" মানবতার দ্বার "
🕌মোল্লা মোহাম্মদ আলী ক্লে🕌
মানুষের জীবন আজ কুকুর সমতুল্য
রাস্তায় পরে থাকে নেই কোন মুল্য।
মানুষের মনে আজ পরে গেছে ময়লা
হৃদয়ে মানুষ নেই আছে শুধু কয়লা।
রাস্তায় পরে আজ মরে এক লোক
ফাঁকে দাঁড়িয়ে সবে করে উপভোগ।
যায়না কাছে যদি ভাইরাস ধরে
ওহার মতোই তবে আমি যাবো মরে।
এটাই বোঝেনা মানুষ মানুষের তরে
মরন আসলে যবে থাকো যতই দূরে।
জানি সবে প্রতিবাদ করবে আমায়
এতো সাহস তোমার কোন লাটের জামাই।
কোরআন হাদিস মোরা একটুতো জানি
জীবন গেলেও না হয় এতোটুকু মানি।
সারাদেশে কি হলো সেটা নহে ধরি
সামনে যে রোগি পরে তার সেবা করি।
ছোঁয়াছে রোগ বলে সেফটি পরি
মানুষের তরে না হয় মানুষই মরি।
তবুও মানবতার দাঁড় খোলো সবে
খোদাতালার রহমত তবেই হবে।
ডাক্তারো মানুষ তার কিসে দায়ভার
সেও তো সেবা করে আমার তোমার।
তাদের কি নাই জীবন নাই পরিবার
জন্ম থেকেই কি ছিলো ডাক্তার।
তর্ক না করি এসো করি সেবা দান
মানুষ শ্রেষ্ঠ জাতী রাখি তাঁর মান।
ঘরেতে বন্ধি সবে নয় ধনি জন
না খেয়ে থাকবে তারা আর কত ক্ষন।
ঘরেতে বন্ধিরেখে কাটবে না দায়
এখনি খুঁজতে হবে বাঁচার উপায়।
মাবতার হাত দাও মানুষের তরে
খাদ্য পৌছে দাও অভাবির ঘর।
নিজে বাঁচো আর বাঁচাও অপর জন
খোদায় খুশি হলে বাঁচবো সর্বক্ষণ।
Regards,
মোহাম্মদ আলী | clay1186@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
বাংলা ম্যাগাজিন ব্লগ। আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। ●Name চিহ্নিত বক্সে আপনার সম্পূর্ণ নাম দিন । ● Email চিহ্নিত বক্সে আপনার ইমেইল এড্রেস দিন । ●মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ আপনার লিখাটি দিন । Send বাটনে ক্লিক করার সাথে সাথেই পোস্টটি ওয়েবসাইট এ পাবলিশ হয়ে যাবে।
আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।
[সাহিত্য কণিকা] New message received.
বিশ্বাসীরাই সফলকাম
-সাদিয়া ইসলাম সূচনা
তুমি জয়লাভ করবে যদি তুমি বিশ্বাসী হও।
অবিশ্বাসীরা কখনও জয় লাভ করতে পারে না
মনে যদি তোমার সাহস থাকে, তবে তুমি অবশ্যই পারবে।
অবিশ্বাসীরা সবসময় ব্যর্থ হয়
যদি তুমি ভেবে নাও তুমি হেরে গেছো তবে তুমি জিততে পারবে না।
অগাধ বিশ্বাস মানুষকে অনেক দূর প্রান্তে নিয়ে যায়।
যদি তুমি জিততে চাও তাহলে মনের সংশয় রেখো না।
অবিশ্বাসীরা মনে সংশয় রাখে।
বিশ্বাসীরা সবসময় সফলকাম।
Regards,
সাদিয়া ইসলাম সূচনা | sksagor01998826493@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
-সাদিয়া ইসলাম সূচনা
তুমি জয়লাভ করবে যদি তুমি বিশ্বাসী হও।
অবিশ্বাসীরা কখনও জয় লাভ করতে পারে না
মনে যদি তোমার সাহস থাকে, তবে তুমি অবশ্যই পারবে।
অবিশ্বাসীরা সবসময় ব্যর্থ হয়
যদি তুমি ভেবে নাও তুমি হেরে গেছো তবে তুমি জিততে পারবে না।
অগাধ বিশ্বাস মানুষকে অনেক দূর প্রান্তে নিয়ে যায়।
যদি তুমি জিততে চাও তাহলে মনের সংশয় রেখো না।
অবিশ্বাসীরা মনে সংশয় রাখে।
বিশ্বাসীরা সবসময় সফলকাম।
Regards,
সাদিয়া ইসলাম সূচনা | sksagor01998826493@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
[সাহিত্য কণিকা] New message received.
