আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

অনুকবিতা - আমি চুপ থাকব

অনুকবিতা - আমি চুপ থাকব
**************************

যদি আমার কথায় কেউ আঘাত পায়,
আমি বরং চুপ করে থাকব ।
যদি সংকটজনক পরিস্থিতিতে পড়ি
আমি তখন চুপ করে থাকব ।

যখন অন্য কারো কথা শোনার পালা
তখন আমি চুপ করে থাকব ।
যখন আলোচ্য বিষয়ে জ্ঞান সীমাবদ্ধ
তখন আমি চুপ করে থাকব ।

যখন আমার কথা সম্পর্ক ছিন্ন করে
তখন আমি চুপ করে থাকব ।
আমার কথা যথাযথ গুরুত্ব না পেলে
আমি বরং চুপ করে থাকব ।

একাধিক ব্যক্তি একসঙ্গে কথা বললে
আমি বরং চুপ করে থাকব ।
জ্ঞানগর্ভ আলোচনা চলতে থাকলে
আমি বরং চুপ করে থাকব ।

😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

রচনা - অসিত কুমার পাল
তাং -২৬/০৭/২০১৯ ।

Regards,
Ashit Kumar Paul | ashitpaul55@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

No comments:

Post a Comment