আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

স্বপ্ন - মহব্বত হোসেন সরদার

স্বপ্ন
মহব্বত হোসেন সরদার
স্বপ্ন তুমি যুগে যুগে ঘুরে ঘুরে
মানবের কানে কানে আর মুদিত চোখে
তোমার যন্ত্রের মাধ্যমে দেখায়ে যেতেছো
কাউকে আশাতে ভাসাছো
কাউকে ভাষাতে ভাসাায়েছো
কাউকে অবিরাম কাদাঁয়েছো
মৃত্যুর মাঝে নিয়ে গেছো জনমেরে
তোমার মাঝে সাধনায় পড়ে কতো মানুষ পেলো তাদের সাধনার ধন
তোমার মাঝে সাধনার আসন গেড়ে
কেউ হারালো তার সমস্ত জীবন
সে বুঝতেেই পারলো না
কখন চলে গেলো তার সাধের যৌবন ।স্বপ্ন আজো তোমার মাঝে বাস করে
পৃথিবীর আটশত কোটি মানুষ
কেউ তাড়া তাড়ি বড় হতে
কেউ তাড়াতাড়ি মরে যেতে
কেউ দুমুঠো ভাত খেতে
কেউ পরকালে জান্নাত পেতে
স্বপ্ন তোমার মাঝে পড়ে আছে
সমস্ত পৃথিবী
আসলে তোমার সাধনায়
তোমার কামনায়
তোমার প্রার্থনায়
জীবনের সমস্ত স্রোত চলছে ভাটার দিকে ।

Regards,
Mohabbat Hossain Sardar | mohabbathossain00@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

সেদিন ও আমি - মহব্বত এইচ সরদার

সেদিন ও আমি
মহব্বত এইচ সরদার

সেদিন ও আমি
তোমার পাশে
শরীরের পোশাকের মতন
তোমারে ঝাপটে ধরে
সময়েরে স্রোতে ভেসে যেতে যেতে
তোমারে ডেকে ডেকে বললো ,
প্রিয়া আমার ,আমি তো আজো আছি তোমারই
এই দেখো আমিই সেই তোমার ।

আজ,
আকাশের মাঝেখানটা চিরে গেছে
কোন সে ঠাটা পড়ে
আজ তোমার আমার দেখার আলোক কণা
নিভে নিভে হয়েছে অন্ধকার
এই দিন ও শেষ হয়ে যাবে
এই দিনও তো সেদিনের কাছে বলে দিবে
আমি তো সেই তার কাছে থেকেই এসেছি ।
আমি তো তোমারেই ভালোবেসেছি
আমি তো তোমারই হাসিতে হেসেছি
আমি তো তোমারই কাদঁনে কেদেঁছি
তুমি তো তা দেখনি
দেখবে নাও আর কোন দিন
কেননা সে দৃষ্টি তো তোমার আর নেই ।
যখন সমস্ত শেষ হয়ে যাবে
যখন শেষ হওয়ার পর আবার শুরু হবে
তখন দেখবে তোমার প্রেমটিও আমার প্রতি সেরকমই জন্মায়েছে ।
তখন তুমিও তো বলবে আমাকে ডেকে ডেকে ----
আমিও তো তোমারেই ভালোবেসেছিলাম ।

Regards,
মহব্বত হোসেন সরদার | mohabbathossain00@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

একান্যের

"একান্যের"
শামীম আহমেদ
************
মনে কর তুমি ফুল আমি তোমার ভ্রমর,
আমি নিত্য তোমার মধু নিতে আসব!
তোমায় আদর দেব এবং ভালবাসা।
মনে কর তুমি আকাশ আমি সেই নীলাকাশের তারা! তোমার গায়ে ঘেষে মিলেমিশে তোমার
ছোয়ায় হয়ে গেছি দিশেহারা দিশেহারা!*********
মনেকর আমি তোমার হাতের একটা পুতুল
ভেঙেও তুমি ফেলতে পার আবার ভালোও তুমি বাসতে পার**********
মনেকর তুমি গান আমি তোমার গানের সুর!
আমি যদি নাইবা থাকি তোমার দাম আছেই বা কী ?
মনেকর আমি কবি তুমি আমার কবিতা তুমি যদি নাইবা থাক আমায় কি কেউ কবি বলবে নাকি?
************
আমরা একে অপরের
আমরা দুজন দুজনের!মনেকর তুমি নদী আমিসে নদীর জল
একই স্রোতে চলি পাশাপাশি দুটি ঢেউ ব্যাথা দিলে কেউ কাউকে আখিজলে টলোমল টলোমল।
আমরা কালো করি সবি আবার আমাদের কারনেই এতো সুন্দর পৃথিবী।

Regards,
Sammim ahmed | ahmedsammim@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