কবিতা- করোনা
কবি- তাপস কুমার বর
জনকোলাহলের রব গেছে থমকে ,
সারা বিশ্ব আজ?
করোনা আতঙ্কে!
মারণ ভাইরাস অঙ্কুরিত হয়ে বাড়ছে,
সারা জগৎ সচেতন বার্তা দিচ্ছে বারে বারে।
লক ডাউন জারি করে,
আটকাতে হবে করোনাকে ।
আজও বের হয়নি এর প্রতিষেধক যে,
জাগো হে জনগণ সচেতন চিত্তে।
বারে বারে হাত ধোঁয়া অভ্যাস করো,
সাবান বা অ্যালকোহলে।
করোনাতে মানুষ বাঁচে,
যদি জনগণ থাকো একটু দূরত্ব রেখে।
ছোঁয়াচে মারণ ভাইরাস,
ছড়ায় এরা খুব দ্রুতগতিতে।
জাগো হে জনগণ একটু সচেতন চিত্তে,
বাঁচবে সকলে-
যদি থাকো লক্ষণ রেখায় আটকে।
যেখানে যাও তোমরা,
মাস্ক পরো নিয়ম মেনে।
Regards,
Tapas Kumar bar | tapasbar195@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
কবি- তাপস কুমার বর
জনকোলাহলের রব গেছে থমকে ,
সারা বিশ্ব আজ?
করোনা আতঙ্কে!
মারণ ভাইরাস অঙ্কুরিত হয়ে বাড়ছে,
সারা জগৎ সচেতন বার্তা দিচ্ছে বারে বারে।
লক ডাউন জারি করে,
আটকাতে হবে করোনাকে ।
আজও বের হয়নি এর প্রতিষেধক যে,
জাগো হে জনগণ সচেতন চিত্তে।
বারে বারে হাত ধোঁয়া অভ্যাস করো,
সাবান বা অ্যালকোহলে।
করোনাতে মানুষ বাঁচে,
যদি জনগণ থাকো একটু দূরত্ব রেখে।
ছোঁয়াচে মারণ ভাইরাস,
ছড়ায় এরা খুব দ্রুতগতিতে।
জাগো হে জনগণ একটু সচেতন চিত্তে,
বাঁচবে সকলে-
যদি থাকো লক্ষণ রেখায় আটকে।
যেখানে যাও তোমরা,
মাস্ক পরো নিয়ম মেনে।
Regards,
Tapas Kumar bar | tapasbar195@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
[সাহিত্য কণিকা] New message received.
যুদ্ধ
শ্রীসেন
যুদ্ধ,সেই জন্মতক
যুদ্ধ চলেছে আজও
সৈনিক আমি, তুমি কিম্বা বিগত যারা
যুদ্ধ,সেই জন্মতক
যুদ্ধ চলেছে আজও-
পরাধীনতার শেকল ভাঙা যুদ্ধ
যুদ্ধ চিন্তার স্বাধীনতার
আজও অন্ন হলো না সবার!
যুদ্ধে যুদ্ধেই ঘায়েল হবে তুমি সাবধান মজুতদার
একটা যুদ্ধ জেতা হলে আরেকটা এসে যায়...
এক অন্য যুদ্ধের ইশারায় এখন এক মহাকালের সাক্ষী আমরা
'কোভিড-নাইন্টিন'-
সে কী ছিন্ন করে দেবে যাবতীয় বন্ধন,কেড়ে নেবে বাঁচার অধিকার
নাকি আরও বেশি কাছাকাছি করে দিতে বিধাতার এও এক অপূর্ব খেয়াল!
যুদ্ধ, সেই জন্মতক
যুদ্ধ চলেছে আজও
জিতব তো আমরাই এবারও, আজও
ঘুম ছেড়ে এসো সব্বাই-চলো জাগি,তুমিও জাগো
যুদ্ধ, সেই জন্মতক,যুদ্ধ চলবে আজও...
@বিশ্বজিৎ সেনগুপ্ত
Regards,
Biswajit Sengupta | biswajit.sengupta40a@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
শ্রীসেন
যুদ্ধ,সেই জন্মতক
যুদ্ধ চলেছে আজও
সৈনিক আমি, তুমি কিম্বা বিগত যারা
যুদ্ধ,সেই জন্মতক
যুদ্ধ চলেছে আজও-
পরাধীনতার শেকল ভাঙা যুদ্ধ
যুদ্ধ চিন্তার স্বাধীনতার
আজও অন্ন হলো না সবার!
