েছি
মায়াবী সে মধুভৃৎ নয়নাধারে,
দেখা হয়নি তা আজও তোমার মাঝে।
গড়তে দেখিনি স্বপ্ন শহর।

অরুন আলোর যে আকুলতা বৃক্ষপত্রে;
ঘরে ফেরার যে ব্যাকুলতা শেষ বিহগে;
শিখরী বীজের যে প্রতিক্ষা বারিধারার
দেখা হয়নি তা আজও তোমার মাঝে।

শুধু দেখেছি কৃষ্ণ পক্ষের ন্যায় আঁখি,
যাতে রয়েছে না বলার ব্যাকুলতা
নিজেকে লুকিয়ে রাখার আকুলতা
কোন এক অজানা অচেনার প্রতিক্ষা।

তবুও ভালবেসে যেতে চাই তোমায়;
বিহগ যেমন ভালবাসে অনন্ত
স্রোতস্বিনী ভালবাসে জলধর
শিখরী ভালবাসে মৃত্তিকা।

যতদিন এ হৃদয় স্পন্দিত হবে;
এ নয়ন ভরে জল আসবে;
তনু মাঝে প্রাণ পতত্রী থাকবে
ততদিন এ হৃদয় ভালবাসবে।

________

সময়ের গুঞ্জন

গল্প, কবিতা, উপন্যাস, অনুবাদ, রহস্য, বিজ্ঞান, ইতিহাস, গণিত, সাইকোলজি, হেলথ, মোটিভেশনাল ও বই রিভিউ লিখুন সাহিত্য কণিকায়।



সময়ে গুঞ্জন কহে ফুরাইলো মোর সময় ।
 কহে নিশিথে দেখ দুরের ঐ চাঁদ ।
 রাতের অন্ধকারে কার হাত খানি ধরি ।
 ছারি কার হাত ।
দিবালোকে তুমি হারায়েছো মোর হাত ।
অশ্রু সজল চোখে তাকিয়ে ছিনু তোমার পানে ।
 দেখিনি কভু তোমার চোখে ।
ভালোবাসার কিঞ্চিত প্রান ।
একদা ফিরে এলে হায় ।
তুমি মোর ঘরে ।
 তাকিয়াছিলে তুমি আমারি পানে ।
 হারায়ে গিয়াছি আমি তখন অন্ধকারে ।
 চলিয়াছি আমি পথ অজানারে উদ্দেশ্য করে ।

আমার অস্তিত্ব

গল্প, কবিতা, উপন্যাস, অনুবাদ, রহস্য, বিজ্ঞান, ইতিহাস, গণিত, সাইকোলজি, হেলথ, মোটিভেশনাল ও বই রিভিউ লিখুন সাহিত্য কণিকায়।


অামি দেখেছি সবুজ ঘাসের
বুকে শিশিরের মেলা
সুবাস ছড়ানো পাপড়ির 'পরে
কালো ভোমরের খেলা।

রাতে জোনাকির মিটিমিটি অালোয়
কাটে অাঁধারের বাঁধ
অানমনা হয়ে কতই দেখেছি
জোছনা ছড়ানো চাঁদ।

নিঝুম রাতের নীরবতায়
সময় যেন থামে
কালো অাঁধারের বুক চিরে ফের
রোদের মেয়েরা নামে।

হাওয়ার নাচে দোলে সারা মাঠ
সোনালি অাভা তাতে
শান্ত ঝিলে হাঁসের দলেরা
জলকেলিতে মাতে।

পাখির কোরাসে মন ভরে যায়
বাতাসে ভরে বুক
ঝম ঝম ঝম বাদলে ভিজে
খুঁজে পাই সব সুখ।

অামি দিনমান কোলাহল করি
ঘরে ফিরে যাই সাঁঝে
উদাস হাওয়ায় গান গেয়ে ফের
মিশি প্রকৃতির মাঝে।

#Mostafa

কবিতা: স্বপ্ন

গল্প, কবিতা, উপন্যাস, অনুবাদ, রহস্য, বিজ্ঞান, ইতিহাস, গণিত, সাইকোলজি, হেলথ, মোটিভেশনাল ও বই রিভিউ লিখুন সাহিত্য কণিকায়।