জন্মভূমি

"জন্মভুমি"
শামীম আহমেদ
***********
অনবরত তব শ্রীবাণী মম মর্মে জাগে!
হৃদয় আকুল কর,নিশিতে জাগরণ তব কারনে!
উত্তপ্ত ভাবনা,স্বর্বস্ব পাবার সাধনা সঞ্চার মর্মবাগে~
তপ্তে সুপ্তি নাই তব সুদৃশ্য দর্শাতে যাই ফুল বাগানে উদার ময়দানে গগনচুম্মি
উড়াল পংখি আসে মধুহরনে***********জুড়ায় মন প্রভাতের নিশির-শিশির তাই ছুটি
কুসুমবাগে!.
নব সফরে,জনদশ৲কে জটলাবেঁধে গেছিলাম কুয়াকাটায় ব্যাড়াতে;
মরিচিকার মত মরূতে হরদম দার্শনিক কত সুধা সেখানে!!!
**************************************তোমায় ছেড়ে এতো মায়া কোথায় রেখে কার
মনচায়প্রবাসি হইতে! তবে কি পাব যা পাই তোমার গহিনতলে ডুবে
নাইতে?************ ঊষার সুবভীশ্বাস,জীবনের সম্ভাষণে যাবনা তোমায় ছেরে!
নীলা দরিয়ার স্রোতে ভেসে যাবারক্ষণে আমায় রেকখেছো ধরে!*****
তূমি গর্ভধারিনী নাহলেও দুখিনী মম পোষমানাইতে!
তোর চরণতলে ঠাই দে,মোর লাগি না কার লাগি তোর অশ্রুঝরে!!

Regards,
Sammim ahmed | ahmedsammim@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

অধিকার চাই - আল মামুন বিল্লাহ

অধিকার চাই
আল মামুন বিল্লাহ
ফুটেছে অগ্নিঝড়া ফুল
বিষাক্ত পাপড়ি নিয়ে।
শত লাথির আঘাতের পর
বেধ করা দুর্ভেদ্য ঝোপঝাড়
শত শত চেষ্টায়
পেয়েছে সূর্য মায়ের হাসি ।
হোম করা হুঙ্কার
আজ দেখিবে শতবার।
বহু যাতনায় লিখেছিল আমার নাম।
আজ বলিব বার। কিরূপে হয়েছিলে অনাথের কান্ডারি ।ছিল না যেখানে নিম্নস্হ আকুতি।
তুমি ছিলে গোলাভরা মালে পাপে ছিল ঘর ভরা জোটা। যেখানে ফুটপাতে এখনো শুয়ে থাকে
কৃষ্ট পাজর গুলি ।তাই তো ফুটেছে অগ্নিঝড়া ফুল। তোমারি পায়ের তলায় ওঠিবে
তোমারি শির পৃষ্ঠে শত লাঞ্চনায়।।

Regards,
Al Mamun billah | Almamunbillah22@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

সাহিত্য কণিকাকে জানাই আন্তরিক সুভেচ্ছা ও অভিন্দন!এটা খুব যুগোপযোগী একটি
অনলাইন ম্যাগাজিন!আমি সাহিত্য কণিকার সুভকামনা করছি*

Regards,
Sammim ahmed | ahmedsammim@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

শ্রাবণের কুয়াশায়

শ্রাবণের কুয়াশায়
শরীফ আহমেদ

আমি বৃষ্টি দেখেছি তোমার সাথে
আমি মেঘ ছুঁয়েছি তোমার সাথে
আমি শ্রাবণের কুয়াশার মতো আবছা আঁধারে ঢাকা
আজব মেঘের জগৎ দেখেছি তোমার সাথে

এখানে মেঘেরা ছুটে আসে আমাদের ঘরে
ভিজিয়ে দেয় আমাদের বিছানা
তুষারের মতো মেঘের ছোঁয়ায়
ভরেছে বিকেলের আলতো সময়গুলো...

এখানে বর্ষার জল জমে আছে
পাহাড়ের অনেক ওপরে
পাহাড়ের ফাঁকে ফাঁকে বয়ে যায় ভালোবাসার নদী,
দিগন্তে জুড়ে মেঘের কাজল রেখার সাথে
ধূসর মায়ার আশ্চর্য আলো রয়েছে এক হয়ে মিশে

কামিনী ফুলের আশ্চর্য সুগন্ধি ভরা
তোমার ভালোবাসা ছুঁয়েছিলো
নগ্ন চোখের আজব ছোঁয়ার সাথে,
আমি অনেক সময়ের মালা পরিয়েছি তোমার গলায়
আর-
তৃপ্তির নুপুর পরিয়েছি তোমার পায়ে।

Regards,
শরীফ আহমেদ | sharif.geo.2006@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com