যুদ্ধে যুদ্ধেই ঘায়েল হবে তুমি সাবধান মজুতদার
একটা যুদ্ধ জেতা হলে আরেকটা এসে যায়...
এক অন্য যুদ্ধের ইশারায় এখন এক মহাকালের সাক্ষী আমরা
'কোভিড-নাইন্টিন'-
সে কী ছিন্ন করে দেবে যাবতীয় বন্ধন,কেড়ে নেবে বাঁচার অধিকার
নাকি আরও বেশি কাছাকাছি করে দিতে বিধাতার এও এক অপূর্ব খেয়াল!
যুদ্ধ, সেই জন্মতক
যুদ্ধ চলেছে আজও
জিতব তো আমরাই এবারও, আজও
ঘুম ছেড়ে এসো সব্বাই-চলো জাগি,তুমিও জাগো
যুদ্ধ, সেই জন্মতক,যুদ্ধ চলবে আজও...
@বিশ্বজিৎ সেনগুপ্ত
Regards,
Biswajit Sengupta | biswajit.sengupta40a@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
[সাহিত্য কণিকা] New message received.
🇧🇩 কালো রাত 🇧🇩
🏴মোল্লা মোহাম্মদ আলী ক্লে 🏴
প্রতিবছর একটি করে
আসে এমন রাত,
দাদু আমার কাঁন্দে শুধু
খায় না কোন ভাত।
জিগাই আমি দাদু তুমি
কাঁন্দো কেন বলো,
শরির খারাপ নিচ্ছি আমি
ডাক্তারের কাছ চলো।
দাদু আমার কেঁন্দে বলে
নারে দাদু না,
অসুখ আমার মনের ভীতর
ডাক্তার পাবে না।
জানিস নারে দাদু তোরা
এমন রাতের কথা,
কি ভয়ানক দৃশ্য সে যে
ভাবতে লাগে ব্যাথা।
মানুষ রুপি জানোয়ার সব
আমার দেশে এসে
ঘুমন্ত সব মানুষ মারে
বন্যশুয়োর বেশে।
মেরেছিলো অবুঝ শিশু
নারী, যুবক,বুড়া,
মানুষ নারে বন্য শেয়োর
পাকিস্তানি ওরা।
কি বলিবো দাদু তোরে
তোর যে বড় কাকা
আমায় রেখে কবর দেশে
চলে গেলো একা।
বাংলা নেতা বঙ্গবন্ধু
সেও পায়নি ছাড়,
বুকে তারা বরফ চেপে
রেখে ছিলো তাঁর।
২৬ শে মার্চ প্রথম প্রহর
নামলো কালো ছায়া
বুকের রক্তে লাল জমিনের
বারলো আরো মায়া।
কৃষক শ্রমিক ছাত্র সবাই
অস্ত্র নিলো হাতে,
ত্রিশ লক্ষ জীবন দিয়ে
স্বাধীন পেলাম তাতে।
Regards,
মোল্লা মোহাম্মদ আলী ক্ল | clay1186@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
🏴মোল্লা মোহাম্মদ আলী ক্লে 🏴
প্রতিবছর একটি করে
আসে এমন রাত,
দাদু আমার কাঁন্দে শুধু
খায় না কোন ভাত।
জিগাই আমি দাদু তুমি
কাঁন্দো কেন বলো,
শরির খারাপ নিচ্ছি আমি
ডাক্তারের কাছ চলো।
দাদু আমার কেঁন্দে বলে
নারে দাদু না,
অসুখ আমার মনের ভীতর
ডাক্তার পাবে না।
জানিস নারে দাদু তোরা
এমন রাতের কথা,
কি ভয়ানক দৃশ্য সে যে
ভাবতে লাগে ব্যাথা।
মানুষ রুপি জানোয়ার সব
আমার দেশে এসে
ঘুমন্ত সব মানুষ মারে
বন্যশুয়োর বেশে।
মেরেছিলো অবুঝ শিশু
নারী, যুবক,বুড়া,
মানুষ নারে বন্য শেয়োর
পাকিস্তানি ওরা।
কি বলিবো দাদু তোরে
তোর যে বড় কাকা
আমায় রেখে কবর দেশে
চলে গেলো একা।
বাংলা নেতা বঙ্গবন্ধু
সেও পায়নি ছাড়,
বুকে তারা বরফ চেপে
রেখে ছিলো তাঁর।
২৬ শে মার্চ প্রথম প্রহর
নামলো কালো ছায়া
বুকের রক্তে লাল জমিনের
বারলো আরো মায়া।
কৃষক শ্রমিক ছাত্র সবাই
অস্ত্র নিলো হাতে,
ত্রিশ লক্ষ জীবন দিয়ে
স্বাধীন পেলাম তাতে।
Regards,
মোল্লা মোহাম্মদ আলী ক্ল | clay1186@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
[সাহিত্য কণিকা] New message received.