সপ্ন
স্বপ্ন জীবনের সম্বল,
স্বপ্ন জীবনের প্রেরণা,
স্বপ্ন জীবনের পরম পাওয়া
স্বপ্ন জীবনের সাধ,
স্বপ্ন বাস্তবতার গ্লানি,
স্বপ্ন আশাহত মানুষের কল্পনার সত্য বাণী,
স্বপ্ন অভুক্ত মানুষের মুখের হাঁসি,
স্বপ্ন বিভীষিকার কর্ণপাত,
স্বপ্ন বিবর্ণ সুখ,
স্বপ্ন কোলাহলের সাড়া,
স্বপ্ন গভীর রজনীর কান্না,
স্বপ্ন মাটিরচাপ,
স্বপ্ন একগুচ্ছ রঙ্গিন পানি,
স্বপ্ন চাওয়া পাওয়ার ছায়া,
স্বপ্ন সূর্যদয়ের আবাস,
স্বপ্ন বিজয়ের শক্তি,
স্বপ্ন মিথ্যার বিরুদ্ধে লড়াই,
স্বপ্ন আজকের সঠিক সিদ্ধান্ত,
স্বপ্ন বিরহী গাথা আঁখিজলের প্রিয় মানুষের নজর,
স্বপ্ন তেপান্তর 'এর' হাহাকার,
স্বপ্ন ভূষণ, স্বপ্নই খোঁরাক।

কবিতা: এই ছিল কি মোর অপরাধ

গল্প, কবিতা, উপন্যাস, অনুবাদ, রহস্য, বিজ্ঞান, ইতিহাস, গণিত, সাইকোলজি, হেলথ, মোটিভেশনাল ও বই রিভিউ লিখুন সাহিত্য কণিকায়।


এই ছিল কি মোর অপরাধ

তোমায় চিনতে পারিনি এতটুকু
শুধু চেষ্টা করেছি মাত্র।

আমি চাই নি তুমি আমার মত হও
কারন তুমি অনেক বড়
শুধু চেয়েছিলাম একসাথে হাঁটব পাশাপাশি

আমি চাই নি তুমি আমার হও
কারন আমি অযোগ্য
শুধু চেয়েছিলাম বৃষ্টিতে চা খাব একসাথে

আমি ছাড়া আমার আর কেউ নেই
ভেবেছিলাম তোমার পাগলামি দেখব
আর খুনসুটিতে মাতব খানিকক্ষণ

তুমি চলে গেলে অযোগ্য ছেড়ে যোগ্যের সন্ধানে..এটাই স্বাভাবিক
তোমার আশা যেন হয় পূরন

তবে খালি পায়ে আমি আর হাঁটি না...

কবিতা : অন্তরের প্রকৃতি

গল্প, কবিতা, উপন্যাস, অনুবাদ, রহস্য, বিজ্ঞান, ইতিহাস, গণিত, সাইকোলজি, হেলথ, মোটিভেশনাল ও বই রিভিউ লিখুন সাহিত্য কণিকায়।


অন্তরের প্রকৃতি
 -- জান্নাতুল ফেরদৌস,মুন্নু

আত্মারাম করিয়াছ আলস্য করিয়া নষ্ট হত্তয়া পবিত্র অন্তরীপ"

যাহার মহে জাগিয়াছে কতো মানুষের অন্ত:করণ আলস্যপরায়ণ।

প্রকাণ্ড ব্যক্তিরা হয়ে ওঠেছে কৃতবিদ্য' আত্মজাহির পরায়ণ;

নিষ্ঠুর মানব অনার্জিত হইয়া উঠিয়াছে
বিচারবুদ্ধি শূন্যে পরিণত হয়েছে।

শৈল্পিক অভিঘাতহীন কলহ নামিয়াছে মানবের বুকে,
অন্তর হইয়াছে আজ দো-আঁশলা প্রকৃতির তাই শ্রেষ্ঠকে হরণ করা হচ্ছে"

নৈতিক আচরণ মানব প্রকৃতি থেকে জেনো  আজ উচ্চ মাত্রায় লোভনীয়।

মনুষ্যত্বের শ্রেষ্ঠত্বা আজ জেনো ভান দরিয়াছে "

অভিতপ্ত মানব হাহাকার করিয়া চাহিয়া আছে স্থির হয়ে কোথায় পাবে সদ্যফোটা ফুল!

সুখ পাওয়া অন্তর প্রকৃতি জাগ্রত হোক
হোঁচট খাওয়া মানবের সন্ধানে"

অন্ধকারময় মানব আজ প্রণয়ে প্রণয়ে তুমুল হুংকার দিক রক্ত - মাংসে ঘড়া স্পৃহা।

সাহিত্য কণিকা; আমাদের সাহিত্য পত্রিকা।

সাহিত্য কণিকায় আপনাদের স্বাগতম। একঝাঁক উদীয়মান লেখকের লিখার ভুবনে হারিয়ে যেতে আহ্বান করছি।

আপনিও লিখতে পারেন 'সাহিত্য কণিকায়।লিখতে চাইলে আপনার ইমেইল এড্রেস কমেন্ট করুন। আপনাকে ব্লগে সংযুক্ত করে দেয়া হবে।এরপর পোস্ট করুন আপনার লেখা সাহিত্যের কণাগুলো।

এখানে লিখতে হলে আপনাকে অপ্রকাশিত লিখা পাবলিশ করতে হবে। অনলাইনে বা অফলাইনে প্রকাশিত কোন লিখা এখানে পাবলিশ করা যাবে না।