এই রোজাই হবে মুক্তির ঢাল
------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
******************************
অনাহারে থাকলেই পূর্ণ্ হবে না তোর
রোজার মহিমা যদি না থাকে অন্তর ।
হয়তো আহার নিবি না দিবসে সম্মুখে-
তবু দেখবে, তোরে দেখবে বিধাতা তাঁর চোখে
রোজাদার হয়ে কোন রূপে তুই ভূ-লোকে
তুই কি খুলিয়াছিস মুনাফিকির ডোর!
প্রভূ ভীরু ছাড়া রোজা হবে না মুক্তি তোর ।
অন্তরে ভীরুতা নাই গো প্রভূ ভীরুতা নাই,
চৌদিক রোজাদার বেশে কত রূপ দেখতে পাই
কার সাধ্য আছে বুঝে তোরে মুনাফিকের বেশে!
সবকিছু আছে শুধু নেই রোজার মহিমা হেসে !
এখনো তুই অবিচার করিস আপন কর্মে এসে-
তোর প্রাণে জাগে যদি প্রভূ ভীরুতার সূর্য্
এই রোজাই হবে মুক্তির ঢাল চির ধার্য্য ।
-------------------------------------5-05-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
Regards,
aminul | aminulahasan372@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com
No comments:
Post a Comment