জাতির জনক শেখ মুজিবুর রহমান।
লিখেছেন: মাহমুদ হাসান
১৭-০৩-২০২০ইং মঙ্গলবার।
জা. জাতির জনক শেখ মুজিবুর রহমান।
তি. তিনি হলেন এই বাংলাদেশের সম্মান।
র. রক্ত দিয়েছে বাঙালী জাতি স্বাধীনতার তরে।
জ. জয় করতে বাঙালী মুক্তির অস্ত্র তুলে ধরে।
ন. নয় মাস চলে তোমার নেতৃত্বে এই স্বাধীনতার যুদ্ধ।
ক. করেছো তুমি বাঙালিকে মুক্তির জন্য একতাবদ্ধ।
শে. শেষ রক্ষা হয়নি তাই হানাদার পাক বাহিনীর।
খ. খণ্ডিত হলো পাকিস্তান বিজয় যে স্বাধীন বাংলার।
মু. মুজিব বর্ষ আমাদের গর্ব! আমাদের অহংকার তুমি।
জি. জিদ ছিল তোমার, বাংলা কেন থাকবে পরাধীন ভূমি?
বু. বুক পেতে তাই বাঙালী জাতি নিয়েছে অজস্র গুলি!
র. রণাঙ্গনের আত্মত্যাগে আমরা আজ বাংলায় কথা বলি।
র. রচনা করলে তুমি একটি স্বাধীন ভূমি; বাংলাদেশ।
হ. হত্যা করেছে তারা নির্বিচারে এই নিরীহ বাঙালী বেশ।
মা. মা-বোনদের ইজ্জতের বিনিময়ে পেলাম স্বাধীনতা।
ন. নতশিরে আত্মসমর্পণ করল পাক-হানাদার হোতা।
Regards,
মাহমুদ হাসান | Sheikhmahmud77@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
লিখেছেন: মাহমুদ হাসান
১৭-০৩-২০২০ইং মঙ্গলবার।
জা. জাতির জনক শেখ মুজিবুর রহমান।
তি. তিনি হলেন এই বাংলাদেশের সম্মান।
র. রক্ত দিয়েছে বাঙালী জাতি স্বাধীনতার তরে।
জ. জয় করতে বাঙালী মুক্তির অস্ত্র তুলে ধরে।
ন. নয় মাস চলে তোমার নেতৃত্বে এই স্বাধীনতার যুদ্ধ।
ক. করেছো তুমি বাঙালিকে মুক্তির জন্য একতাবদ্ধ।
শে. শেষ রক্ষা হয়নি তাই হানাদার পাক বাহিনীর।
খ. খণ্ডিত হলো পাকিস্তান বিজয় যে স্বাধীন বাংলার।
মু. মুজিব বর্ষ আমাদের গর্ব! আমাদের অহংকার তুমি।
জি. জিদ ছিল তোমার, বাংলা কেন থাকবে পরাধীন ভূমি?
বু. বুক পেতে তাই বাঙালী জাতি নিয়েছে অজস্র গুলি!
র. রণাঙ্গনের আত্মত্যাগে আমরা আজ বাংলায় কথা বলি।
র. রচনা করলে তুমি একটি স্বাধীন ভূমি; বাংলাদেশ।
হ. হত্যা করেছে তারা নির্বিচারে এই নিরীহ বাঙালী বেশ।
মা. মা-বোনদের ইজ্জতের বিনিময়ে পেলাম স্বাধীনতা।
ন. নতশিরে আত্মসমর্পণ করল পাক-হানাদার হোতা।
Regards,
মাহমুদ হাসান | Sheikhmahmud77@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
[সাহিত্য কণিকা] New message received.
ধোঁকা!
লিখেছেন : মাহমুদ হাসান (নারায়ণগঞ্জ)
তারিখ : ২০-০৩ -২০২০ইং শুক্রবার
কখনো ভাবিনি আমি, তোমার কাছে পাবো এমন করে আঘাত।
কিভাবে বুঝবে তুমি, তোমার মনোবাসনায় দেইনি ব্যাঘাত!
আমাদের ভালোলাগার পথ অনেক আগেই হয়েছে ভিন্ন।
তোমার স্বপ্নপূরণের বাসনায় আমার সম্পর্ক করেছো ছিন্ন!
