আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

ফাগুনের জোছনা //মোঃ মিজানুর রহমান।

ফাগুনের জোছনা
//মোঃ মিজানুর রহমান।

ফাগুন বনে আগুন জ্বেলে,
মাতাল করে কৃষ্ণচূড়া।
দূর গহীনে বংশী বাঁজে,
লাল বসনে শিমুল সাঁজে।
পাগল করা বংশী বাদক,
সুর-লহরী যেন মাদক।
কোন গাওয়ারটা ইচ্ঁড়ে পাকা,
ঢেউ খেলে যায় হৃদয় কোনে।
সুরের তানে আমায় ডাকা,
ভোর হয়ে যায় জেঁগে থাকা।
ফাগুন দিনে জোঁস্না রাতে-
কে খেলবি আমার সাথে,
আদীম নৃত্যে, ভরি চিত্তে
শব্দে শব্দে কাব্য-কলা।
খ্যান-বেখ্যানে ঝিঁঝিঁরা সব
অতীষ্ঠ্য মন যত কলরব।
জোনাকিরা দল বেঁধেছে
কুল-কাননে সভা করছে,
মিটিমিটি জ্বলে জ্বালা-
প্রেমীষা মন আজ উথালা।
০২/০১/২০১৭ইং।
লুৎফর রহমান সড়ক,বরিশাল।

Regards,
Md.Mizanur Rahman | mdmizan85@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

1 comment:

  1. অসাধারণ লেখনশৈলী।

    ReplyDelete