কষ্টে মূর্ছিত হইনি তখন, বুঝেছিলাম নিয়তি আমার হয়তো-বা এমনি।
দুঃখ ঘুচাতে কবিতা লেখন, চেয়েছিলাম থাকতে বিস্মৃত তেমনি।
আমি ছিলাম তোমার প্রতি প্রচন্ড দুর্বল; তোমার অনিন্দ্য রূপে কি গুণে!
তাই তো হৃদয়ে আমার হলো বদ্ধমূল, আমার জীবন রঙিন হবে কী খুনে?
ভালোবাসার জন্য পাগল আমরা, তাই প্রিয়জনের নির্মম পরিহাসে হই বোকা।
অগাধ বিশ্বাসের প্রতিফলে, প্রতিনিয়ত আশাভঙ্গে পাচ্ছি অব্যক্ত ছলনায় ধোঁকা!
Regards,
মাহমুদ হাসান | Sheikhmahmud77@gmai.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
লিখেছেন : মাহমুদ হাসান (নারায়ণগঞ্জ)
তারিখ : ২০-০৩ -২০২০ইং শুক্রবার
কখনো ভাবিনি আমি, তোমার কাছে পাবো এমন করে আঘাত।
কিভাবে বুঝবে তুমি, তোমার মনোবাসনায় দেইনি ব্যাঘাত!
আমাদের ভালোলাগার পথ অনেক আগেই হয়েছে ভিন্ন।
তোমার স্বপ্নপূরণের বাসনায় আমার সম্পর্ক করেছো ছিন্ন!
কষ্টে মূর্ছিত হইনি তখন, বুঝেছিলাম নিয়তি আমার হয়তো-বা এমনি।
দুঃখ ঘুচাতে কবিতা লেখন, চেয়েছিলাম থাকতে বিস্মৃত তেমনি।
আমি ছিলাম তোমার প্রতি প্রচন্ড দুর্বল; তোমার অনিন্দ্য রূপে কি গুণে!
তাই তো হৃদয়ে আমার হলো বদ্ধমূল, আমার জীবন রঙিন হবে কী খুনে?
ভালোবাসার জন্য পাগল আমরা, তাই প্রিয়জনের নির্মম পরিহাসে হই বোকা।
অগাধ বিশ্বাসের প্রতিফলে, প্রতিনিয়ত আশাভঙ্গে পাচ্ছি অব্যক্ত ছলনায় ধোঁকা!
Regards,
মাহমুদ হাসান | Sheikhmahmud77@gmai.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
[সাহিত্য কণিকা] New message received.
( যে হাসির ঝিলিক দেখে )
--পলাশ মন্ডল ।
যে হাসির ঝিলিক দেখে
কুয়াশায় সূর্য ওঠে,
যে হাসির আবির মেখে
পৌষেও পলাশ ফোটে,
যে হাসির ফল্গুধারায়
ভেসে যায় জীবনতরী,
যে হাসি রাতের তারায়
দিয়ে যায় স্বপ্ন ভরি,
জীবনের গল্পগুলি
যে হাসির আশীষ-ছোঁয়ায়
সুর তাল ছন্দ তুলি
হৃদয়ের গান হয়ে যায়,
যে হাসি তীব্র ক্ষুধায়
জননীর শীর্ণ বুকে
ভরিয়ে জীবন শুধায়
তুলে দেয় শিশুর মুখে,
যে হাসি ব্যাথার রাতে
শিয়রে প্রদীপ জ্বালে,
সুশীতল স্নিগ্ধ হাতে
সুনিবিড় শান্তি ঢালে,
যে হাসির নরম স্নেহ
মরমে পড়ল ঝরে,
সে হাসির নীরব মোহে
এ জীবন উঠুক ভ'রে ।
Regards,
Palash Mondal | palashmondalseven@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
--পলাশ মন্ডল ।
যে হাসির ঝিলিক দেখে
কুয়াশায় সূর্য ওঠে,
যে হাসির আবির মেখে
পৌষেও পলাশ ফোটে,
যে হাসির ফল্গুধারায়
ভেসে যায় জীবনতরী,
যে হাসি রাতের তারায়
দিয়ে যায় স্বপ্ন ভরি,
জীবনের গল্পগুলি
যে হাসির আশীষ-ছোঁয়ায়
সুর তাল ছন্দ তুলি
হৃদয়ের গান হয়ে যায়,
যে হাসি তীব্র ক্ষুধায়
জননীর শীর্ণ বুকে
ভরিয়ে জীবন শুধায়
তুলে দেয় শিশুর মুখে,
যে হাসি ব্যাথার রাতে
শিয়রে প্রদীপ জ্বালে,
সুশীতল স্নিগ্ধ হাতে
সুনিবিড় শান্তি ঢালে,
যে হাসির নরম স্নেহ
মরমে পড়ল ঝরে,
সে হাসির নীরব মোহে
এ জীবন উঠুক ভ'রে ।
Regards,
Palash Mondal | palashmondalseven@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
[সাহিত্য কণিকা] New message received.
ঐ দেখা যায় রূপ নগর
শিমুল ভূঁইয়া
তারিখ-১২/০৩/২০২০
------------------------------
ঐ দেখা যায় রূপ নগর
জ্বলে পুড়ে স্তূপ
আগুন নেভানোর দৃশ্যটা
দেশ জনতা দেখছে খুব?
বস্তিতে ঐ বাস করে যারা
তাঁরা ও মা মাটি দেশকে ভালোবাসে
বিচিত্র এই শহরে তাদের ঘরে আগুন দেখে
উপর তলার মানুষ গুলো নাচে?
মানবতা আছে কি তাদের পাশে?
আর কিছুদিন পরে এই জমিনে
আগুনের স্তূপ সরিয়ে অট্টালিকা হবে
মাথার উপর সাদা আকাশ জুড়ে
ছাউনী আসবে কবে?
শান্তনা এই টুকুই হয়তো একদিন হবে?
Regards,
Shimul Bhuiyan | mlinkbd13@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
শিমুল ভূঁইয়া
তারিখ-১২/০৩/২০২০
------------------------------
ঐ দেখা যায় রূপ নগর
জ্বলে পুড়ে স্তূপ
আগুন নেভানোর দৃশ্যটা
দেশ জনতা দেখছে খুব?
বস্তিতে ঐ বাস করে যারা
তাঁরা ও মা মাটি দেশকে ভালোবাসে
বিচিত্র এই শহরে তাদের ঘরে আগুন দেখে
উপর তলার মানুষ গুলো নাচে?
মানবতা আছে কি তাদের পাশে?
আর কিছুদিন পরে এই জমিনে
আগুনের স্তূপ সরিয়ে অট্টালিকা হবে
মাথার উপর সাদা আকাশ জুড়ে
ছাউনী আসবে কবে?
শান্তনা এই টুকুই হয়তো একদিন হবে?
Regards,
Shimul Bhuiyan | mlinkbd13@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
[সাহিত্য কণিকা] New message received.
ঐ দেখা যায় রূপ নগর
শিমুল ভূঁইয়া
তারিখ-১২/০৩/২০২০
------------------------------
ঐ দেখা যায় রূপ নগর
জ্বলে পুড়ে স্তূপ
আগুন নেভানোর দৃশ্যটা
দেশ জনতা দেখছে খুব?
বস্তিতে ঐ বাস করে যারা
তাঁরা ও মা মাটি দেশকে ভালোবাসে
বিচিত্র এই শহরে তাদের ঘরে আগুন দেখে
উপর তলার মানুষ গুলো নাচে?
মানবতা আছে কি তাদের পাশে?
আর কিছুদিন পরে এই জমিনে
আগুনের স্তূপ সরিয়ে অট্টালিকা হবে
মাথার উপর সাদা আকাশ জুড়ে
ছাউনী আসবে কবে?
শান্তনা এই টুকুই হয়তো একদিন হবে?
Regards,
Shimul Bhuiyan | mlinkbd13@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
শিমুল ভূঁইয়া
তারিখ-১২/০৩/২০২০
------------------------------
ঐ দেখা যায় রূপ নগর
জ্বলে পুড়ে স্তূপ
আগুন নেভানোর দৃশ্যটা
দেশ জনতা দেখছে খুব?
বস্তিতে ঐ বাস করে যারা
তাঁরা ও মা মাটি দেশকে ভালোবাসে
বিচিত্র এই শহরে তাদের ঘরে আগুন দেখে
উপর তলার মানুষ গুলো নাচে?
মানবতা আছে কি তাদের পাশে?
আর কিছুদিন পরে এই জমিনে
আগুনের স্তূপ সরিয়ে অট্টালিকা হবে
মাথার উপর সাদা আকাশ জুড়ে
ছাউনী আসবে কবে?
শান্তনা এই টুকুই হয়তো একদিন হবে?
Regards,
Shimul Bhuiyan | mlinkbd13@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
[সাহিত্য কণিকা] New message received.
#কবিতা
লক্ষ্মীছাড়া
শংকর ব্রহ্ম
-----------------
তুমি নেই ভাবতেই বুকের ভিতর খালি,
একেবারে শূন্য,
নির্ভেজাল নিঃস্ব, যেন খাঁ খাঁ মরুভূমি,
বুক জুড়ে এতখানি ছিলে বুঝি তুমি?
ভুলেও কখনও যে কেন, আগে তা ভাবিনি,
এখন আর ভেবে কোন লাভ নেই জানি।
এখন শূন্যতা শুধু,আমাকেই গিলে খায়
নিদারুণ কষ্টের মোচড়ে
একান্তে বুঝিয়ে দেয়
কিভাবে যে দশভূজা হয়ে,
তুমি সুনিপুন ঠেকিয়েছ দশদিক
এখন দিশেহারা হয়ে ভাবি সব
মনে মনে তোমার অভাব খুব করি অনুভব।
লক্ষ্মী শূন্য ঘরে আজ লক্ষ্মীছাড়া হয়ে,
তবু বেঁচে আছি আর অন্য কিছু নয়,
মরতে পারি না বলে,মনে নিয়ে ভয়
শুধু আজ বেঁচে থাকতে হয়।
Regards,
শংকর ব্রহ্ম | sb.march51@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
লক্ষ্মীছাড়া
শংকর ব্রহ্ম
-----------------
তুমি নেই ভাবতেই বুকের ভিতর খালি,
একেবারে শূন্য,
নির্ভেজাল নিঃস্ব, যেন খাঁ খাঁ মরুভূমি,
বুক জুড়ে এতখানি ছিলে বুঝি তুমি?
ভুলেও কখনও যে কেন, আগে তা ভাবিনি,
এখন আর ভেবে কোন লাভ নেই জানি।
এখন শূন্যতা শুধু,আমাকেই গিলে খায়
নিদারুণ কষ্টের মোচড়ে
একান্তে বুঝিয়ে দেয়
কিভাবে যে দশভূজা হয়ে,
তুমি সুনিপুন ঠেকিয়েছ দশদিক
এখন দিশেহারা হয়ে ভাবি সব
মনে মনে তোমার অভাব খুব করি অনুভব।
লক্ষ্মী শূন্য ঘরে আজ লক্ষ্মীছাড়া হয়ে,
তবু বেঁচে আছি আর অন্য কিছু নয়,
মরতে পারি না বলে,মনে নিয়ে ভয়
শুধু আজ বেঁচে থাকতে হয়।
Regards,
শংকর ব্রহ্ম | sb.march51@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
কঠিন সহজ - পলাশ মন্ডল
( কঠিন সহজ )
--পলাশ মন্ডল ।
সহজ কথা
নয় যে সহজ বলা ।
সহজ পথে
নয় রে সহজ চলা ।
সহজ ভাবে
ভাবতে গেলে কিছু,
কঠিন এসে
আলগোছে নেয় পিছু ।
সহজ কথায়
লিখবো যখন ভাবি,
লিখতে গেলে
কঠিন লাগে সবই ।
সহজ ছবি
নয় যে আঁকা সোজা ।
সহজ স্মৃতি,
হয়না মনে খোঁজা ।
সহজ ভাবে
বাঁচতে গেলে, হায় !
জীবন আরও
কঠিন হয়ে যায় !
পাওনা সহজ,
হয়না শুধু নেয়া ।
সহজ দেনা,
যায়না তবু দেয়া ।
সহজ কথাও
অশ্রু চোখে ঝরায় ।
কঠিন ব্যথাও
প্রেমে জীবন ভরায় ।
সহজ হলেও
ঠেলোনা ভুলে দূরে ।
কঠিন হলেও
রাখো হৃদয় জুড়ে ।
Regards,
Palash Mondal | palashmondalseven@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
--পলাশ মন্ডল ।
সহজ কথা
নয় যে সহজ বলা ।
সহজ পথে
নয় রে সহজ চলা ।
সহজ ভাবে
ভাবতে গেলে কিছু,
কঠিন এসে
আলগোছে নেয় পিছু ।
সহজ কথায়
লিখবো যখন ভাবি,
লিখতে গেলে
কঠিন লাগে সবই ।
সহজ ছবি
নয় যে আঁকা সোজা ।
সহজ স্মৃতি,
হয়না মনে খোঁজা ।
সহজ ভাবে
বাঁচতে গেলে, হায় !
জীবন আরও
কঠিন হয়ে যায় !
পাওনা সহজ,
হয়না শুধু নেয়া ।
সহজ দেনা,
যায়না তবু দেয়া ।
সহজ কথাও
অশ্রু চোখে ঝরায় ।
কঠিন ব্যথাও
প্রেমে জীবন ভরায় ।
সহজ হলেও
ঠেলোনা ভুলে দূরে ।
কঠিন হলেও
রাখো হৃদয় জুড়ে ।
Regards,
Palash Mondal | palashmondalseven@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
কঠিন সহজ
( কঠিন সহজ )
--পলাশ মন্ডল ।
সহজ কথা
নয় যে সহজ বলা ।
সহজ পথে
নয় রে সহজ চলা ।
সহজ ভাবে
ভাবতে গেলে কিছু,
কঠিন এসে
আলগোছে নেয় পিছু ।
সহজ কথায়
লিখবো যখন ভাবি,
লিখতে গেলে
কঠিন লাগে সবই ।
সহজ ছবি
নয় যে আঁকা সোজা ।
সহজ স্মৃতি,
হয়না মনে খোঁজা ।
সহজ ভাবে
বাঁচতে গেলে, হায় !
জীবন আরও
কঠিন হয়ে যায় !
পাওনা সহজ,
হয়না শুধু নেয়া ।
সহজ দেনা,
যায়না তবু দেয়া ।
সহজ কথাও
অশ্রু চোখে ঝরায় ।
কঠিন ব্যথাও
প্রেমে জীবন ভরায় ।
সহজ হলেও
ঠেলোনা ভুলে দূরে ।
কঠিন হলেও
রাখো হৃদয় জুড়ে ।
Regards,
Palash Mondal | palashmondalseven@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
--পলাশ মন্ডল ।
সহজ কথা
নয় যে সহজ বলা ।
সহজ পথে
নয় রে সহজ চলা ।
সহজ ভাবে
ভাবতে গেলে কিছু,
কঠিন এসে
আলগোছে নেয় পিছু ।
সহজ কথায়
লিখবো যখন ভাবি,
লিখতে গেলে
কঠিন লাগে সবই ।
সহজ ছবি
নয় যে আঁকা সোজা ।
সহজ স্মৃতি,
হয়না মনে খোঁজা ।
সহজ ভাবে
বাঁচতে গেলে, হায় !
জীবন আরও
কঠিন হয়ে যায় !
পাওনা সহজ,
হয়না শুধু নেয়া ।
সহজ দেনা,
যায়না তবু দেয়া ।
সহজ কথাও
অশ্রু চোখে ঝরায় ।
কঠিন ব্যথাও
প্রেমে জীবন ভরায় ।
সহজ হলেও
ঠেলোনা ভুলে দূরে ।
কঠিন হলেও
রাখো হৃদয় জুড়ে ।
Regards,
Palash Mondal | palashmondalseven@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
একটি দেয়া একটু কঠিন
( একটি দেয়া একটু কঠিন )
--পলাশ মন্ডল ।
অনেক দেয়া অনেক সহজ,
একটি দেয়াই একটু কঠিন ।
অনেক ফুলের ফুলদানিতে
একটি ফুলই স্বপ্ন রঙিন ।
অনেক রঙের রংধনু , তার
একটি রঙই যায়না চেনা ।
অনেক আলোর অনেক সকাল,
একটি শুধু ছড়ায় সোনা ।
অনেক সুখের অনেক হাসি,
একটি শুধু অশ্রু ঝরায় ।
অনেক ব্যাথার দুঃখ অনেক,
একটি প্রেমে জীবন ভরায় ।
অনেক আপনজনের ভিড়ে
একজনই হয় অনেক আপন ।
অনেক কথাই হয় যে বলা,
একটি থাকে না বলা গোপন ।
অনেক মুখই দেখা হয়ে যায়,
একটি থাকে অদেখা, অচিন ।
অনেক দেয়া তাইতো সহজ,
একটি দেয়াই একটু কঠিন ।
Regards,
Palash Mondal | palashmondalseven@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
--পলাশ মন্ডল ।
অনেক দেয়া অনেক সহজ,
একটি দেয়াই একটু কঠিন ।
অনেক ফুলের ফুলদানিতে
একটি ফুলই স্বপ্ন রঙিন ।
অনেক রঙের রংধনু , তার
একটি রঙই যায়না চেনা ।
অনেক আলোর অনেক সকাল,
একটি শুধু ছড়ায় সোনা ।
অনেক সুখের অনেক হাসি,
একটি শুধু অশ্রু ঝরায় ।
অনেক ব্যাথার দুঃখ অনেক,
একটি প্রেমে জীবন ভরায় ।
অনেক আপনজনের ভিড়ে
একজনই হয় অনেক আপন ।
অনেক কথাই হয় যে বলা,
একটি থাকে না বলা গোপন ।
অনেক মুখই দেখা হয়ে যায়,
একটি থাকে অদেখা, অচিন ।
অনেক দেয়া তাইতো সহজ,
একটি দেয়াই একটু কঠিন ।
Regards,
Palash Mondal | palashmondalseven@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
Subscribe to:
Posts (Atom)